Top Entertainment News Today: বিতর্কের মুখে 'দ্য কেরালা স্টোরি', চিত্রাঙ্গদার পরিচালনায় ঋতাভরীর অভিনয়, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: ফের বিতর্ক তৈরি হল 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) ছবি নিয়ে। শুরু হচ্ছে 'মেট গালা ২০২৩' (Met Gala 2023)। দিদি চিত্রাঙ্গদার পরিচালনায় মিউজিক ভিডিওয় অভিনয় করবেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' ( The Kerala Story )ছবি নিয়ে বিতর্ক চলছেই। যা মূলত লভ্ জিহাদের উপর নির্মিত। আর এবার সেই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন (Kerala Chief Minister Pinarayi Vijayan)। মুখ্যমন্ত্রীর দাবি, 'ছবি মাধ্যমে সংঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'মূলত 'দ্য কেরালা স্টোরি' ছবির বিষয় নিয়ে বিতর্ক অব্যহত। অভিযোগ, ছবিটির ট্রেলরে দেখানো হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলাকে ধর্ম পরিবর্তন করিয়ে নিয়ে সিরিয়া এবং আফগানিস্তানে আইএসআই-র প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
'হ্যাপি বার্থে ডে মাই এভরিথিং'
আজ অনুষ্কার (Anushka Sharma) জন্মদিনে ইন্সটায় রোমান্টিক পোস্ট বিরাট কোহলির (Virat Kohli) । ঘরনির জন্মদিনে পরপর দুটি ছবি পোস্ট (Post) করেছেন তিনি। বিরাট কোহলি, তাঁর প্রাণের মানুষের জন্য লিখেছেন, তোমার সমস্ত মিষ্টি ম্যাডনেসের মধ্য দিয়ে আমি তোমাকে ভালবাসি, হ্যাপি বার্থে ডে মাই এভরিথিং।'
শাখরুখ-পুত্র বলিউডে পা রাখছেন
প্রথমে বাণিজ্যিক সংস্থা, বিজ্ঞাপনের পরিচালনা, আর এবার পুরোপুরি বিনোদন দুনিয়ায় পা রাখতে তৈরি শাহরুখ-পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryaan Khan)। 'স্টারডম' (Stardom) নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন আরিয়ান। তবে অভিনেতা নয়, পরিচালক হিসেবে। বাবার সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট (Red Chillies Entertainment)-এর প্রযোজনাতেই তৈরি হচ্ছে এই সিরিজ। ৬ এপিসোডের এই সিরিজটি এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। তবে আশা করা যায়, ২০২৩ সালেই শুরু হবে এই সিরিজের শ্যুটিং।
প্রয়াত তেলুগু কোরিওগ্রাফার চৈতন্য
ফের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। মৃত্যু হল তেলুগু নৃত্যশিল্পী (Telugu) চৈতন্যর (Choreographer Chaitanya)। বলা হচ্ছে তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা (allegedly died by suicide)। ৩০ এপ্রিল তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর সূত্রের। তেলুগু ডান্স শো 'ধী'র (Dhee) মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তেলুগু ডান্স শো 'ধী'-তে অংশ নিয়েছিলেন কোরিওগ্রাফার চৈতন্য। এর মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। শোনা যাচ্ছে ৩০ এপ্রিল আত্মহত্যার ঘটনা ঘটে। সেই সঙ্গে একটি আবেগঘন ভিডিও বার্তাও প্রকাশ্যে এসেছে তাঁর। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেলোরে গলায় দড়ি দিয়েছেন তিনি।
কর্ণ-বিপাশার বিয়ের ৭ বছর পূর্তি
এখন তাঁদের জীবন বদলেছে, কোলে এসেছে ছোট্ট দেবী। আর সেই একরত্তিই যেন আরও বেঁধে বেঁধে রেখেছে দুই তারকাকে। বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)। আর তাঁদের বিয়ের জন্মদিন। এই দিনে কেক কেটে, পোশাকে রঙমিলান্তি করে আর আনন্দে কাটালেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন ছোট্ট সেই ভিডিও।
প্রথম ৩ দিনের শেষে কত টাকার ব্যবসা করল 'পোনিয়িন সেলভান ২'?
