Rekha in Bollywood: বলিউডে ঐশ্বর্য রাইয়ের কুড়ি বছর পূর্তিতে তাঁকে ভালোবাসায় ভরা চিঠি রেখার
'অ্য়ায় দিল হ্যায় মুশকিল' ছবিটি মুক্তি পাওয়ার আগে রেখার চিঠিটা ঐশ্বর্য রাই পান। পরবর্তীকালে সেই চিঠিটা ফেমিনা ম্যাগাজিনে প্রকাশিতও হয়।
![Rekha in Bollywood: বলিউডে ঐশ্বর্য রাইয়ের কুড়ি বছর পূর্তিতে তাঁকে ভালোবাসায় ভরা চিঠি রেখার Get to know letter written by Rekha to Aishwarya Rai after completing 20 years in Bollywood, know in details Rekha in Bollywood: বলিউডে ঐশ্বর্য রাইয়ের কুড়ি বছর পূর্তিতে তাঁকে ভালোবাসায় ভরা চিঠি রেখার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/d5611575b09e25dcb4fa4f6e73d6fbfe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : বলিউড অভিনেত্রী রেখা এবং ঐশ্বর্য রাইয়ের সুসম্পর্কটা অনেকেরই তেমন জানা নেই। দুই প্রজন্মের দুই অভিনেত্রীর একে অপরের প্রতি রয়েছে শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নাহলে ঐশ্বর্য রাই রেখাকে সম্মোধন করেন 'রেখা মা' বলে! ঐশ্বর্য রাই যেদিন বলিউডে কুড়ি বছর পূর্ণ করেন, তখন তাঁকে একটি সুন্দর চিঠি লিখেছিলেন রেখা। 'অ্য়ায় দিল হ্যায় মুশকিল' ছবিটি মুক্তি পাওয়ার আগে রেখার চিঠিটা ঐশ্বর্য রাই পান। পরবর্তীকালে সেই চিঠিটা ফেমিনা ম্যাগাজিনে প্রকাশিতও হয়। একবার পড়েই নিন না রেখা ঠিক কী লিখেছিলেন ঐশ্বর্য রাইকে?
আরও পড়ুন - Honsla Rakh Trailer: রোম্যান্টিক-কমেডির মোড়কে মুক্তি পেলো শেহনাজ-দিলজিত-সোনমের 'হসলা রাখ'-র ট্রেলার
প্রিয় অ্যাশ,
তুমি তো শুধুই একজন নারী নও। যেমন এক প্রবাহমান নদীর স্রোত। যা সবকিছুকে বুকে জড়িয়ে নিয়ে বয়ে যায়। হয়তো একদিন মানুষ ভুলে যাবে তুমি কি বলেছিলে। হয়তো একদিন মানুষ ভুলে যাবে তুমি কী কী করেছিলে। কিন্তু মানুষ চিরকালই তোমাকে অনুভব করবে। তুমি এক জীবন্ত দৃষ্টান্ত যাতে সব গুণ ভরে রাখা রয়েছে। তোমার শক্তির গভীরতা তোমার সাহসী পদক্ষেপ তোমার মুখ খোলার আগেই অনেক কিছু বলে ফেলে। যেটা তোমার করতে ভালো লাগে, তুমি শুধু সেটা করো না, সেটা অতটাই ভালো করে করো যে মানুষ আর তোমার থেকে চোখ ফেরাতে পারে না। তোমার আর কারও কাছে কিছু প্রমাণ করার নেই। মানুষ গোনে না সে জীবনে কতবার শ্বাস নিয়েছে। মানুষ মনে রাখতে চায় সেই প্রশ্বাসের অনুভূতিগুলো। অনেক শক্ত বাধা পেরিয়ে আজ জীবনের এই পর্যায়ে এসে পৌঁছেছো। তোমাকে দেখে মনে হয় ফিনিক্স পাখি জেগে উঠেছে। এই কথা না বলে কলম থামাতে পারছি না যে আমি তোমার জন্য ঠিক কতটা গর্বিত। অমন চাঁদের মতো মুখে হাসি ছড়িয়ে তুমি সবসময় চাওয়ার থেকে বেশি দিয়েছো। আর একটা কথা না বললে এই চিঠি অপূর্ণ থেকে যাবে, কীভাবে তুমি এত কিছুর পরও আরাধ্যাকে নিজের হাতে বড় করে তুলছ। সবাইকে ভালোবাসতে থাকো। আর তোমার জাদুর স্পর্শে সব হয়ে উঠুক তোমারই মতো মোহময়ী। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর আশির্বাদ। কতটা? যা তোমার হৃদয় থেকে খানিকটা উপচে পড়বে। ভালো থেকো। বেঁচে থেকো। তোমার রেখা মা।
আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Winner: কার জন্য 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতেছেন? জানালেন অর্জুন বিজলানি
এই চিঠির পর কি আর কিছু প্রমাণ করার আছে যে ঐশ্বর্য রাই আর রেখার মধ্যে সম্পর্ক ঠিক কতটা মধুর! ঐশ্বর্য রাই বচ্চনকে ঠিক কতটা ভালোবাসেন রেখা তা সত্যিই আজ চিঠির মাধ্যমে অনুরাগীদেরও মন ভরিয়ে দিলো।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)