Top Entertainment News Today: টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: মুক্তি পেল মণি রত্নমের (Mani Ratnam) বহু প্রতীক্ষিত ছবি। কেমন ব্যবসা হল প্রথম দিনে? কবে কোথায় দেখা যাবে 'বিগ বস ১৬'-এর (Bigg Boss 16) পর্বগুলি? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।
শুরু হচ্ছে 'বিগ বস ১৬'
'বিগ বস ১৬' শুরু হচ্ছে ১ অক্টোবর অর্থাৎ আজ থেকে। অনুষ্ঠানের প্রথম এপিসোড দেখা যাবে আজ রাত সাড়ে ৯টায়। প্রত্যেকদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ১০টা থেকে অনুরাগীরা দেখতে পাবেন এই অনুষ্ঠান। অন্যদিকে, সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার এই অনুষ্ঠান দেখা যাবে সাড়ে ৯টা থেকে। 'কালার্স টিভি' (Colors TV) ও 'ভুট সিলেক্ট'-এ (Voot Select) এই অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক। 'ভুট সিলেক্ট'-এর জন্য বার্ষিক ২৯৯ টাকার সাবস্ক্রিপশন প্রয়োজন। 'বিগ বস ১৬'-এর প্রথম হাউজমেট, আবদু রজিক, তাজিকিস্তানের ইন্টারনেট সেনসেশনের নাম ঘোষণা করা হয় সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে। ঘোষণা করেন স্বয়ং সলমন খান। তাছাড়া সদ্য মুক্তি প্রাপ্ত একাধিক প্রোমোতে সুম্বুল তৌকির খান, নিমরত কৌর আলুওয়ালিয়া প্রমুখের মতো চেনা মুখ দেখা গেছে।
'বিহাইন্ড দ্য ক্যামেরা'য় আলিয়া ভট্ট
গতকাল একটি অনুষ্ঠানে আলিয়া ভট্ট বলেন, 'আর্থিকভাবে এই কাজটা তখন সঠিক বলে মনে হয়েছিল। আমি প্রোডাকশনে বোঝা হতে চাইনি এবং একটি ব্যাক-এন্ড দৃষ্টিকোণ নিতে চেয়েছিলাম। তাতেই আমি বুঝতে পারলাম যে ক্যামেরার পিছনের কাজও আমাকে কতটা আকর্ষণ করে। এই ইন্ডাস্ট্রিতে আসার ১০ বছর পর আমার প্রথম ছবি "ডার্লিংস" তৈরি করলাম। আর তার অভিজ্ঞতা এতটাই ভাল যে এরপর লাগাতার এগিয়ে চলার আমার লক্ষ্য আরো দৃঢ় হয়েছে।' তিনি আরও বলেন, 'আমার এখনও বুটিক প্রযোজনা সংস্থা। শো, সিনেমা বা পডকাস্টের গোল তৈরি করি এবং এমন কনটেন্ট তৈরি করব যা প্রচণ্ডভাবে আবেগের সঙ্গে যুক্ত করবে। আমি ক্যামেরার পিছনের কাজের অংশ হতে চাই।'
আরও পড়ুন: 'Kacher Manush' Exclusive: প্রেক্ষাগৃহে পুজোর মরসুম, ভিড় প্রসেনজিৎ-দেব ও 'কাছের মানুষ'দের
'পোনিয়িন সেলভান ১'-র প্রথম দিনের ব্যবসা
পরিচালক মণি রত্নমের (Mani Ratnam) 'ম্যাগনাম ওপাস' ছবি 'পোনিয়িন সেলভান ১' ('Ponniyin Selvan 1') মুক্তি পেয়েছে ৩০ সেপ্টেম্বর। কল্কি (Kalki) রচিত একই নামের ক্লাসিকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। তামিল ছবির ইতিহাসে সবচেয়ে বড় 'ওপেনিং ডে'র ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ প্রথম দিনে ব্যবসার নিরিখে তামিল ছবির মধ্যে সর্বোচ্চ আয় এই ছবির। 'পোনিয়িন সেলভান ১'-এর মুক্তির প্রথম দিনের পর নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে গোটা বিশ্বে এটি প্রথম দিনে ৮০ কোটি টাকার ওপরে ব্যবসা করেছে। সোশ্যাল মিডিয়ায় লাইকা প্রোডাকশন এদিন পোস্ট করে লেখে, ''পোনিয়িন সেলভান ১'-কে বিশ্বব্যাপী তামিল সিনেমার নিরিখে সর্বোচ্চ ওপেনিং ডে ব্যবসা দেওয়ার জন্য ধন্যবাদ।' প্রসঙ্গত, লাইকা প্রোডাকশন এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে মণি রত্নমের 'মাদ্রাজ টকিজ'-এর সঙ্গে। তাঁদের তরফে একটি পোস্টারও শেয়ার করা হয়েছে।