এক্সপ্লোর

Top Entertainment News Today: OTT-তে আসছে 'ম্যায় অটল হুঁ', 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। 'সোহাগ চাঁদ' (Sohag Chand) ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 

প্রভাসের অনুরাগীকে মারধর অল্লু অর্জুনের ফ্যানেদের

দক্ষিণের দুই মহাতারকা। একজন অল্লু অর্জুন (Allu Arjun), অপরজন প্রভাস (Prabhas)। তবে এখন কেবল দক্ষিণের নন, তাঁরা প্যান ইন্ডিয়া তারকা, বলা ভাল বিশ্বজুড়ে তাঁদের খ্যাতি। তাঁদের অনুরাগীদের মধ্যেও উন্মাদনা নজরে পড়ার মতো। যখনই তাঁদের কোনও সিনেমা মুক্তি পায়, অনুরাগীদের মধ্যে তা উদযাপনের আকার নেয়, প্রেক্ষাগৃহ রূপ নেয় কনসার্ট ভেন্যুর। সেই উন্মাদনা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়, এবার যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী, বেশ অনেকটাই মাত্রাতিরিক্ত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে দুই তারকার অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয় হাতাহাতির পরিস্থিতির। দুই তারকার অনুরাগীদের মধ্যে এমন বিতর্ক প্রায়ই শুরু হয় যে কোন তারকা বেশি ভাল! এই ধরনের আলোচনা অনেক সময়েই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। এবারেও তেমনই এক কাণ্ড ঘটল, যা বেশ আশঙ্কাজনক। বেঙ্গালুরুতে দুই তারকার অনুরাগীদের মধ্যে বচসার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা খুব খারাপভাবে প্রভাসের এক ফ্যানকে অপমান করছে। একদিকে অল্লু অর্জুনের একদল ফ্যান। অপরদিকে প্রভাসের একজন ফ্যান। ফলে দলে ভারী 'পুষ্পা'র অনুরাগীরা। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে অল্লু অর্জুনের অনুরাগীরা শারীরিকভাবে আক্রমণ করছে প্রভাস অনুরাগীকে এবং তাকে জোর করছে 'জয় অল্লু অর্জুন' বলতে। এই আক্রমণে রীতিমতো রক্ত ঝরতে দেখা যায় আক্রান্তের শরীর থেকে, ভিডিও অনুযায়ী।

ওটিটিতে মুক্তি পাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীর 'ম্যায় অটল হুঁ'

প্রেক্ষাগৃহে চলার পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হুঁ' ছবি আগেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এবার সেই ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। ১৪ মার্চ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমা। 'ম্যায় অটল হুঁ' ছবির পরিচালক রবি যাদব। মুখ্য চরিত্র অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে। এই ছবিতে কাজের অভিজ্ঞতা মনে করে পঙ্কজ বলেন, 'আমাদের দেশের সবচেয়ে বিবিধ নেতাদের অন্যতম একজনের চরিত্র ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের, যিনি দেশের সাফল্যের বুনিয়াদ তৈরি করেছিলেন। আমি অটল জি ও তাঁর দুর্দান্ত রাজনৈতিক সফর সম্পর্কে জ্ঞাত ছিলাম, এই সিনেমা আমাকে তাঁর আরও অনেক অনুপ্রেরণামূলক গুণাবলী ও জীবনের একাধিক দিক সম্পর্কে জানান দেয় যা আমার জীবনে এক বিশেষ দাগ তৈরি করেছে। আমার কর্মজীবনের অন্যতম বড় কাজগুলির একটা শ্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে কাজ করা এবং আমি তার জন্য কৃতজ্ঞ। এবার যখন এই ছবি বিশ্বজুড়ে ডিজিট্যাল ডেবিউ করতে চলেছে, আমি সকল ভারতবাসীকে অনুরোধ করব এই সাধারণ মানুষটির অনন্য গল্প দেখুন ও অনেক শিক্ষা নিয়ে যান।' এই ছবির চিত্রনাট্য লিখেছেন ঋষি বিরমানি ও রবি যাদব। 

