Beqaaboo Song Out: গানের সুরে 'গহেরাইয়াঁ', মুক্তি পেল 'বেকাবু'
Beqaaboo Song Out: এদিন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গান মুক্তির কথা জানান।
নয়াদিল্লি: দর্শক অধীর আগ্রহে অপেক্ষারত। ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। তার দিন দুই আগে আজ, বুধবার মুক্তি পেল ছবির নতুন গান 'বেকাবু' (Beqaaboo)।
দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে এবং ধৈর্য্য কারওয়া (Deepika Padukone, Siddhant Chaturvedi, Ananya Panday, and Dhairya Karwa) অভিনীত, শকুন বাত্রার (Shakun Batra) ছবি নতুন গান 'বেকাবু'। গানটি লিখেছেন কৌসর মুনির। সুর দিয়েছেন সভেরা এবং ওফ। গানটি গেয়েছেল শাল্মলী খোলগড়ে এবং সভেরা।
এদিন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গান মুক্তির কথা জানান।
গানটির শ্যুটিং হয়েছে একটি ইয়টে। সিদ্ধান্ত ও দীপিকাকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাবে গানের ভিডিওয়। একসঙ্গে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন একে অপরের সঙ্গ। গানটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে দীপিকা লেখেন, 'এই গানটি গোটা অ্যালবামে আমার সবচেয়ে পছন্দের সেটা যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে! লুপে চলছে বেকাবু।' প্রেম দিবসের আগে প্রেমের এই গান বেশ জনপ্রিয় হবে বলেই আশা নির্মাতাদের।
আরও পড়ুন: Badhaai Do New Song: মুক্তি পেল 'বধাই দো' ছবির নতুন গান, হেসে খুন নেটিজেনরা
ছবিতে নাসিরউদ্দিন শাহ এবং রজত কপূরের (Naseeruddin Shah and Rajat Kapur) মতো উচ্চমানের শিল্পীরাও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। দীপিকা এবং অনন্যা ছবিতে বোনের ভূমিকায় অভিনয় করেছেন। ধৈর্যকে দীপিকার স্বামীর ভূমিকায় দেখা যাবে এবং সিদ্ধান্তকে অনন্যার বাগদত্তার ভূমিকায় দেখা যাবে। ট্রেলারেই স্পষ্ট সিদ্ধান্ত ও দীপিকা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হবেন এবং সম্পর্কে জড়িয়ে পড়বেন।