Top Entertainment News Today: করোনা আক্রান্ত শ্রীলেখা, ওটিটিতে আয়ুষ্মানের ছবি, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর
টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল। এক ঝলকে চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে।
কলকাতা: টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল। এক ঝলকে চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে।
করোনা আক্রান্ত শ্রীলেখা মিত্র-
করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন নিজের ফেসবুক প্রোফাইলে একথা জানিয়েছেন তিনি। অভিনেত্রী এও বলেন যে, আগে তাঁর মাথা ব্যথা ও জ্বরের মত কোভিড উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে তাঁর। বৃহস্পতিবার রাতে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা। শুক্রবার সন্ধেয় সেই রিপোর্ট পজিটিভ আসে।
কবে মুক্তি পাবে 'ধূমকেতু'?
বড়দিনের আগেই মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি 'টনিক'। মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। এমনকি রাজ্যে নতুনভাবে করোনাবিধি জারি হওয়ার পরও যে শো হাউজফুল যাচ্ছে, তা নিজেই জানিয়েছিলেন দেব। আবার বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন অভিনেতা। পাশাপাশি ঘোষণা করেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোতে মুক্তি পেতে পারে তাঁর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি 'কাছের মানুষ'। কিন্তু 'ধূমকেতু' কবে মুক্তি পাবে? সে প্রসঙ্গে দেব সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'গত দু দিন ধরে আমার সোশ্যাল মিডিয়ায় 'ধূমকেতু'র মুক্তি নিয়ে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। প্রত্যেকের মতো আমিও চাই ছবিটা দ্রুত মুক্তি পাক। কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছেও এখনও পর্যন্ত কোনও খবর নেই যে ছবিটা কবে মুক্তি পাবে।'
বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার সহ-অভিনেতার-
বিভিন্ন সূত্রে খবর, গত ২৭ ডিসেম্বর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কপিল শর্মার সহ-অভিনেতা তীর্থানন্দ রাও (Tirthanand Rao)। কপিল শর্মার জনপ্রিয় কমেডি শো 'কমেডি সার্কাস কে আজুবে'তে অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, আর্থিক সমস্যা এবং পারিবারিক সমস্যার কারণেই জীবন শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন তিনি। যদিও তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হলে তাঁর চিকিৎসা শুরু হয়।
ওটিটিতেও দেখতে পারেন 'চণ্ডীগড় করে আশিকি'-
আজ অর্থাৎ ৭ জানুয়ারি থেকে স্ট্রিমিং জায়েন্টে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে 'চণ্ডীগড় করে আশিকি' (Chandigarh Kare Aashiqui)। সম্প্রতি নেটফ্লিক্সের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আয়ুষ্মান খুরানা ও বাণী কপূর অভিনীত এই ছবি এবার দর্শকের হাতের মুঠোয়। দর্শকের পছন্দের ওটিটি প্ল্যাটফর্মে এবার এক ক্লিকেই পছন্দের ছবি দেখে নিতে পারবেন। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নেটফ্লিক্সের পক্ষ থেকে লেখা হয় যে, 'স্বীকৃত প্রেমিকরা আসছেন আশিকি করতে। আর আমরা তার সাক্ষী থাকার জন্য তৈরি। 'চণ্ডীগড় করে আশিকি' এখন থেকে স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে।'
করোনা কাটিয়ে সুস্থ ডান্স ডিভা নোরা ফতেহি-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি জানালেন যে, তিনি করোনা থেকে সেরে উঠেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'হ্যালো বন্ধুরা। অবশেষে আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সকলের প্রার্থনা এবং ভালোবাসায় ভরা বার্তার জন্য অনেক ধন্যবাদ। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমার শরীর পুরোপুরি সুস্থ হলে এবং শরীরে জোর ও এনার্জি ফিরে পেলেই আমি আবার কাজ শুরু করব। এই কঠিন পরিস্থিতিতে সকলে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন।'