Kapil Sharma: 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনে এসে কপিল শর্মাকে 'বেওয়াফা' বললেন অক্ষয় কুমার! তারপর?
আজকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অবাক নেট নাগরিকরা। 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে এসে কপিল শর্মাকে সরাসরি 'বেওয়াফা' বললেন অক্ষয় কুমার। যা শুনে নেট নাগরিকরা ইতিমধ্যেই কমেন্ট করতে শুরু করেছেন।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং কৌতুক অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma) সম্পর্কে চিড় ধরার খবর শোনা যাচ্ছিল। শোনা যায়, দুজনের মধ্যে কোনও সমস্যা হওয়ার কারণে কপিল শর্মার শোয়ে আসতে চাইছেন না বলিউডের খিলাড়ি। যদিও পরবর্তীকালে নিজের সোশ্যাল মিডিয়া দীর্ঘ একটি পোস্ট করেন কপিল শর্মা। পোস্টে তিনি লেখেন, 'প্রিয় বন্ধুরা। আমার এবং অক্ষয় পাজির সম্পর্কে সংবাদমাধ্যমে নানা কিছু শুনলাম, পড়লাম, দেখলাম। এই প্রসঙ্গে বলতে চাইব, এটা একটা ভুল বোঝাবুঝি। সমস্ত ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে। অল ইজ ওয়েল। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে 'বচ্চন পাণ্ডে'র এপিসোডের শ্যুটিংয়ের জন্য। ও (অক্ষয় কুমার) আমার বড় দাদা। আমার উপর কিছুতেই রেগে থাকতে পারেন না। ধন্যবাদ।' কিন্তু আজকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অবাক নেট নাগরিকরা। 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে এসে কপিল শর্মাকে সরাসরি 'বেওয়াফা' বললেন অক্ষয় কুমার। যা শুনে নেট নাগরিকরা ইতিমধ্যেই কমেন্ট করতে শুরু করেছেন যে, সত্যিই কি সমস্যা মিটল তাহলে?
এদিন অক্ষয় কুমার এবং কপিল শর্মা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে বলিউডের খিলাড়িকে বলতে শোনা যাচ্ছে যে, 'বেওয়াফা (Bewafa) মানে ঠকবাজ। সবার জীবনেই কখনও না কখনও এই ঠকবাজদের দেখা পাওয়া যায়। আপনার জীবনেও যদি কোনও বেওয়াফা থাকে, তাহলে রিল তৈরি করুন আর জোরে বলুন বেওয়াফা। আমার জীবনেও আছে। এই মুহূর্তে আমার জীবনে বেওয়াফা কপিল শর্মা।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, 'ঠান্ডা লড়াই কি তাহলে জারি থাকল দুজনের মধ্যে।' যদিও এই ভিডিও একেবারেই মজার ছলে তৈরি করা বলেই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন - Mission Majnu: সিদ্ধার্থ-রশ্মিকা জুটির 'মিশন মজনু' ছবির মুক্তির দিন ঘোষণা
প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল যে, ''আতরঙ্গী রে'' ছবির প্রচারে যখন অক্ষয় কুমার, পরিচালক আনন্দ এল রাই এবং অভিনেত্রী সারা আলি খান আসেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে মজা করেন কপিল শর্মা। বলিউড অভিনেতা অক্ষয় কুমার কপিল শর্মাকে সেই অংশ সম্প্রচারিত হওয়া থেকে বাদ দেওয়ার অনুরোধ করেন। কিন্তু কোনওভাবে সেই অংশ থেকেই যায় এবং সম্প্রচারিত হয়। পরবর্তীকালে সেই অংশ নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শোনা যায়, তাই বচ্চন পাণ্ডে ছবির প্রোমোশনের জন্য কপিল শর্মার শোয়ে আসতে চাইছেন না অক্ষয় কুমার। 'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সির মতো তারকাদের।