এক্সপ্লোর
Advertisement
‘তোমাকে ভালবাসি মা’, শ্রীদেবীর জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট জাহ্নবীর
১৯৬৩ সালের ১৩ অগাস্ট তৎকালীন মাদ্রাজ রাজ্যে জন্ম হয় এই অভিনেত্রীর।
মুম্বই: আজ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিবস। ১৯৬৩ সালের ১৩ অগাস্ট তৎকালীন মাদ্রাজ রাজ্যে জন্ম হয় এই অভিনেত্রীর। আজ তাঁর জন্মদিবসে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মেয়ে জাহ্নবী কপূর লিখেছেন, ‘তোমাকে ভালবাসি মা।’ তাঁর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন চার লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। অসংখ্য ব্যক্তি প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। তিনি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। সেখানেই হোটেলের শৌচাগার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পদ্মশ্রী পাওয়া এই তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নঢ় ছবিতে অভিনয় করেন। তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে ‘চাঁদনি,’ ‘লমহে,’ ‘মিস্টার ইন্ডিয়া,’ ‘চালবাজ,’ ‘নাগিনা,’ ‘সদমা,’ ‘ইংলিশ ভিংলিশ’। তাঁর শেষ ছবি ‘মম’। এই ছবির জন্য তিনি মরণোত্তর জাতীয় পুরস্কার পান।
জাহ্নবীর প্রথম ছবি ‘ধড়ক’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় ছবি ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’। বায়ুসেনার প্রথম মহিলা অফিসার হিসেবে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে যোগ দেওয়া গুঞ্জন সাক্সেনার জীবন অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement