Khatron Ke Khiladi 11 Winner: কার জন্য 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতেছেন? জানালেন অর্জুন বিজলানি
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমস্ত প্রতিযোগীকে হারিয়ে শেষ হাসিটা হাসলেন তিনিই। সঙ্গে জানালেন কার জন্য এই ট্রফিটা জিতেছেন 'মিলে যব হম তুম' অভিনেতা।
মুম্বই : সদ্যই জিতেছেল জনপ্রিয় স্টান্ট গেম শো 'খতরো কে খিলাড়ি সিজন ১১'-র ট্রফি। ট্রফি ছাড়াও বাড়ি নিয়ে গিয়েছেন নতুন একটি মারুতি সুইফ্ট গাড়ি এবং নগদ ২০ লক্ষ টাকা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চলা এই গেম শোয়ের বিজয়ী হয়ে দারুণ উচ্ছ্বসিত টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমস্ত প্রতিযোগীকে হারিয়ে শেষ হাসিটা হাসলেন তিনিই। সঙ্গে জানালেন কার জন্য এই ট্রফিটা জিতেছেন 'মিলে যব হম তুম' অভিনেতা।
রোহিত শেট্টি সঞ্চালিত 'খতরো কে খিলাড়ি'র ১১তম সিজন জনপ্রিয়তায় সমস্ত রিয়েলিটি শো-কে ছাপিয়ে গিয়েছে। টিআরপির নিরিখে এক নম্বরে থাকা এই রিয়েলিটি শোয়ের বিজয়ী হয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা অর্জুন বিজলানি জানালেন যে, তিনি আসলে কার জন্য জিততে চেয়েছিলেন।
আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন বিজলানি বলেন, 'রোহিত শেট্টির সঞ্চালনায় খতরো কে খিলাড়ির জার্নি একেবারেই সহজ ছিল না। প্রত্যেক প্রতিযোগীই দারুণ পারফরম্যান্স করেছেন। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শো জিতে খুবই ভালো লাগছে। কেপ টাউনে আমাদের দীর্ঘ জার্নি ছিল। ফাইনাল স্টান্ট পারফরম্যান্সের পর রোহিত স্যর যখন আমার নাম ঘোষণা করলেন, তখন মারাত্মক খুশি হয়ে গিয়েছিলাম।'
'মিলে যব হম তুম', 'নাগিন', 'মেরি আশিকি তুম সে হি', 'লেফট রাইট লেফট' প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করা অর্জুন বিজলানি আরও বলছেন যে, 'আমি মন থেকে এি শো-টা জিততে চেয়েছিলাম। আমার ছেলে অয়নের জন্য মন প্রাণ দিয়ে পারফর্ম কির। আর ওর জন্যই জিততে চাইছিলাম ও আমাকে বলেছিল যে জিতে ট্রফিটা বাড়ি নিয়ে আসতে। একটা বাচ্চার কাছে এটা অনেক বড় ব্যাপার।'
সেরা ৬ জন ফাইনাল প্রতিযোগীর মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওয়ারি, বিশাল আদিত্য সিংহ, রাহুল বৈদ্য এবং বরুণ সুদ থাকলেও, ধীরে ধীরে একজন একজন করে আউট হয়ে যেতে থাকেন 'খতরো কে খিলাড়ি'র জয়ের রাস্তা থেকে। শেষ মুহূর্তে দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে জয় নিশ্চিত করে ফেলেন অর্জুন বিজলানি।