Kapil Sharma Cafe Firing: সলমনকে শো-তে আমন্ত্রণ করাই কাল? কপিল শর্মার ক্যাফেতে গুলি চলার আসল কারণ কী?
Salman Khan and Kapil Sharma: মুম্বইয়ের সমস্ত শিল্পী, প্রযোজক, পরিচালককে সতর্ক করা হয়েছে ওই অডিও ক্লিপিংসে

কলকাতা: একবার নয়, পর পর ২ বার। এই নিয়ে ২ বার গুলি চলল কপিল শর্মা (Kapil Sharma)-র কানাডার ক্যাফেতে। কানাডায় রয়েছে কপিলের কাপ'স ক্যাফে (KAP'S CAFE)। এর আগে, জুলাই মাসে একবার কয়েক রাউন্ড গুলি চলে এখানে। সেই পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই, ফের গুলি। তবে এবারের ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিঁলৌ (Goldy Dhillon)। শোনা যায়, এই গোল্ডি ঢিঁলৌ কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হয়ে কাজ করেন। এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, এই ঘটনা ঘটানো হয়েছে গোল্ডি ঢিঁলৌ-র তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।
আর এবার, লরেন্স গ্রুপের গ্যাংস্টার হ্যারি বক্সারের একটি অডিও সামনে এসেছে। এই অডিওতে শোনা গিয়েছে, এই গুলির ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সঙ্গে জানানো হয়েছে, সলমন খানকে কপিল শর্মার অনুষ্ঠানে ডাকার কারণেই এই ঘটনা ঘটেছে। ওই অডিও ক্লিপিংসে বলা হয়েছে, যে সলমন খানের সঙ্গে কাজ করবে, তাকে মেরে ফেলা হবে। তবে কেবল কপিল নয়, সবার বিরুদ্ধেই এই অভিযোগ করা হয়েছে।
সলমনের সঙ্গে কাজ করলেই গুলি!
যে অডিওটি পাওয়া গিয়েছে, সেখানে যার গলা শোনা যাচ্ছে, দাবি করা হচ্ছে, এই গলা হ্যারি বক্সারের। হ্যারি বক্সার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। কপিল শর্মা নেটফ্লিক্সে যে শো করেন, সেই শোয়ের তৃতীয় সিজনের উদ্বোধনে সলমন খানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন কপিল। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর সিজন ৩-এর প্রথম পর্বে হাজির হয়েছিলেন সলমন। ২১ জুন নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছে এই শো। আর এর পরেই এসেছে এই অডিও ক্লিপিং। সেখানে বলা হয়েছে, সলমন খানের সঙ্গে কাজ করলে আর কোনও প্রযোজক, শিল্পী বা পরিচালককে আর সতর্ক করা হবে না। একেবারে বুকে গুলি করা হবে।
লরেন্স বিষ্ণোইয়ের হুঁশিয়ারি
মুম্বইয়ের সমস্ত শিল্পী, প্রযোজক, পরিচালককে সতর্ক করা হয়েছে ওই অডিও ক্লিপিংসে। সেখানে বলা হয়েছে, মুম্বইয়ের পরিবেশ এতটা খারাপ করে দেওয়া হবে যে কেউ পরিকল্পনাও করতে পারবেন না। যদি সলমন খানের সঙ্গে কেউ কাজ করেন, তাহলে সে ছোটখাটো পরিচালক বা শিল্পী হোন বা বড় প্রযোজক হোন.. তাকে ছাড়া হবে না। গুলি করে মেরে ফেলা হবে। আর সেই ব্যক্তি নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী থাকবেন। যদিও এবিপি আনন্দ লাইভ এই অডিও ক্লিপিংসের কোনও সত্যতা যাচাই করেনি।
এর আগে, জুলাই মাসের শেষ দিকে, কপিল শর্মার ক্যাফে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় হামলার দায় স্বীকার করেছিল মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই হরজিৎ সিংহ লাড্ডিজ। সেই ঘটনার পরে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল শর্মা লিখেছিলেন, ' মন থেকে লেখা এই বার্তা.. আমরা কাপ'স ক্যাফে এই আশা নিয়ে খুলেছিলাম যে এখানে সুস্বাদু কফি নিয়ে আড্ডার আসর জমবে, বন্ধুত্বপূর্ণ আলোচনা হবে, কফিকে কেন্দ্র করে সবাই এক জায়গায় হবে। কিন্তু এই ধরনের হিংসার ঘটনা সত্যিই হৃদয়বিদারক। আমরা এই আঘাত থেকে সেরে উঠছি, কিন্তু আমরা হার মানছি না।'






















