এক্সপ্লোর

Top Entertainment News Today: এক ঝলকে দেখে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলি

ভিকি ক্যাটরিনার লোরি উদযাপন থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান আখতার ও শিবানি ডান্ডেকর। এক ঝলকে চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? ভিকি ক্যাটরিনার লোরি উদযাপন থেকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান আখতার ও শিবানি ডান্ডেকর। এক ঝলকে চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে।

ভিকি-ক্যাটরিনার লোরি উদযাপন-

করোনা অতিমারী (Coronavirus) পৃথিবী জুড়ে বড় আকার ধারণ করায় কোনও উৎসবই ধুমধাম করে উদযাপন করা যাচ্ছে না। সবই প্রভাবিত হচ্ছে। যদিও তাতে বলিউডের নয়া 'লাভবার্ডস' ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ('Love Birds' Vicky Kaushal and Katrina Kaif) উৎসবে বাধ সাধেনি। বিয়ের পর প্রথম 'লোরি' (Lohri) বলে কথা, খানিকটা তো স্পেশাল হবেই। 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিকি কৌশলের সঙ্গে তাঁর 'লোরি' উদযাপনের মুহূর্ত ভাগ করেন অনুরাগীদের সঙ্গে। প্রসঙ্গত, 'লোরি' এমন এক উৎসব যা শীতকালে উদযাপিত হয়। এটি উত্তর ভারতের এক জনপ্রিয় উৎসব। 

বড় পর্দায় ভিকি-ক্যাটরিনা-

তাদের মিষ্টি, প্রেমযাপনের ছবি তাঁরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য পোস্ট করেন। তবে এখন সব ফ্যানেদের একটাই প্রশ্ন। কবে এক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। তাহলেই যেন ভিকি-ক্যাট অনুরাগীদের স্বপ্ন সফল হয়। যদি বিভিন্ন সংস্থার রিপোর্ট বিশ্বাস করা যায়, তাহলে শোনা যাচ্ছে যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ একসঙ্গে প্রথমবার ফারহান আখতারের (Farhan Akhtar) ছবি 'জি লে জ়রা'-তে  (Jee Le Zaraa) অভিনয় করবেন। আগেই ঘোষণা করা হয়েছিল এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও আলিয়া ভট্টকে (Alia Bhatt)।

আরও পড়ুন - Priyanka Chopra on Instagram: ইনস্টাগ্রাম থেকে কেন 'জোনাস' পদবি সরান? অবশেষে আসল কারণ জানালেন প্রিয়ঙ্কা

কপিল শর্মার বায়োপিক-

এবার আসতে চলেছে কপিল শর্মার বায়োপিক (Biopic on Kapil Sharma)। 'ফুকরে' (Fukrey) পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার (Mrighdeep Singh Lamba) পরিচালনায় তৈরি দেশের অন্যতম জনপ্রিয় 'কমেডি কিং'-এর বায়োপিক। ফিল্ম সমালোচক তরণ আদর্শ ঘোষণা করলেন এই আগামী ছবির কথা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তরণ জানান, 'ফুকরে' পরিচালক তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। ছবির নাম 'ফানকার'। ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে লাইকা প্রোডাকশনস। 

মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশিত 'মহানন্দা'র মোশন পোস্টার-

মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত ছবির নাম 'মহানন্দা'। পরিচালনায় অরিন্দম শীল। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক প্রকাশ পেতেই আলোড়ন সৃষ্টি হয়। গার্গীর গোটা মুখে স্পষ্ট বলিরেখা। চোখে মোটা ফ্রেমের চশমা যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তাঁর বয়সকে। কাঁধের ওপর এলোমেলো করে ফেলে রাখা শাড়ির আঁচল। নিপুণ প্রস্থেটিক মেকআপে নজর কাড়েন তিনি। আজকের বিশেষ দিনেই ছবির মোশন পোস্টারও মুক্তি পেয়েছে। অভিনেত্রী পোস্ট করলেন সেই মোশন পোস্টার। ক্যাপশনে লিখলেন, 'কখনো তিনি "দ্রৌপদী" .. কখনো "হাজার চুরাশির মা", কখনও " অরণ্যের অধিকার" নিয়ে বিদ্রোহী... লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ তাঁর জীবন আধারিত ছবি "মহানন্দা" র মোশন পোস্টার...' (অপরিবর্তিত)।

