![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gangubai Kathiawadi: ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর কত বাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র?
প্রথম দিন থেকে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল নজর কাড়া। সকলেরই লক্ষ ছিল কবে এই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে। দু সপ্তাহ পর এই ছবির বক্স অফিস কালেকশন কত? একশো কোটির ক্লাবে পৌঁছতেই বা আর কত বাকি?
![Gangubai Kathiawadi: ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর কত বাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র? Gangubai Kathiawadi Box Office Collection, Alia Bhatt Starrer Inches Closer to Rs 100 Crore Club in Second Week, know in details Gangubai Kathiawadi: ১০০ কোটির ক্লাবে পৌঁছতে আর কত বাকি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/41d4a938e8ae233072acfebd91fdc954_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। গত বছর থেকেই এই ছবিকে কেন্দ্র করে উন্মাদনা শুরু হয়ে যায় নেট নাগরিকদের মধ্যে। কিন্তু করোনা পরিস্থিতির জন্যই প্রধাণত ছবি মুক্তি পেতে দেরি হয়। মাত্র দু সপ্তাহ আগে মুক্তি পায় পরিচালক সঞ্জয়লীলা বনশালীর এই ছবি। আর তারপর থেকে সিনেমা হলে দর্শক ফেরাতে সক্ষম হয় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। প্রথম দিন থেকে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল নজর কাড়া। সকলেরই লক্ষ ছিল কবে এই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে। দু সপ্তাহ পর এই ছবির বক্স অফিস কালেকশন কত? একশো কোটির ক্লাবে পৌঁছতেই বা আর কত বাকি?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির বক্স অফিস কালেকশন শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, 'আজই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। করোনা পরবর্তী সময়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছনো চতুর্থ ছবি এটি। এর আগে 'সূর্যবংশী', 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' এবং এইট্টি থ্রি' ১০০ কোটির ক্লাবে নিজেদের জায়গা পাকা করে ফেলে। দ্বিতীয় সপ্তাহেও এই ছবির বক্স অফিস কালেকশন অব্যাহত। সোমবার পর্যন্ত এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছে ৯৯.৬৪ কোটি টাকা। ১০০ কোটি টাকার বক্স অফিস কালেকশন হতে বাকি আর সামান্য।'<
>
আরও পড়ুন - Kapil Sharma: 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনে এসে কপিল শর্মাকে 'বেওয়াফা' বললেন অক্ষয় কুমার! তারপর?
প্রসঙ্গত, মুক্তি পাওয়ার মাত্র চারদিনের মাথাতেই অনলাইনে ফাঁস হয়ে যায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। যার প্রভাব পড়ে এই ছবির বক্স অফিস কালেকশনেও। বিশেষজ্ঞদের দাবি, ছবি মুক্তির অল্প দিনের মধ্যেই যদি অনলাইনে ফাঁস না হয়ে যেত, তাহলে আগেই এই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছে যেত। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আলিয়া ভট্ট। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)