Film Kirtan News: এবার অভিমুন্যর পরিচালনায় গৌরব-অরুণিমা জুটি, 'কীর্তন'-এর সঙ্গী পরাণ বন্দ্যোপাধ্যায়ও
Kirtan News Update: পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়ের হাত ধরে কাজ শুরু হতে যাচ্ছে নতুন ছবির। এই ছবির গল্প আবর্তিত হবে শ্বশুর ও তাঁর পুত্রবধূর দ্বন্দ্বকে ঘিরে।

কলকাতা: দুই প্রজন্ম, দুই ধরণের চিন্তা আর একটা পরিবার । পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছে অরুণিমা ঘোষ (Arunima Ghosh) ও গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) । সেইসঙ্গে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবির নাম কীর্তন (Kirtan) ।
পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)-র হাত ধরে কাজ শুরু হতে যাচ্ছে নতুন ছবির । এই ছবির গল্প আবর্তিত হবে শ্বশুর ও তাঁর পুত্রবধূর দ্বন্দ্বকে ঘিরে । ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নাম অবিনাশ (Abinash) । তার পুত্রবধূর (Daughter In Law) ভূমিকায় দেখা যাবে অরুণিমাকে । তাঁর চরিত্রের নাম মণিমালা (Monimala) । পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের ভূমিকায় দেখা যাবে গৌরবকে । ছবিতে তাঁর চরিত্রের নাম অরুপ ।
আরও পড়ুন: Dibyojyoti Dutta Exclusive: 'হঠাৎ বৃষ্টি, আলো পড়ে আসছে, ভিজতে ভিজতেই চলল শেষ দৃশ্যের শ্যুটিং'
গল্পের শুরু হয় মণিমালা ও অবিনাশের দ্বন্দ্বকে ঘিরে । পুরনো বাড়ি ছেড়ে নতুন আধুনিক বাড়িতে গিয়ে ছেলেকে বড় করে তুলতে চায় মণিমালা । কিন্তু পৈত্রিক বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে নারাজ অবিনাশ । সেখান থেকেই শুরু রোজ তর্ক-বিতর্ক । আর অরূপ ? সে বাবা আর স্ত্রী এর ঝগড়ার মাঝে কার্যত দোটানায় । বাবা অবিনাশ অবশ্য তাকে দোষারোপ করে বাঙাল বাড়িতে ঘটি মেয়ে বিয়ে করে আনাই তার দোষ । সব মিলিয়ে মজার মোড়কেও যেন এক বাস্তব সমস্যার কথা তুলে ধরবে এই ছবি ।
খুব তাড়াতাড়ি এই ছবির শ্যুটিং শুরু হবে ।
View this post on Instagram