বালি থেকে ছবি পোস্ট শ্রেয়া ঘোষালের

বালিতে (Bali) ছুটি কাটাচ্ছেন 'বার্থডে গার্ল' (birthday girl) থুড়ি 'বার্থডে বালিকা'। তিনি আর কেউ নন, ভারতীয় সঙ্গীতশিল্পী, বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল। জন্মদিনের একদিন আগে, নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন গায়িকা। ১২ মার্চ, ৪০ পূর্ণ করলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal Birthday)। তাঁর কণ্ঠে মজেন আট থেকে আশি। গান গেয়েছেন অজস্র ভাষায়। একাধিক সেরার শিরোপা উঠেছে তাঁর মাথায়। তিনি শ্রেয়া ঘোষাল। আজ, ১২ মার্চ তিনি পূর্ণ করলেন ৪০ বছর। জন্মদিনে এখন তিনি সমুদ্র সৈকতে। ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন। গতকাল তিনি 'সিক্ত' একটি ছবি পোস্ট করে লেখেন, 'বার্থডে বালিকা ইন বালি'। গাঢ় সবুজ টপে, খুব সামান্য মেকআপে, ভেজা চুল খুলে ছবি তোলেন তিনি। বোঝাই যাচ্ছে চুটিয়ে উপভোগ করছেন এই ভেকেশন। 

আরও পড়ুন: Sohag Chand: 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়, সোহাগের মৃত্যুর খবরে ভেঙে পড়ে চাঁদ, তারপর?

নায়িকার প্রয়াণে কোন নয়া মোড় ধারাবাহিকে?

'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এখন এক হাড়হিম করা অধ্য়ায়। পরিস্থিতির ফেরে হদিশ পাওয়া যাচ্ছে না সোহাগের। কোনও চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না তার। সন্দেহ আরও বাড়তে থাকে, আর চাঁদ দোষ দেয় দুর্জয়কে। ননী যখন দুর্জয়ের ষড়যন্ত্রের কথা ফাঁস করে, তখন সেই শুনে চাঁদের দাবি, দুর্জয়ই অপহরণ করিয়েছে সোহাগকে। কিন্তু দুর্জয় প্রবলভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলে। তার দাবি, এই কাজের সঙ্গে সে কোনওভাবেই জড়িত নয়। ফলে গোটা পরিস্থিতি আরও অনিশ্চয়তার অন্ধকারের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক যে সময় আশার আলো নিভতে শুরু করেছে, সেই মুহূর্তে এক নতুন কথা জানা যায়। শোনা যায়, দুর্জয়ের লোকজন, ভুল মানুষকে অপহরণ করেছে। কিন্তু এই কথা যদি সত্যি হয়, তাহলে সোহাগ কোথায়? একটি ভুতুড়ে ফোন এরপর চাঁদের হৃদয়ে ছুরির মতো আঘাত করে যখন সে সোহাগের মৃত্যুর মর্মান্তিক দুঃসংবাদ পায়। সোহাগ কি সত্যিই মৃত? নাকি এ কোনও মরীচিকা? চাঁদের পায়ের তলার মাটি সরতে থাকে, সবকিছু ঝাপসা হয়ে যেতে থাকে! সোহাগ আর নেই, কিছুতেই বিশ্বাস করতে পারে না সে। দুঃস্বপ্নের মতো লাগতে থাকে সবকিছু তার। তাদের সবেমাত্র শুরু হতে চলা প্রেমকাহিনির অঙ্কুরেই বিনাশ হবে? ভাগ্যের এই নির্মম পরিহাসে সোহাগ ও চাঁদ কি হেরে গেল? নাকি লুকিয়ে আছে অন্য কোনও সত্য?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশBangladesh News: এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। ABP Ananda LiveRecruitment Scam: পিছিয়ে গেল ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। ABP Ananda LiveBangladesh News: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের, নেপথ্যে নতুন কৌশল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
SBI Alert: এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
এই ১০ উপায় জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে, সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Bank Locker Rules: আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Vinod Kambli: আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
Embed widget