Top Entertainment News Today: জেলায় জেলায় ছড়াচ্ছে 'দ্য কেরালা স্টোরি'র বিক্ষোভের আঁচ, পরিণীতি-রাঘবের বাগদানের সাজ, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: বিভিন্ন জেলায় ছড়াচ্ছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিক্ষোভের আঁচ। পোশাকে রংমিলান্তি, আংটি বদলের দিন কেমন সাজছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
হরিয়ানাতেও করমুক্ত 'দ্য কেরালা স্টোরি'
বিনোদন জগতের এক ছবিই এখন জায়গা করে নিচ্ছে রাজনীতির খবরের শিরোনামে। 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে। আর এবার, হরিয়ানাতেও করমুক্ত ঘোষণা করা হল, 'দ্য কেরালা স্টোরি'-কে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Haryana CM Manohar Lal Khattar), সম্প্রতি ট্যুইটারে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করেছেন। এই ছবি নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। ছবি মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তার শুনানি ১৫ মে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এই ছবিকে। সেই নিয়েও দানা বেঁধেছে বিতর্ক।
অনুষ্কাকে 'স্যার' বলে সম্বোধন!
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মুম্বই ম্যাচের পর আরসিবির (RCB) হাতে বেশ খানিকটা সময় রয়েছে। আসন্ন রবিবার তাঁরা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে আরসিবি। সম্ভবত মুম্বই থেকেই সরাসরি রাজস্থানের উদ্দেশে রওনা দেবে গোটা আরসিবি দল। এরই মাঝে মুম্বইয়ে নিজের রেস্তোরাঁয় গোটা আরসিবি দলের সঙ্গে সস্ত্রীক দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। নিজের এই হোটেলেই আরসিবি দলের সতীর্থদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিরাট ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাপারাৎজিদের আবেদন মিটিয়ে খোশমেজাজে ছবিও তোলেন তাঁরা। এই সময়ই এক মজাদার কাণ্ড ঘটে যায়। এক উৎসাহী চিত্র সাংবাদিক বিরুষ্কাকে বারংবার ছবি তোলার জন্য নাম ধরে ডাকছিলেন। এক সময় ভুলবশত তিনি অনুষ্কাকে 'স্যার' বলে সম্বোধন করে বসেন। গোটা বিষয়ে দুই তারকাই হেসে গড়াগড়ি যাওয়ার উপক্রম। এরপরেই মজা করে বিরাট সেই ব্যক্তিকে তাঁকে কোহলি 'ম্যাম' বলে সম্বোধন করার জন্যও বলেন। গোটা ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করায় BJP বিক্ষোভ পুরুলিয়ার প্রেক্ষাগৃহে
'দ্য কেরালা স্টোরি' দেখতে না পেয়ে এবার জেলার প্রেক্ষাগৃহে বিক্ষোভ। বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story Banned) । সম্প্রতি সাংবাদিক বৈঠকে 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) ছবিটি ব্যান করে দেবার প্রতিবাদে, আজ বেলা এগারোটা নাগাদ পুরুলিয়া শহরের মাল্টিপ্লেক্সের সিনেমা হলে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা।
'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিক্ষোভ, ধুন্ধুমার চুঁচুড়ার মাল্টিপ্লেক্সে
'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story Banned) নিয়ে তোলপাড় গোটা দেশ, রাজ্য। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্যজুড়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবি। তারপরই রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভের খবর নজরে পড়েছে। এবার ছবিটিকে ফের প্রেক্ষাগৃহে ফেরাতে হবে, এমন দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) সমর্থকেরা। ঘটনা হুগলির (Hooghly) চুঁচুড়ার। ফের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে হবে 'দ্য কেরালা স্টোরি'। এই দাবিতে চুঁচুড়ার এক মাল্টিপ্লেক্সে বিক্ষোভ দেখালেন এক দল বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের মল থেকে বের করে দেন।