সঞ্জয় দত্তের আগামী ছবির তালিকা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে আসন্ন ছবির মুক্তি সম্পর্কে সঞ্জয় দত্ত বলেন, '২০২২-এ আপাতত তিনটি ছবি সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর আসন্ন প্রত্যেকটি প্রোজেক্ট নিয়ে আমি খুবই আশাবাদী। বর্তমান পরিস্থিতি কেমন থাকে, তার উপরই এখন সমস্ত কিছু নির্ভর করছে। ইতিমধ্যেই আমার 'শামশেরা', 'কেজিএফ টু' এবং 'পৃথ্বিরাজ' ছবি তিনটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রতিটা ছবিই সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সঠিক হলে তবেই ছবিগুলি সিনেমাহলে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অতিমারির ভয়বহতা এবং সংক্রমণ কমলে তবেই আমরা ছবিগুলি উপভোগ করতে পারব। আপাতত, আমরা শুধুমাত্রই পরিস্থিতি সঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারি। প্রত্যেককে মাস্ক পরতে হবে আর অবশ্য়ই সমস্ত কোভিডবিধি মেনে চলা দরকার।'

মা হওয়া প্রসঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া-

সম্প্রতি এক ম্যাগাজিনে সাক্ষাতকার দেওয়ার সময় প্রিয়ঙ্কা চোপড়া বলেন, 'ওরা (বাচ্চারা) আমাদের ভবিষ্যতের স্বপ্ন। আমাদের ভবিষ্যত পরিকল্পনায় অবশ্যই এগুলো রয়েছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যখন যেটা হওয়ার তখনই সেটা হবে।' সাক্ষাতকারে যখন প্রিয়ঙ্কা চোপড়াকে প্রশ্ন করা হয় যে, তিনি এবং নিক জোনাস তাঁদের পেশাদার জীবনে এতটাই ব্যস্ত রয়েছেন, তাতে সন্তান পরিকল্পনার সময় কি আদৌ পান? উত্তরে দেশি গার্ল বলেন, 'আমরা এভাবে কখনও ভেবে দেখিনি। আর এটা কোনও অনুশীলন করার ব্যাপার নয়। আগেই জানিয়েছি, যেটা যখন হওয়ার সেটা তখনই হবে।' এরই সঙ্গে অভিনেত্রী জানান, জীবনে সন্তান আসলে তার জন্য তিনি এবং স্বামী নিক জোনাস দুজনেই তৈরি।

আসছে ওয়েব সিরিজ 'মুক্তি'-

রোহন ঘোষের (Rohan Ghosh) পরিচালনায় 'মুক্তি' সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), চিত্রাঙ্গদা (Chitrangada), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), সুদীপ সরকার (Sudip Sarkar) সহ একাধিক অভিনেতাকে। 'ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায় একটি দেশপ্রেমিক, ক্রীড়া সংক্রান্ত কল্পকাহিনি নিয়ে স্বাধীনতা পূর্ব ভারতকে তুলে ধরা হয়েছে সিরিজে। সিরিজে সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

করোনা আক্রান্ত হৃত্বিক রোশন-

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শুধু সুজান খানই নন, খুব সম্ভাবত তাঁর সংক্রমিত হওয়ার সামান্য আগেই করোনা সংক্রমিত হয়েছেন হৃত্বিক রোশন। সূত্রের খবর, সংক্রমিত হওয়ার পর অভিনেতা অসুস্থ বোধ করতে থাকেন এবং তিনি নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছেন। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নাকি নেগেটিভও এসেছে।

'কহো না পেয়ার হ্যায়'-র ২২ বছর পূর্তি-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমিশা পটেল একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি 'কহো না পেয়ার হ্যায়'-এর নিউজিল্যান্ডে শ্যুটিংয়ের একটির দৃশ্যের। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কীভাবে সময় চলে যায়। বর্তমানে 'গদর টু'-এর শ্যুটিং করছি। আর এই ছবিটা 'কহো না পেয়ার হ্যায়'-এর। যখন আমি আর হৃত্বিক রোশন এই ছবির জন্য নিউজিল্যান্ডে শ্যুটিং করছি। দেখতে দেখতে 'কহো না পেয়ার হ্যায়' বাইশ বছর পূরণ করে ফেলল আজ।'

আসছে নতুন ওয়েব সিরিজ 'সার্চ'-

সন্দীপ সরকারের পরিচালনায় আবারও এক রোমহর্ষক গল্প নিয়ে আসছে Klikk Originals। সম্প্রতি মুক্তি পেল এই ওয়েব সিরিজের ট্রেলার। সিরিজটির নাম 'সার্চ'।  'সার্চ' গল্প ও  চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার। এই ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে যমজ বোন জিনা ও মান্তার জীবনকে কেন্দ্র করে। কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছ থেকে নেশাদ্রব্য চুরি করার পর মান্তা একটি ড্রাগচক্রের সাথে জড়িয়ে পড়ে। তারপরই ঘটতে থাকে নানান ধরনের ঘটনা।  অবশেষে এই চক্রের চোখে ধুলো দিয়ে মান্তা কালিম্পংয়ে তাঁর বোন জিনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যায়। অন্যদিকে ওই মামলার তদন্তে বিভিন্ন ঘটনা সামনে আসে ও একটি অবর্ণনীয় মোড় নিয়ে গল্প এগিয়ে চলে। এই গল্পে যেমন রহস্য আছে, তেমনই আছে ভরপুর থ্রিলার। সেই সঙ্গে প্রতিটি এপিসোডে দর্শক পাবেন অ্যাডভেঞ্চারের স্বাদ।

কেন জোনাস পদবি সরান প্রিয়ঙ্কা-

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া জানান যে, তারকা হওয়ার কারণে সারাক্ষণই তাঁর গতিবিধির দিকে মানুষের নজর থাকে। আর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে জোনাস পদবি সরানো একেবারেই পেশাগত কারণে। এর পিছনে কোনও ব্যক্তিগত কারণ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিকের পদবি সরানোর পর থেকে তাঁকে এবং তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে এতই বিতর্ক শুরু হয়, যা সামলাতে গিয়ে তাঁর হিমশিম অবস্থা হয়েছিল। তিনি আরও জানান, তিনি যখনই কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সেই ছবির নেপথ্যে কী কী রয়েছে, সেগুলোই সবার আগে মানুষের নজরে পড়ে। কী বিষয়ে তিনি ছবি দিচ্ছেন সেগুলো নজর কাড়ে না। তাই সামান্য বিষয়গুলো নিয়েই শুরু হয়ে যায় অযাচিত জল্পনা। কেন তিনি ইনস্টাগ্রাম থেকে জোনাস পদবি সরিয়েছেন, এটা খুব বড় বিষয় না হলেও সেটা নিয়েই এত বিতর্ক আর চর্চা হওয়ার রীতিমতো বিষ্মিত প্রিয়ঙ্কা। সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী।

বিয়ের পিঁড়িতে বসছেন ফারহান-শিবানী-

দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর অবশেষে আগামী মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। সর্বভারতীয় সংবাদমা‌ধ্যমের খবর অনুযায়ী, ২১ ফেব্রুয়ারিই চার হাত এক হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে এই সেলিব্রটি কাপলের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, নিমন্ত্রিতদের তালিকায় শুধুমাত্র আত্মীয়-পরিজন ও ফারহান-শিবানীর ঘনিষ্ঠ বন্ধুরা। কোভিডের জন্য খুব বড় করে অনুষ্ঠান করতে রাজি নন তারা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সাজবেন বর-কনে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Advertisement
ABP Premium

ভিডিও

Suvendu Adhikari: জঙ্গিকে আশ্রয়ের অপরাধে হয়ত কাশ্মীর পুলিশ সওকত মোল্লাকে তুলে নিয়ে যাবে: শুভেন্দুMilitant News: লস্কর, হিজবুলকে লজিস্টিক সাপোর্ট। ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গির আরও কীর্তি ফাঁসMilitant News: কোকড়াঝাড় থেকে পাকড়াও আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গিMilitant News: ধৃত ২ জঙ্গিকে দিয়ে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Christmas 2024: জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
জমজমাট বড়দিন, কলকাতায় নিরাপত্তা জোরদার, চলছে পুলিশি নজরদারিও
Bankura News: বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
বিষ্ণুপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো, ব়্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী, 'শিক্ষা-শিক্ষা-শিক্ষা', দিলেন বার্তা
West Bengal News Live:এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
এবার অভয়ার নামে রাস্তার দাবি, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Offbeat News : 'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
'মাতৃত্বকালীন ছুটি' পেলেন পুরুষ শিক্ষক ! এক সপ্তাহ হলিডে, বিহারে আজব কাণ্ড 
Money Rule Change : গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
গ্যাস সিলিন্ডার, পেনশন থেকে গাড়ির দাম, ১ জানুয়ারি থেকে বদলে যাবে এই নিয়ম
Sambhal Archaeological Survey: দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
দোতলা নির্মাণের নীচে জলাধার, রাজারানিদের জন্যই তৈরি, সম্ভলে খোঁড়াখুঁড়িতে প্রাণ পেল ইতিহাস
EPFO UAN Aadhaar Linking:  সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
সরকার দেবে ইনসেনটিভ, ইপিএফওতে এখনও এই কাজ করেননি, লাস্ট ডেট জানেন ?
Embed widget