New Web Series: বাস্তবের বিবাহিত জীবন দিব্য সুখের, কিন্তু পর্দায় অরুণিমার সঙ্গে বিয়ে হতেই বিপাকে গৌরব!
Gaurav Chakrabarty and Arunima Ghosh: এই গল্পের মূল ২টি চরিত্রের নাম ঋজু এবং রাই । ভালবেসেই বিয়ে হয় তাঁদের । কিন্তু বিয়ের পরেই শুরু হয় যত সম

কলকাতা: ব্যক্তিগত জীবনে তাঁরা একজন বিবাহিত, আরেকজন অবিবাহিত । একজনের বিবাহিত জীবন কাটছে একেবারে রূপকথার মতোই, পরিবারে এসেছে নতুন সদস্য । আর অন্যজন এখনও মনের মানুষের অপেক্ষায় । তবে পর্দায় তাঁদের ২ জনেরই বিয়ে হয়ে গেল । পরিচালকের অঙ্গুলি হেলনে । আর তারপর থেকেই শুরু যাবতীয় অশান্তি । কথা হচ্ছে সায়ন্তন মুখোপাধ্যায় (Sayantan Mukherje)-র নতুন ওয়েব সিরিজ 'বিবাহ অতঃপর' নিয়ে । সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) ও অরুণিমা ঘোষ (Arunima Ghosh) । প্রযোজনায় রূপা দত্ত ও ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ।
এই গল্পের মূল ২টি চরিত্রের নাম ঋজু এবং রাই । ভালবেসেই বিয়ে হয় তাঁদের । কিন্তু বিয়ের পরেই শুরু হয় যত সমস্যা । তাদের নিজেদের মধ্যে যত না সমস্যা, তার থেকে অনেক বেশি সমস্যা তাঁদের পরিবারকে নিয়ে । দুই পরিবার এক্কেবারে আলাদা । আর সেই কারণেই বিচ্ছেদের মামলা দায়ের করে দুজনে । কিন্তু সেই মামলা ঘিরেও ঘটতে থাকে নানান রকম মজার মজার সব ঘটনা । ভালবাসা তো রয়েছেই, পাশাপাশি দমফাটা হাসির সমস্ত পরিস্থিতি । পাশাপাশি একেবারে পারিবারিক গল্প এই 'বিবাহ অতঃপর' । ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে, আগামী ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা এই ওয়েব সিরিজটি । মোট ৭টি এপিসোড থাকবে ওয়েব সিরিজটিতে ।
এর আগে মুক্তি পেয়েছে গৌরবের নতুন ছবি 'সোনার কেল্লায় যখের ধন' । এই ছবিতে গৌরব ছাড়াও ছিলেন কোয়েল মল্লিক (Koel Mallick) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এর আগে, এবিপি লাইভ বাংলাকের দেওয়া একটি সাক্ষাৎকারে বিভিন্ন মাধ্যমে কাজ নিয়ে গৌরব বলেছিলেন, 'আমি এখন কোনও মাধ্যমের কাজের মধ্যেই পার্থক্য করছি না। বড়পর্দায় কাজের একটা আলাদা পরিতৃপ্তি রয়েছে। তবে এখন মানুষ পছন্দ করছেন বেশিরভাগ ছবিই বাড়িতে বসে দেখতে। তাই বড়পর্দা আর ওটিটির বিভাজন করার কোনও মানেই হয় না। পুষ্পা, অ্যানিম্যালের মতো ছবিও মানুষ বাড়িতে বসে দেখছেন। তবে ওটিটির মাধ্যমে কাজটা এতগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেটাই তো বড় পাওয়া। '
View this post on Instagram























