Fawad Khan on Operation Sindoor: অপারেশন সিঁদুর 'লজ্জাজনক'! ভারতের প্রত্যাঘাতের কড়া নিন্দা করে ফাওয়াদ লিখলেন, 'পাকিস্তান জিন্দাবাদ'
Pakistan Actor Fawad Khan: ফাওয়াদ খান লিখেছেন, ‘এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী'

কলকাতা: আগেই ভারতে নিষিদ্ধ হয়েছিল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল। আর এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন, পাক অভিনেতা ফাওয়াদ খান (Fawad Khan)। উরি হামলার পরে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে তাই আর দেখা যায়নি তাঁকে বলিউডের ছবিতে। তবে ৯ বছর পরে সেই নিষেধাজ্ঞা উঠেছিল। ফের 'আবির গুলাল' ছবিতে দেখা যাওয়ার কথা ছিল ফাওয়াদকে। তবে পাকিস্তানের পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে ভারতে নিষিদ্ধ হয়েছে তাঁর ছবি 'আবির গুলাল'। আর এবার, ভারতের প্রত্যাঘাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ফাওয়াদ। পাক অভিনেতা দাঁড়ালেন পাকিস্তানের পাশেই।
ফাওয়াদ খান লিখেছেন, ‘এই লজ্জাজনক আক্রমণে নিহত ও আহত মানুষদের প্রতি আমি সমব্যথী। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের প্রিয়জনেরা যেন এই কঠিন সময়ে শক্তি খুঁজে পান।’ এর সঙ্গে ফাওয়াদ খান আরও লেখেন, ‘সবাইকে সম্মানের সঙ্গে একটা অনুরোধ করছি, কোনও প্ররোচনামূলক কথা বলে এই পরিস্থিতিতে ঘৃতাহুতি দেবেন না। নিরীহ মানুষের জীবনের মূল্যের চেয়ে বড় কিছুই নয়। মানুষের সুবুদ্ধি যেন বজায় থাকে, এই কামনাই করি। ইনশাহআল্লা। পাকিস্তান জ়িন্দাবাদ’। সোশ্যাল মিডিয়ায় ফাওয়াদের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড়। অনেকেই লিখেছেন, 'ফাওয়াদ খানকে এবার একেবারে বাতিল বলে ঘোষণা করার সময় চলে এসেছে।' কেউ কেউ আবার বলেছেন, 'ফাওয়াদ খান তো তাঁর লেখার মধ্যে কোনও ভারত শব্দটির ব্যবহার করেননি।'

পহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের। আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছিল পাকিস্তান। শেষমেশ, পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে হল 'অপারেশন সিঁদুর'। আর কখনও ফিরবেন না স্বামী, কিন্তু সিঁথির সিঁদুর মুছে যাওয়া মহিলাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিল ভারতীয় সেনা বাহিনী। সিঁদুরের জবাব সিঁদুরে! হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়ে স্বামীর রক্তে সিঁথি রাঙিয়ে দিয়েছিল জঙ্গিরা। ১৫ দিনের মাথায় 'অপারেশন সিঁদুর'-এ তার প্রতিশোধ নিল ভারত। ২৬ টি তরতাজা জীবনের জবাবে চলল মাত্র ২৫ মিনিটের অপারেশন। হিন্দু নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক সিঁদুরকে সম্মান জানাল ভারতীয় সেনা।
গত ২২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর হয়ে উঠেছিল ভূস্বর্গ। চোখের সামনে, স্বামীকে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখেছেন এঁরা। ফিরতে হয়েছে স্বামীর কফিনবন্দি মৃতদেহ নিয়ে। মুছে গিয়েছে সিঁথির সিঁদুর।দেশজুড়ে দাবি উঠেছিল প্রত্যাঘাতের। আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছিল পাকিস্তান। শেষমেশ, পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিতে হল 'অপারেশন সিঁদুর'।






