সম্প্রতি মুক্তি পেয়েছে মণি রত্নমের (Mani Ratnam) ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান ২' ('Ponniyin Selvan 2')। ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে 'পোনিয়িন সেলভান ২'। মণি রত্নম পরিচালিত এই ছবি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। সূত্রের খবর, তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার এই ছবি আরও ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ফলে প্রথম তিন দিনের শেষে দেশের মাটিতে এই ছবি মোট ৮০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে বিশ্বজুড়ে এই ছবি প্রথম তিন দিনেই ১৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে।
চিত্রাঙ্গদার পরিচালনায় মিউজিক ভিডিওতে ঋতাভরী
রুপোলি পর্দা তাঁদের ভালবাসায়, ভাবনায়। শিল্পের সঙ্গে যুক্ত পরিবারের সকলেই। আর এবার, এক সুর বাঁধল গোটা পরিবারকেই! পরিচালনায় দিদি, অভিনয়ে বোন আর সঙ্গীত পরিচালনায় জামাইবাবু! একটি মিউজিক ভিডিওর হাত ধরে পরিচালনায় পা রাখছেন চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। নিকিতা গাঁধী (Nikita Gandhi)-র সঙ্গে এই মিউজিক ভিডিতে কাজ করেছেন বোন ঋতাভরী চক্রবর্তী। গানটি লিখেছেন ঋতাভরী ও যশ মার্টিন দুজনে মিলে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সম্বিত চট্টোপাধ্যায় (Sambit Chatterjee)। 'বেবি টাইম' নামের এই গানে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে নেটফ্লিক্সের 'ক্লাস' সিরিজের অন্যতম অভিনেতা চিন্তনকে।
মুক্তির আগেই বিদেশের মাটিতে হাউজফুল 'ফাটাফাটি'
বাংলা ছবির বিদেশে পাড়ি দেওয়ার প্রথা নতুন নয়। তবে অনেকেই বিশ্বাস করেন মৌখিক প্রচারে। অর্থাৎ, ছবিটি মুক্তির পরে তা কেমন হয়েছে শুনেই অনেকে ছবি দেখতে যান। তবে মুক্তির আগেই শো হাউসফুল! তাও বিদেশে! 'উইন্ডোজ' (Windows)-এর ছবি তৈরির ইতিহাসে এই প্রথম। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি' (Fatafati) মুক্তি পাবে ১২ মে। আর তার আগেই, সূদূর অস্ট্রেলিয়ায় হাউসফুল হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)-এর নতুন এই ছবি।
মাঝপথে থামিয়ে দেওয়া হল রহমানের কনসার্ট
অস্কারজয়ী (Oscar winning) সঙ্গীত পরিচালক (Music Director) এ আর রহমানের (A R Rahman) মেগা কনসার্টে বাধা পুনে (Pune) পুলিশের। মাঝ পথে থামিয়ে দেওয়া হল অনুষ্ঠান। কিন্তু কেন? হতবাক ও হতাশ দর্শক শ্রোতারা। রবিবার বেশ অনেকটা রাতের দিকেই ঘটনাটি ঘটে। রাজবাহাদুর মিলের কাছে বিশাল বড় আউটডোর ভেন্যুর খোলা মঞ্চেই কনসার্ট হচ্ছিল। কিন্তু রাত ১০টা নাগাদ এক উচ্চপদস্থ পুলিশ কর্মী এসে কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। কারণ, অভিযোগ নির্ধারিত সময়ের পরেও চলছিল অনুষ্ঠান। ঘন কালোর মধ্যে মঞ্চে টর্চ জ্বালিয়ে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় হতাশ হাজারো দর্শক।
বলিউড তারকা যাঁরা এবারের 'মেট গালা'র রেড কার্পেটে হাঁটবেন
২০১৮ সালের 'মেট গালা'য় নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে আলাপ হয় বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)। আশা করা হচ্ছে এবারের 'মেট গালা'-তেও উপস্থিত থাকবেন তিনি। 'মেট গালা ২০২৩'-এ ডেবিউ করতে দেখা যাবে আলিয়া ভট্টকে (Alia Bhatt)। প্রবাল গুরুঙের (Prabal Gurung) ডিজাইন করা পোশাক পরবেন তিনি। আগের বছরের অনুষ্ঠানের মতোই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও ইশা আম্বানিকে (Isha Ambani) ফের 'মেট গালা'র রেড কার্পেটে হাঁটতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: Asthma: কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?
জুরির বিচারে সেরা ছবি 'সীতা রামাম'
দুলকর সলমান (Dulquer Salmaan), রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) ও ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার ছবি 'সীতা রামাম'-এর (Sita Ramam) মুকুটে জুড়ল নতুন পালক। মর্যাদাপূর্ণ 'দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড'-এর (Dadasaheb Phalke Award for Best Film Jury) জুরির বিচারে 'সেরা ছবি' ঘোষিত হল 'সীতা রামাম'কে সোমবার। সোমবার ছবির প্রযোজনা সংস্থা 'বৈজয়ন্তী মুভিজ'-এর তরফ থেকে এই সুখবর ভাগ করে নেওয়া হয়। তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করে লেখা হয়, '১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের (13th Dada Saheb Phalke Film Festival) জুরি সদস্যদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের কাজ 'সীতা রামাম'কে সেরা ছবি হিসেবে নির্বাচিত করার জন্য। এই স্বীকৃতি পেয়ে আমরা অভিভূত।'