Tu Jhoothi Main Makkaar: মুক্তি পেল 'তেরে পেয়ার মে', শ্রদ্ধার সঙ্গে রোম্যান্সে মজে রণবীর
Tere Pyaar Mein: 'তেরে পেয়ার মে'-তে দর্শকরা দেখলেন দুই তারকার অনস্ক্রিন রসায়ন।
মুম্বই: মুক্তি পেল রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) জুটির প্রথম ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর (Tu Jhooti Main Makkar) প্রথম গান। 'তেরে পেয়ার মে'-তে (Tere Pyaar Mein) দর্শকরা দেখলেন দুই তারকার অনস্ক্রিন রসায়ন। গানটির শ্যুটিং হয়েছে স্পেনে। রণবীর ও শ্রদ্ধাকে সেখানকার বিচে এবং আরও অন্যান্য অসাধারণ লোকেশনে রোম্যান্সে মজতে দেখা গেল।
প্রকাশ্যে 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রথম গান 'তেরে পেয়ার মে'-
নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রথম গান 'তেরে পেয়ার মে'। গানটি গেয়েছেন অরিজিত সিংহ ও নিকিতা গাঁধী। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি প্রসঙ্গে সুরকার প্রীতম বলেন, 'রণবীর কপূরের জন্য তৈরি গানে অমিতাভ এবং অরিজিতের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। অতীতে যখনই আমরা একসঙ্গে কাজ করেছি, দর্শকের আমাদের গান পছন্দ হয়েছে এবং তাঁরা প্রশংসাও করেছেন। আশা করি এখনও 'তেরে পেয়ার মে' গানটি তাঁদের পছন্দ হবে।'
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিটি পরিচালনা করছেন লভ রঞ্জন। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মার্চ। লভ রঞ্জনের সিনেমার নাম চিরকালই অন্য ধরনের হয়। সেই ধারা বজায় রইল তাঁর আগামী ছবির ক্ষেত্রেও।
আরও পড়ুন - Pathaan: কোন ম্যাজিকে সফল হল 'পাঠান'? জানালেন স্বয়ং পরিচালক
প্রসঙ্গত, 'পেয়ার কা পঞ্চনামা' , 'সোনু কি টিটু কি সুইটি'র মতো ছবি তৈরি করেছেন পরিচালক লভ রঞ্জন। তাঁর প্রায় সব ছবিতেই মহিলা চরিত্রটিকে প্রধান ভিলেনের চরিত্র হিসেবে তুলে ধরেন। কী কারণে তিনি খলনায়কের পরিবর্তে খলনায়িকা দেখান তাঁর ছবিতে, সে সম্পর্কের জানালেন লভ রঞ্জন। পরিচালক বলছেন, 'আরও অনেক ছবি আছে, যেখানে মহিলা চরিত্রকে খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছে। অনেক পরিচালকই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমার মনে হয়, ছবিতে যতক্ষণ না একটা পজেটিভ চরিত্র আর একটা নেগেটিভ চরিত্র থাকবে, ততক্ষণ দর্শককে আকৃষ্ট করতে পারবে না। আর আমার সব ছবিতেই নায়িকাকে ভিলেন হিসেবে দেখানোটা সম্পূর্ণই ক্রিয়েটিভ একটা সিদ্ধান্ত। এটা দর্শক দেখতেও পছন্দ করে।' 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhooti Main Makkar) । ২৩ জানুয়ারি প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর একে অপরের প্রেমে পড়েন। তাঁদের সম্পর্ক মধুর পর্যায়ে যেতেই তাঁরা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্দান্ত নেন। কিন্তু গল্পে ট্যুইস্ট আসে সেখানেই। শ্রদ্ধার অভিনীত চরিত্রটা আচমকাই বদলে যায়। বিয়ের বিরুদ্ধে চলে যায় সে। আর রণবীরকে নিজের পরিবারের কাছে খারাপ ছেলে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। এভাবেই এগোতে থাকে ছবির গল্প।