Sanjay Leela Bhansali: নতুন ছবি মুক্তির আগেই কাঁটা ! প্রতারণা, অসভ্য আচরণের অভিযোগে FIR দায়ের সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে
Sanjay Leela Bhansali FIR: অভিযোগকারীর আরও দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ের সময় সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন, কিন্তু টাকা না দিয়েই তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।

Entertainment News: পুলিশসূত্রে জানা গিয়েছে সম্প্রতি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির প্রযোজনার সময় অসভ্য আচরণ এবং প্রতারণার অভিযোগে রাজস্থানের বিকানীরে চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ও আরও দুই জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ যেখানে অভিনয় করতে দেখা যাবে রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ভিকি কৌশলকে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে যে এই অভিযোগটি দায়ের করেছেন প্রতীক রাজ মাথুর। তাঁর অভিযোগে তিনি দাবি করেছেন যে সঞ্জয় লীলা বনশালী তাঁকে লাইন প্রযোজক হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করিয়েছিলেন। কিন্তু পরে তা বাতিল (Sanjay Leela Bhansali) করা হয়। বিকানীর সদর সার্কল অফিসার বিশাল জঙ্গীদ এই তথ্য জানিয়েছেন। অভিযোগকারী আরও জানিয়েছেন যে বনশালী এবং তাঁর দুই দলের সদস্য তাঁকে লাইন প্রযোজক হিসেবে দায়িত্ব দেওয়ার পরে কোনও টাকা না দিয়েই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেন।
অভিযোগকারীর আরও দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ের সময় সমস্ত ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন, এর মধ্যে সরকারি দফতরের সঙ্গে যোগাযোগ করার কাজও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যখন তিনি একটি হোটেলে ছবির টিমের সঙ্গে দেখা করতে যান, তাঁর সঙ্গে সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ও অন্যরা নাকি দুর্ব্যবহার করেন বলেই তিনি জানিয়েছেন। আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনসালি, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে জালিয়াতি, ষড়যন্ত্র আর ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এই মামলাটি সম্পর্কে এখন বিছওয়ালের এসএইচও গোবিন্দ সিং চরণ তদন্ত করছেন।
সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ বলা হচ্ছে ৬০ ও ৭০-এর দশকের ঘটনার প্রেক্ষাপটে তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন জনপ্রিয় ‘সঙ্গম’ ছবির রিমেক এই ছবিটি যেখানে ক্লাসিক ছবিতে অভিনয় করেছিলেন রাজ কাপুর, বৈজয়ন্তীমালা, রাজেন্দ্র কুমার। যদিও আগে এই রিপোর্ট অস্বীকার করেছেন বনশালী। ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হয়েছে যোধপুরের বিমানবন্দরে। আর সেই কারণেই এই ছবিটিকে রিমেক বলার দাবি রাখছেন অনেকে। ‘সঙ্গম’ ছবির মতই এই ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দুইজন বিমানচালকের চরিত্র রয়েছে। ২০২৬ সালের ২০ মার্চ এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।






















