Top Entertainment News Today: প্রয়াত শিল্পী হ্যারি বেলাফন্তে, ঘোষণা হল 'অস্কার ২০২৪'-এর দিনক্ষণ, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: সুরের জাদুকর অরিজিৎ সিংহের (Arijit Singh) জন্মদিনে শুভেচ্ছার বন্যা। ঘোষণা করা হলে আগামী অস্কারের (Oscars 2024) দিনক্ষণ। প্রয়াত হ্যারি বেলাফন্তে (Harry Belafonte)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
শুভ জন্মদিন অরিজিৎ সিংহ
৩৬ পূর্ণ করলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। তাঁর সুরের মূর্ছনায় মুগ্ধ ৮ থেকে আশি। তিনি নিজের কণ্ঠ দিয়ে যেমন মানুষের মনে জায়গা করে নিতে পারেন, তেমনই ব্যক্তিগত জীবনে নিজের কাজকর্ম, সদাহাস্য মুখ, সব দিয়েই মানুষের মন জয় করেন। তিনি এক কথায় অনবদ্য। তাই তো অরিজিতের জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ে শুভেচ্ছাবার্তায়।
ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন কারা?
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরিমনি (Filmfare's award ceremony) বলিউডের অন্যতম প্রধান অনুষ্ঠান। আর এবারেও বরাবরের মতোই ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড সেরিমনি নিয়ে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মনোনয়নের তালিকা। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত আলিয়া অভিনীত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ১০ টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ৬টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
ডেট করছেন তমন্না ভাটিয়া ও বিজয় বর্মা?
বর্ষবরণে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে দেখা গিয়েছিল দু'জনকে। তার পর থেকেই সরগরম মায়ানগরী। তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় বর্মা (Vijay Varma) লিভ ইন-ও করছেন বলে শোনা গিয়েছিল। এতদিন তা নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, প্রকাশ্যে এলেন 'তারকা যুগল'। তাও আবার পাশাপাশি, একই গাড়িতে। একান্তে নৈশভোজ সেরে বেরনোর সময় পাপারাৎজিদের ক্যামেরা ধরে ফেলল তাঁদের। তবে তাতে বিশেষ অসন্তুষ্ট হতে দেখা যায়নি দু'জনের কাউকেই। বরং হাত নেড়ে অভিবাদন জানান সকলকে (Bollywood Updates)।
'অস্কার ২০২৪' কবে অনুষ্ঠিত হবে?
এখনও ভাল করে 'অস্কার ২০২৩'-এরই (Oscar 2023) রেশ কাটেনি। কিন্তু সময় কি আর থমকে থাকে? এরই মধ্যে 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর (Academy Of Motion Picture Arts and Sciences) তরফে পরবর্তী অস্কারের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। সোমবার 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' ও 'এবিসি' ঘোষণা করল আগামী বছরের অস্কারের তারিখ। বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ১০ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বের বিনোদন দুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান।
জামাকাপড়ের ব্যবসায় শাহরুখ-পুত্র!
জামাকাপড়ের ব্র্যান্ড (Clothing Brand) নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ-পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। সেই ঘোষণাতেই ছিল চমক। অনুরাগীদের নিজের ব্র্যান্ডের কথা জানানোর জন্য বিশেষ এক ভিডিও পোস্ট করেন আরিয়ান। বলা বাহুল্য, ছেলের জামাকাপড়ের ব্র্যান্ডের প্রচারে নিজেই ক্যামেরার সামনে কিং খান। ব্যবসায় পরবর্তী ধাপ নিলেন আরিয়ান খান। লঞ্চ করলেন নিজের জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়্যাভল এক্স' (Dyavol.x)। মূলত লাক্সারি স্ট্রিটওয়্যারের ব্র্যান্ড এটা। আরিয়ান খান গতকাল একটি টিজার পোস্ট করেন। যেখানে বলিউডের বাদশাহ শাহরুখের ঝলক মেলে।
'ডাঙ্কি'র শ্যুটে কাশ্মীরে শাহরুখ খান
বছরের শুরুতেই দুর্দান্ত সাফল্য। ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। ফাটাফাটি ব্যবসা করে এই ছবি। অনুরাগীদের উচ্ছ্বাসে রেকর্ড ভাঙে এই ছবি। তবে কিং খান (king khan) একইসঙ্গে ব্যস্ত হয়ে পড়েন তাঁর আগামী দুই ছবির কাজে। শোনা যাচ্ছে এখন তিনি কাশ্মীর (Kashmir) উড়ে গেছেন 'ডাঙ্কি' (Dunki) ছবির শ্যুটিংয়ে। পেলেন আন্তরিক অভ্যর্থনা। ভাইরাল হল সেই ছবি ও ভিডিও (viral video)।
'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার পেলেন বিদ্যা বালান
'লতা দীননাথ মঙ্গেশকর' পুরস্কার (Lata Deenanath Mangeshkar Award) পেলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। অভিনয় জগতে তাঁর অবদানের জন্য এই বিশেষ সম্মান পেলেন তিনি। এদিনের অনুষ্ঠানে যে শাড়ি পরে তিনি পুরস্কার গ্রহণ করলেন সেই শাড়িটা তাঁকে সুরসম্রাজ্ঞীই উপহার দিয়েছিলেন। ভাগ করে নিলেন স্মৃতি।
আরও পড়ুন: Arijit Singh Birth Day: রিয়েলিটি শো থেকে বাদ পড়েও জীবন সফরে ভেঙে পড়েননি অরিজিৎ
প্রয়াত মার্কিন শিল্পী হ্যারি বেলাফন্তে
প্রয়াত কিংবদন্তি মার্কিন সঙ্গীতশিল্পী, অভিনেতা, সমাজকর্মী হ্যারি বেলাফন্তে (Harry Belafonte)। বয়স হয়েছিল ৯৬। 'কনজেস্টিভ হার্ট ফেইলিওর' (congestive heart failure) হয়ে মৃত্যু হয়েছে তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল 'ব্যানানা বোট সং' খ্যাত শিল্পীর। বেলাফন্টে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক অধিকারের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে প্রচারাভিযান, আফ্রিকায় বর্ণবাদ সহ ষাটের দশকে বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগের জন্যও পরিচিত ছিলেন। তিনি আজীবন বামপন্থী রাজনীতির সমর্থক এবং ফিদেল কাস্ত্রো এবং উগো চাভেসের মতো চ্যাম্পিয়নদের সমর্থক ছিলেন।