(Source: ECI/ABP News/ABP Majha)
Gangubai Kathiawadi: প্রকাশ পেল 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে অজয় দেবগণের প্রথম লুক
প্রকাশ পেল 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে অজয় দেবগণের প্রথম লুক। আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ছবিটি মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে।
মুম্বই: প্রকাশ পেল 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিতে অজয় দেবগণের প্রথম লুক। আগামীকাল মুক্তি পাবে এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ছবিটি মুক্তি পাবে ২৫ ফেব্রুয়ারি ২০২২ সালে।
আজ সোশ্যাল মিডিয়ায় তরণ আদর্শ পোস্ট করেন অজয় দেবগণের প্রথম লুক। সেখানে দেখা যাচ্ছে, অজয় দেবগণের মাথায় টুপি, চোখে সানগ্লাস। তাঁর পরণে কোট প্যান্ট। এই ছবিটি পোস্ট করে তরণ আদর্শ লেখেন, ছবিতে এটাই অজয় দেবগণের প্রথম লুক। আগামীকাল মুক্তি পাবে 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির ট্রেলার।
আগেই ঘোষণা করা হয়েছিল যে এই ছবি বিশ্বের দরবারে তুলে ধরা হবে ৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Berlin International Film Festival)। সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি। সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ছবিটি পরিচালনা করেছেন।
আরও পড়ুন: এক ফ্রেমে প্রসেনজিৎ, দেব, ইশা, সুস্মিতা, প্রকাশ্যে 'কাছের মানুষ' -এর মহরতের ছবি
বার্লিনের চলচ্চিত্র উৎসবে আত্মজীবনীমূলক এই ড্রামা ঘরানার ছবিটি 'বার্লিনেল স্পেশাল'-এর অংশ হওয়ার ডাক পেয়েছে। এটি ওই চলচ্চিত্র উৎসবের একটি নির্দিষ্ট অংশ যেখানে উদাহরণ সৃষ্টিকারী বিভিন্ন ছবি দেখানো হয়। এই বছর উদ্যোক্তারা এই অংশে সেই সমস্ত ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন যেগুলি করোনা অতিমারীর আবহে শ্যুট করা হয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই ২৫ বছর পূরণ করে ফেলেছেন সঞ্জয় লীলা বনশালী। তিনি উচ্ছ্বসিত ছবি প্রদর্শনীর ব্যাপারে। তিনি জানান, তাঁর এই ছবির গল্প খুবই হৃদয়ের কাছের। একটি বিবৃতি দিয়ে সঞ্জয় জানান, 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির গল্পটি আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং আমি এবং আমার গোটা টিম এই স্বপ্নকে সম্ভব করার জন্য সবকিছু দিয়েছি। বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবি দেখানোর খবরে আমরা গর্বিত ও সম্মানিত।'
প্রথমে ঠিক ছিল আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। তবে সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন যে ছবিটি মুক্তির নতুন তারিখ হল ২৫ ফেব্রুয়ারি ২০২২।