'মহাভারত'-কে পর্দায় তুলে ধরা আমার স্বপ্নের কাজ : রাজামৌলি
তিনি সাফল্য পেয়েছেন, জনপ্রিয়তাও। তাঁর পরিচালিত 'আরআরআর' (RRR) পৌঁছে গিয়েছে অস্কারের মঞ্চেও। আর এবার, নিজের 'স্বপ্নের কাজ' নিয়ে মুখ খুললেন এসএস রাজামৌলি (SS Rajamouli)। জানালেন, তাঁর স্বপ্নের কাজ, 'মহাভারত'-কে পর্দায় তুলে আনা। এর আগেও 'মহাভারত' নিয়ে নিজের কাজ ও পরিকল্পনার কথা শেয়ার করেছিলেন রাজামৌলি। জানিয়েছিলেন, মহাভারতের এত দিক রয়েছে, তাকে একটা ছবিতে বেঁধে ফেলা কার্যত অসম্ভব। হয়তো সম্পূর্ণ মহাভারতকে পর্দায় তুলে ধরতে গেলে লাগতে পারে প্রায় ১০টা ছবি। শুধু তাই নয়, কাস্টিং থেকে শুরু করে মহাভারতের বিভিন্ন বিষয়গুলিও পর্দায় তুলে ধরা নেহাত সহজ নয় বলে মনে করেন রাজামৌলি।
পোশাকে রঙমিলান্তি, বাগদানে রাঘব-পরিণীতির সাজের খুঁটিনাটি
কান পাতলেই এখন এই গুঞ্জন শোনা যাচ্ছে মায়ানগরীতে। থুড়ি, রাজধানীতেও। কারণ স্বপ্নের শহর নয়, পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আংটিবদলের জন্য বেছে নিয়েছেন 'দিলওয়ালো কি শহর'-কে। শোনা যাচ্ছে, ১৩ তারিখ, অর্থাৎ শনিবারই তাঁর বাগদান হওয়ার করা রাঘব চাড্ডা (Raghav Chaddha)-র সঙ্গে। জানা যাচ্ছে, ভারী পোশাক বা গয়নায় সাজতে পছন্দ করেন না রাঘব বা পরিণীতি কেউই। তাঁদের বাগদানের পোশাকও তাই তৈরি করা হয়েছে অনেক পরিকল্পনার পরে। দিল্লির কর্ণট প্লেসের কপূরথালা হাউজে বসবে আপ সাংসদ ও বলি নায়িকার বিয়ের আসর। তাঁদের পোশাকে নাকি থাকবে রংমিলান্তি।
এক মনে 'শিব তাণ্ডব স্তোত্র' পাঠ আদাহ্ শর্মার
এখন শিরোনামে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। আর সেই সঙ্গে শিরোনামে ছবির মুখ্য অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)। ১১ মে, অর্থাৎ আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী, যা আপাতত ভাইরাল। শিবমন্দিরে (Shiv Temple) একাগ্র হয়ে পুজোয় ব্যস্ত অভিনেত্রী আদাহ্ শর্মা। শিবলিঙ্গের সামনে বসে হাত জোড় করে, চোখ বন্ধ করে এক মনে 'শিব তাণ্ডব স্তোত্র' পাঠ করে চলেছেন তিনি। ভিডিও পোস্ট করে তিনি এও লেখেন যে তাঁর ছবি 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের লড়াই করার ক্ষমতা জোগাচ্ছেন মহাদেব।
কলকাতায় আসছে ভাইজান, সাক্ষাৎ সারবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে
জল্পনা শোনা গিয়েছিল আগেই, এবার তাতে পড়ল সিলমোহর। কলকাতায় (Kolkata) আসছেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। আর কলকাতায় এসেই পৌঁছবেন কালীঘাটে (Kalighat), দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। এদিন ট্যুইট করে এই খবর দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দেশজুড়ে আপাতত 'দাবাং ট্যুর' সারছেন সলমন খান। আগামী ১৩ মে, শনিবার তাঁর পৌঁছনোর কথা কলকাতায়। অনুষ্ঠান সারার কথা এখানে। তবে শোনা যাচ্ছে শহরে পৌঁছে তিনি আগে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগেই কনসার্টের ব্যাপারে নিশ্চিত করেছিলেন তিনি, তবে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ব্যাপারে এতদিনে নিশ্চিত হওয়া গেল।