এক্সপ্লোর
৯ টি দৃশ্য ছেঁটে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘৩১ অক্টোবর’
![৯ টি দৃশ্য ছেঁটে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘৩১ অক্টোবর’ Finally Censor Board Cleared Film On Indira Gandhis Assassination ৯ টি দৃশ্য ছেঁটে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘৩১ অক্টোবর’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/01/29140004/indira-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ড নিয়ে নির্মিত সিনেমা অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। দীর্ঘ চারমাসের টানাপোড়েনের পর সেন্সর বোর্ড '৩১ অক্টোবর'- কে ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। সিনেমার ৯ দৃশ্য বাদ দিতে হয়েছে বলে জানা গেছে।
সিনেমার প্রযোজক তথা চিত্রনাট্যকার হরি সচদেবা বলেছেন, নটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে হয়েছে। সেন্সর বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, সিনেমার কিছু দৃশ্য ও সংলাপ বিশেষ একটি সম্প্রদায়কে ক্ষুব্ধ করতে পারে। তাই ওই দৃশ্যগুলি বাদ দেওয়া প্রয়োজন।
সচদেবা আরও বলেছেন, ছবির দৃশ্য কেটে একাধিকবার তা জমা দিতে হয়েছে রিভাইজিং কমিটির কাছে। সিনেমার ছয়-সাত মিনিটের অংশ নিয়ে কমিটির আপত্তি ছিল। বেশ কিছু দৃশ্যের সংলাপে গালিগালাজের ব্যবহার বিপ করা হয়েছে। এমনকি বেশ কিছু ক্ষেত্রে ‘শালা-র মতো শব্দও বিপ করতে হয়েছে।
এই সিনেমায় অভিনয় করেছেন সোহা আলি খান ও বীর দাস। দুই শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা গাঁধীর হত্যা ও দেশজুড়ে তার প্রভাব অবলম্বনেই সিনেমাটি তৈরি হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)