এক্সপ্লোর
Advertisement
‘রেঙ্গুন’-এর প্রিয় দৃশ্য বাদ পড়ায় দুঃখ পেয়েছিলেন, জানালেন কঙ্গনা
মুম্বই: আজই মুক্তি পেয়েছে ‘রেঙ্গুন’। ছবি যত না প্রশংসা পাচ্ছে, তার থেকে অনেক বেশি প্রশংসিত হয়েছে নায়িকার অভিনয়। কঙ্গনা রানাওয়াত জানাচ্ছেন, এই প্রশংসায় তিনি খুশি। যদিও ফাইনাল কাটে নিজস্ব কিছু প্রিয় দৃশ্য বাদ পড়ায় দুঃখ রয়েছে তাঁর।
কঙ্গনা জানিয়েছেন, তাঁর অভিনয় যে এত প্রশংসিত হবে, তা তিনি বোঝেননি। কারণ তাঁর প্রিয় অনেকগুলি দৃশ্য কেটে বাদ দেন পরিচালক বিশাল ভরদ্বাজ। তাঁর চরিত্র বোঝানোর জন্য দৃশ্যগুলি প্রয়োজন ছিল। কিন্তু পরিচালক তাঁকে বোঝান, কেন বাদ দিতে হয়েছে সেগুলি।
সব শুনে তাঁর মনে হয়, পরিচালক ঠিকই করেছেন। কিন্তু প্রথমে দৃশ্য কাটার কথা শুনে ছবি ঘিরে তাঁর সব আশা ধূলিসাৎ হয়ে যায়। মনে হয়, তাঁর কাজ আর ততটা প্রশংসিত হবে না। কিন্তু এরপরেও দর্শক তাঁর কাজের প্রশংসা করেছেন, তিনি খুব খুশি।
তবে সব ছবিই দুর্দান্ত হিট করবে এমন আশা অর্থহীন- মনে করেন ‘কুইন’-এর অভিনেত্রী। ছবি একটা ব্যবসা, তাই ছবির পিছনে যত অর্থ বিনিয়োগ হয়েছে, ততটা উঠে আসুক, অবশ্যই চাইবেন। কিন্তু সব ছবি ১০০ কোটির ব্যবসা করবে ভাবা ঠিক নয় বলে তাঁর অভিমত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement