(Source: ECI/ABP News/ABP Majha)
'Adipurush': 'ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি', 'আদিপুরুষ'-এর টিজার প্রকাশের পর মন্তব্য 'রামায়ণ' টিমের
'Ramayan': রামানন্দ সাগরের ছেলে মতি সাগর বিশ্বাস করেন যে যখন একজন চলচ্চিত্র নির্মাতা পর্দার জন্য রামায়ণকে রূপান্তরিত করেন তখন সর্বদা মানুষের অনুভূতি বিবেচনা করা উচিত।
নয়াদিল্লি: টিজার মুক্তির পর থেকেই চর্চায় ওম রাউতের আগামী ছবি 'আদিপুরুষ' (Adipurush)। মহাকাব্য 'রামায়ণ'-এর বিগ বাজেট সংস্করণের টিজার দেখে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। আসল মহাকাব্য থেকে এই ছবি অনেকটাই আলাদা বলে দাবি রামানন্দ সাগরের (Ramanand Sagar) 'রামায়ণ' (Ramayan) টিমের। মূলত, যাঁরা প্রথম দূরদর্শনে এই মহাকাব্যকে পর্দায় এনেছিলেন।
রোষের মুখে 'আদিপুরুষ'?
সম্প্রতি টিজার মুক্তি পেয়েছে সেফ আলি খান, প্রভাস, কৃতী শ্যানন অভিনীত 'আদিপুরুষ'-এর টিজার। তবে ভাল ও মন্দের দ্বন্দ্বের এই পুরনো কাব্যের নতুন সংস্করণ বিশেষ ভালভাবে গ্রহণ করতে পারছেন না দর্শক। একে একে আসছে বয়কটের ডাক। অন্যদিকে, দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান 'রামায়ণ' এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। অনেকেরই মতে রাম-সীতা-রাবণের এই গল্প যদি কেউ নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলে থাকতে পারে তাহলে তা রামানন্দ সাগরের 'রামায়ণ'। এবার সেই শোয়ের অভিনেতা-অভিনেত্রীরাও 'আদিপুরুষ' নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন।
লক্ষ লক্ষ দর্শক যাঁরা প্রত্যেক রবিবার টিভির সামনে বসতেন পর্দায় রাম-কাহিনি দেখার জন্য, তাঁদের অনেকের কাছেই এখনও অরুণ গোভিল হচ্ছেন ভগবান রাম, দীপিকা চিখলিয়া হচ্ছেন সীতা ও সুনীল লাহিড়ি হচ্ছে লক্ষ্মণ। দুই প্রয়াত অভিনেতা অরবিন্দ ত্রিবেদী ও দারা সিংহ সেখানে যথাক্রমে রাবণ ও হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন।
দীপিকা চিখলিয়ার মতে, 'আমি টিজারটা দেখেছি এবং সেটি আমাদের দেখা "রামায়ণ"-এর থেকে অনেকটাই আলাদা এবং আমি জানি যে ভারত সেটার সঙ্গেই বড় হয়েছে। এটা খুবই আলাদা এবং নিশ্চয়ই টেকনোলজি থাকা দারুণ কিন্তু আমার মনে হয় তাতে রামায়ণের আসল সময়কাল ধরা যায় না।'
View this post on Instagram
'আদিপুরুষ'-এ মুখ্য চরিত্র ও নাম ভূমিকায় দেখা যাবে 'বাহুবলী' তারকা প্রভাসকে। ছোটপর্দার সীতার কথায়, 'যখন এমন ধরনের বিষয় নিয়ে কাজ হয় তখন সেই সময়কাল, সমাজ ও চরিত্রগুলির প্রতি সৎ থাকতে হয়। তবে পরিচালক তো পুরস্কার বিজয়ী, এবং আমি নিশ্চিত যে কিছু দুর্দান্তই দেখতে পাওয়া যাবে।'
ছবিতে দশ মাথার খল রাজা, লঙ্কেশের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা সেফ আলি খানকে। দাড়ি, উগ্র চোখ এবং চুলের স্টাইল, অনেকেই রাবণের লুক দেখে দাবি করেছেন যে তাঁর চরিত্রের স্পষ্ট ইসলামিকরণ হয়েছে। দর্শক তথাকথিত রাবণের যে রূপ দেখতে অভ্যস্ত তার থেকে একেবারে ভিন্ন এই লুক তুলে ধরার জন্য নির্মাতাদের নিন্দার মুখেও পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Arun Bali Death: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ দেখা গিয়েছিল তাঁকে 'লাল সিং চাড্ডা'য়
অন্যদিকে, দাড়ি সমেত, গোঁফ ছাড়া, চামড়ায় ঢাকা হনুমানের নতুন লুকও সমালোচনার মুখে পড়েছে। এছাড়া রামচন্দ্রের চরিত্রে গোঁফ সমেত দেখানো হয়েছে তাঁকে। সুনীল লাহিড়ির কথায়, 'রাম এবং রাবণকে তাঁরা যে ধরনের লুক দিয়েছেন তা দর্শকদের ভাল লাগছে না কারণ রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ একই চরিত্র দেখেছেন অনেকে। মানুষ রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ দেখেছেন এবং সেই মূর্তি নষ্ট করা উচিত নয়। আমি জানি না ওঁরা কেন এমন লুক করলেন। তবে যতক্ষণ না ট্রেলার বা ছবিটা না দেখা যাচ্ছে ততক্ষণ কিছু বলা উচিত নয়। ব্যক্তিগতভাবে আমি খুব একটা খুশি নই, এই লুক দেখে। তবে সেটা খারাপ না ভাল, সেই মন্তব্য করা একটু কঠিন।'
রামানন্দ সাগরের ছেলে মতি সাগর বিশ্বাস করেন যে যখন একজন চলচ্চিত্র নির্মাতা পর্দার জন্য রামায়ণকে রূপান্তরিত করেন তখন সর্বদা মানুষের অনুভূতি বিবেচনা করা উচিত।
প্রসঙ্গত, ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২৩ সালের ১২ জানুয়ারি।