Top Entertainment News Today: বিজেপি ছাড়লেন বনি, ভামিকার ছবি নিয়ে বিরুষ্কার বিবৃতি, এক নজরে আজকের সেরা খবরগুলি
Top Entertainment News Today: ভাইরাল হয়ে গেল বিরাট-অনুষ্কার সন্তানের ছবি। অন্যদিকে বাংলার ছবির প্রশংসায় বলিউড তারকা। গোটা দিন শিরোনামে রইল যে সমস্ত খবর, দেখে নিন এক ঝলকে।
কলকাতা: ভামিকার ছবি ভাইরাল হতেই বিবৃতি দিলেন বিরুষ্কা। অন্যদিকে বাংলা ছবির ট্রেলার শেয়ার করে শুভেচ্ছা বলি তারকা বিদ্যা বালানের। বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল, এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News)।
বিরুষ্কার বিবৃতি
মাত্র কয়েক সেকেণ্ডের ব্যাপার। কিন্তু এরমধ্যেই যে এই ভাবে ভাইরাল হয়ে যাবে তাঁদের মেয়ের ছবি তা ভাবতেও পারেননি বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মা (anushka sharma)। তারকা দম্পতি এর আগে বারবার ক্যামেরার থেকে দূরে সরিয়ে রেখেছেন নিজেদের কন্যাসন্তানকে। কিন্তু এবার আর পারলেন না। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে অনুষ্কা ও বিরাট লেখেন, ''আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি স্টেডিয়ামে গতকাল তোলা হয়েছে ৷ আমরা জানতাম না ক্যামেরা তখন আমাদের দিকে ছিল ৷ আগেও বলেছি, আবারও অনুরোধ করছি আমাদের মেয়ের ছবি তুলবেন না কিংবা প্রকাশ্যে আনবেন না ৷ দয়া করে ভামিকার ছবি তুলবেন না অথবা কোথাও পাবলিশ করবেন না, এটাই অনুরোধ। কারণটা এর আগেও আমরা জানিয়েছি ৷ ধন্যবাদ।''
বিদ্যা বালানের শুভেচ্ছা
সবেমাত্র মুক্তি পেয়েছে অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত 'বাবা, বেবি ও...' ("Baba, Baby, O...") ছবির ট্রেলার। ইউটিউবে ট্রেন্ডিং। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। ছবির ট্রেলার মন ছুঁয়েছে বলিউড তারকারও। যীশু সেনগুপ্ত ও 'বাবা, বেবি ও...'-র গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)। নিজের ট্যুইটার হ্যান্ডলে লিখলেন, 'যীশু, আমি নিশ্চিত এই ছবি আবার দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনবে... শুভ কামনা ও অনেক আদর।' সেই সঙ্গে দুই লাইন বাংলা হরফেও লেখেন অভিনেত্রী। 'প্রেম আছে, মজাও আছে সাথে মিষ্টি গান... বাবা, বেবি ও মানেই হাসি-মজা আর ফান' (অপরিবর্তিত)।
বিজেপি ছাড়লেন বনি
বিজেপি ছাড়লেন টলিউড (Tollywood) অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশ্যাল মিডিয়ায় বিজেপি-ত্যাগের (BJP) কথা ঘোষণা। বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপিতে যোগ দেন বনি। রাজনীতিতে বনির আর মন টিকছে না বলে বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। সোমবার তাতে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই।
'লিমিটলেস' উদযাপন
আজ জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)। আজকের এই বিশেষ দিনেই প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার (Manushi Chhillar) লঞ্চ করলেন তাঁর সোশ্যাল মিডিয়ার চ্যাট সিরিজ। অনুষ্ঠানের নাম 'লিমিটলেস' (Limitless)। এই অনুষ্ঠানে ভারতের বিভিন্ন অনুপ্রেরণামূলক নারীরা উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন মানুষী। খুবই অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছেন মানুষী। বিশ্বসুন্দরীর তকমাও মিলেছে। তাঁর সঙ্গে ভারতের অন্যান্য প্রভাবশালী বা অনুপ্রেরণা মূলক নারীদের গল্প তুলে ধরতে চলেছেন তিনি। কীভাবে সেই সকল নারীরা লিঙ্গ বৈষম্যতার ঊর্ধ্বে উঠেছেন, জানা যাবে সেই গল্পও।
প্রথম লুক
নতুন ছবির ঘোষণা গত বছরই করেছিলেন রাজকুমার রাও (Rajkumaar Rao) এবং ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। জানিয়েছিলেন খুব শীঘ্রই আসছে 'বধাই দো' (Badhaai Do)। আজ ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তাঁরা। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন রাজকুমার-ভূমি। এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে রাজকুমার রাও লেখেন, 'কাল আসছে আমাদের ছবির ট্রেলার। কাল আমাদের অভিনন্দন জানাবেন। যাই হোক আজকেও অভিনন্দন জানাতে চাইলে জানাতে পারেন। আর গোপন রাখতে পারছি না। 'বধাই দো' ট্রেলার মুক্তি পাবে আগামীকাল।'
আসছে নতুন অতিথি...
গায়ক অভিনেতা আদিত্য নারায়ণ (Aditya Narayan) ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেতা। আজ বিশেষ সেই ছবি শেয়ার করেই সুখবরটা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন। ছবি শেয়ার করে উদিত নারায়ণ পুত্র লিখেছেন, 'শ্বেতা আর আমি অসাধারণ অনুভব করছি। আমাদের প্রথম সন্তান আসছে। সকলে আশির্বাদ করুন।' সুখবর জানানোর পাশাপাশি হ্যাশট্যাগে 'বেবি অন দ্য ওয়ে' লিখেছেন আদিত্য।
'জয় ভীম'-এর জয়জয়কার
একের পর এক শিখর ছুঁয়ে চলেছে টিজে জ্ঞানভেলের (Director Tha Se Gnanavel) কোর্টরুম ড্রামা, 'জয় ভীম' ('Jai Bhim')। দর্শকদের সঙ্গে সঙ্গে প্রশংসা পেয়েছে সমালোচকদেরও। অভিনেতা সুরিয়ার কাজও প্রবলভাবে প্রশংসিত হয়েছে। এবার তাদের মুকুটে জুড়ল আরও পালক। 'নবম নয়ডা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২'-এ (Ninth Noida International Film festival, 2022) তিনটি পুরস্কার পেল 'জয় ভীম'। সুরিয়া শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার (Suriya, the Best Actor) এবং লিজোমল জোসে পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার (Lijomol Jose, the Best Actress)। এছাড়া শ্রেষ্ঠ ছবির তকমাও পেল 'জয় ভীম'।
আরও পড়ুন: World Education Day: এই ছবিতেই রয়েছেন এক জনপ্রিয় বলি নায়িকা, খুঁজে পাচ্ছেন?