এক্সপ্লোর
Advertisement
‘৮৩’-তে কপিলের স্ত্রীর ভূমিকায় দীপিকাকে কেমন দেখতে লাগছে? প্রথম ছবি প্রকাশ করলেন রণবীর
রণবীর এর আগে এই ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করা ব্যক্তিদের ‘লুক’ প্রকাশ করেছেন।
মুম্বই: কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি হওয়া ছবি ‘৮৩’-তে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে। কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন। এই ছবিতে দীপিকাকে কেমন দেখতে লাগছে, তার আভাস দিলেন রণবীর। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁকে ও দীপিকাকে।
রণবীর এর আগে এই ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করা ব্যক্তিদের ‘লুক’ প্রকাশ করেছেন। এবার দীপিকার ‘প্রথম লুক’ প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল।
রোমির চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে দীপিকা বলেছেন, ‘কপিলের স্ত্রী অত্যন্ত বুদ্ধিমতী, জ্ঞানী, মজাদার ও তরতাজা ব্যক্তিত্ব। সাফল্য পাওয়ার জন্য সমর্থন জরুরি। সেটা পাওয়া গেলে মানসিক বোঝা ছাড়া নির্ভাবনায় কাজ করা যায়। কপিলের সাফল্যের পিছনে রোমির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’
এ বছরের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ‘৮৩’-এর। এই ছবি নিয়ে প্রথম থেকেই ক্রীড়াপ্রেমী ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দীপিকার ‘প্রথম লুক’ প্রকাশ্যে আসার পর সেই আগ্রহ বেড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ১৭ লক্ষেরও বেশি ‘লাইক’ পড়েছে এই ছবিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement