এক্সপ্লোর
Advertisement
২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের
মুম্বই: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হল ঠানের ভিওয়ান্ডি থানায়। শিল্পা ও রাজ এক বস্ত্রশিল্প সংস্থার মালিককে ঠকিয়ে ২৪ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ।
ডেপুটি পুলিশ কমিশনার মনোজ পাতিল একটি ট্যবলয়েডকে জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় ভিওয়ান্ডি থানায় শিল্পা ও রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের এক আধিকারিক ওই ট্যবলয়েডকে বলেছেন, ভিওয়ান্ডির এক বস্ত্র কারখানার মালিক অভিযোগ করেন যে, তাঁর হয়ে টাকা সংগ্রহ করলেও তাঁকে ওই টাকা দেননি কুন্দ্রা দম্পতি।
পুলিশের ওই আধিকারিক আরও বলেছেন, টিভি বিজ্ঞাপনের মাধ্যমে মালোটিয়া টেক্সটাইলসের পক্ষে বিক্রি হওয়া বেডশিটের দাম সংগ্রহ করেছিল বিগ ডিলস নামে একটি কোম্পানি। ওই কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন শিল্পা ও রাজ। কিন্তু সেই টাকা আর মালোটিয়া টেক্সটাইলসকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement