এক্সপ্লোর
মহাষষ্ঠীতে ডিজিটাল প্ল্যাটফর্মে এল বাংলা মিনি হরর সিরিজ 'ফোর শেডস অফ লিপ'
গা ছমছমে চারটি ভিন্ন গল্প নিয়ে তিনি তৈরি করেছেন 'ফোর শেডস অফ লিপ'।প্রতিটি গল্পের সময়সীমা মাত্র পাঁচ মিনিট করে।
কলকাতা : তরুণ চিত্র পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা ভাষায় মিনি হরর সিরিজ। গা ছমছমে চারটি ভিন্ন গল্প নিয়ে তিনি তৈরি করেছেন 'ফোর শেডস অফ লিপ'।প্রতিটি গল্পের সময়সীমা মাত্র পাঁচ মিনিট করে। পাঁচ মিনিটের প্রতিটি কাহিনী পর্দায় ফুটিয়ে তুলবেন স্থানীয় অভিনেতা-অভিনেত্রীরা। রাজীব বিশ্বাস, গৌতম চক্রবর্তী, দেবস্মিতা চক্রবর্তী, আশিষ পাঠকরা পর্দায় কাহিনীর চরিত্রগুলি তুলে ধরেছেন। চিত্রনাট্য পরিচালকের। ক্যামেরা ও সহ চিত্রনাট্যকার তুহিন দাসগুপ্ত।
চারটি পর্বের নাম 'লক্ষ্মী', 'ডুমড ডেস্টিনেশন', 'বেস্ট ইভিল ক্রিসমাস', 'মুড়িঘণ্ট'।
পরিচালক জানিয়েছেন, এ ধরনের মিনি হরর সিরিজ দেশে এই প্রথম।মহাষষ্ঠীতে ডিজিটাল প্ল্যাটফর্মে এল এই মিনি হরর সিরিজ। আজ থেকে এমএক্স প্লেয়ারে দেখা যাচ্ছে।
সম্পাদনা ও সঙ্গীত তাঁরই।পরিচালক জানিয়েছেন, এই মিনি ওয়েব হরর সিরিজ। হরর মুভি মানে কিন্তু তাঁর ছবিতে কোনও ভূত বা অশীরীরীকে পর্দায় দেখা যাবে না।কাহিনীর বিন্যাসেই দর্শকরা পাবেন গা ছমছমে অনুভূতি। পরিচালকের দাবি, চারটি গল্পই প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে।
ইন্দ্রনীল ইতিমধ্যেই কয়েকটি টেলিফিল্মও করেছেন। তাঁর তৈরি শর্টফিল্ম আন্তর্জাতিক স্তরে পুরস্কারও পেয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement