Shweta Tiwari: বিতর্কিত মন্তব্যের জের, শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে FIR
ভোপালের শ্যামলা হিলস পুলিশ স্টেশনে শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
মুম্বই: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া মন্তব্যের জেরে এবার এফআইআর দায়ের হল অভিনেত্রী শ্বেতা তিওয়ারির (Shweta Tiwari) বিরুদ্ধে। এক ওয়েব সিরিজের প্রোমোশনের জন্য ভোপালে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই 'অন্তর্বাস' সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী। তার জেরে আগেই অভিনেত্রীর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় মধ্যপ্রদেশে। সে রাজ্যের মন্ত্রী নরোত্তম মিশ্র অভিনেত্রীর মন্তব্যের পর্যালোচনা করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন পুলিশকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভোপালের শ্যামলা হিলস পুলিশ স্টেশনে শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ (এ) ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা যাচ্ছে, সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ওয়েব সিরিজের প্রোমোশনের সময়ই তিনি অন্তর্বাস সংক্রান্ত বিষয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। শ্বেতা তিওয়ারির সেই মন্তব্যই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলে বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়। মধ্যপ্রদেশে অভিনেত্রীর ছবি পুড়িয়ে প্রতিবাদও জানানো হয় বলে জানা যায়। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বিষয়টি নিয়ে ভোপাল পুলিশ কমিশনারের রিপোর্ট জানতে চেয়েছেন। জানা যাচ্ছে, বলিউড অভিনেত্রীর মন্তব্য পর্যালোচনা করে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন নরোত্তম মিশ্র। এবার সেই মন্তব্য নিয়েই আরও বিপাকে পড়লেন অভিনেত্রী। ভোপালের একটি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট জানালেন আমিশা পটেল
প্রসঙ্গত, 'শো স্টপার' নামের ওয়েব সিরিজে অভিনয় করছেন শ্বেতা তিওয়ারি। এই ওয়েব সিরিজের প্রোমোশনের সময়ই তাঁকে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ওয়েব সিরিজে অভিনয় করছেন সৌরভ রাজ জৈন, রোহিত রয়ের মতো অভিনেতারা। এই প্রসঙ্গে কোনও অভিনেতারই প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।
আরও পড়ুন - Madhuri Dixit's debut OTT series: ওটিটিতে আত্মপ্রকাশ মাধুরী দীক্ষিতের, কবে মুক্তি পাবে 'দ্য ফেম গেম'?