Gehraiyaan: প্রকাশ্যে ছবির নাম, দীপিকা-সিদ্ধান্ত-অনন্যা অভিনীত 'গহেরাইয়াঁ'র টিজার মুক্তি
Gehraiyaan: রবিবারই ছবির সেটের কিছু অদেখা ছবি পোস্ট করেন অভিনেতারা। লিখেছিলেন আজ বড় কোনও ঘোষণা করা হবে। সেই কথা মতো আজ সকালে পরিচালক শকুন বাত্রার আগামী ছবির নাম প্রকাশ্যে এল। মুক্তি পেল প্রথম টিজারও।
নয়াদিল্লি: সোমবার মুক্তি পেল শকুন বাত্রা (Shakun Batra) পরিচালিত দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে ও ধৈর্য কারওয়া (Deepika Padukone, Ananya Panday, Siddhant Chaturvedi and Dhairya Karwa) অভিনীত আগামী ছবি 'গহেরাইয়াঁ'-এর প্রথম লুক টিজার (Gehraiyaan first look teaser)। আজই নামও প্রকাশ পেল এই ছবির। ২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবিটি।
প্রজেক্টের কথা ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে গতকালই ছবির অভিনেতারা বলেছিলেন যে আজ বড় ঘোষণা হতে চলেছে। কথা অনুযায়ীই আজ সকালে প্রকাশ্যে আনা হল ছবির নাম। এমনকী মুক্তি পেল ছবির টিজারও। যা ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছে নেটমহলে।
ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলি ডিভা দীপিকা পাড়ুকোন লেখেন, 'আমার হৃদয়ের টুকরো'। অন্যদিকে টিজার পোস্ট করে সিদ্ধান্ত চতুর্বেদী বলেন, 'কথায় বলে, ভালবাসার সবকিছুর মধ্যেই নিজের একাংশ রয়ে যায়। হয়তো আমার হৃদয়ের একাংশ পাবেন এখানে।' অনন্যা পাণ্ডের ক্যাপশনে দেখা যায়, 'আরও খানিক গভীরে যাওয়ার সময় হয়েছে।'
View this post on Instagram
টিজার দেখেই স্পষ্ট এক আদ্যন্ত প্রেমের কাহিনি বলতে চলেছে 'গহেরাইয়াঁ'। তবে খুবল যে সহজ পথে সেই প্রেমপর্ব চলবে তা নয়। টিজারে ট্যুইস্টেরও আভাস মিলল। এখন অপেক্ষা ছবি মুক্তির।
অন্যদিকে, দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে, কবীর খান পরিচালিত ও রণবীর সিংহ অভিনীত '৮৩' ছবিতেও।