এক্সপ্লোর
Advertisement
সলমনের ফুড ট্রাক ‘বিইং হাংরি’ রেশন তুলে দিলে মুম্বইয়ে দুর্গতদের হাতে
করোনাভাইরাসজনিত চলতি সংকট ও লকডাউনের কারণে দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলিউডের ‘দাবাং’ খান সলমন খান। অভাবগ্রস্তদের রেশন পৌঁছে দিতে এবার তিনি ‘বিইং হাংরি’ উদ্যোগ গ্রহণ করেছেন।
মুম্বই: করোনাভাইরাসজনিত চলতি সংকট ও লকডাউনের কারণে দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন বলিউডের ‘দাবাং’ খান সলমন খান। অভাবগ্রস্তদের রেশন পৌঁছে দিতে এবার তিনি ‘বিইং হাংরি’ উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে অভাবগ্রস্তদের মধ্যে রেশন বিতরণের জন্য ট্রাকের ব্যবস্থা করেছেন। মুম্বইয়ের দুর্গত মানুষের হাতে রেশন পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত ওই ট্রাকে লেখা ‘বিইং হাংরি’। বুধবার মুম্বইয়ের রাস্তায় দেখা গেল এই ফুড ট্রাককে। ওই ট্রাক থেকে রেশনের ব্যাগ অভাবগ্রস্ত মানুষদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবীরা। অত্যাবশ্যক পণ্যসামগ্রী নিতে দেখা গেল মানুষের দীর্ঘ সারি।
শহরের বিভিন্ন জায়গায় ঘুরে এই ট্রাকের রেশন বিলি করার বেশ কিছু ভিডিও ও ছবি চলতি মাসের গোড়া থেকেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
যদিও বজরঙ্গি ভাইজান তারকা তাঁর ব্যক্তিগত এই উদ্যোগ সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও কিছু ঘোষণা করেননি।
লকডাউন ঘোষণার পর থেকে ভাইপো নির্বান খান ও পরিবারের সদস্যদের সঙ্গে পানভেলের ফার্মহাউসে রয়েছেন।
এর আগে ৫৪ বছরের অভিনেতা লোকজনের কাছে ‘অন্নদান’ চ্যালেঞ্জ দিয়েছিলেন এবং কোভিড-১৯ লকডাউনে দুর্গতদের জন্য দান করেছিলেন।
‘অন্নদান’ চ্যালেঞ্জ দেওয়ার পর সলমন একটি ভিডিও ট্যুইটারে পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে তাাঁকে ইউলিয়া ভ্যান্টুর, জ্যাকলিন ফার্নান্ডেজ ও অন্যান্যদের সঙ্গে একটি ট্রাকে খাদ্যসামগ্রী তুলতে দেখা গিয়েছিল।
কোভিড-১৯ অতিমারির সময় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সলমন সক্রিয়ভাবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement