এক্সপ্লোর

Top Enertainment News Today: প্রয়াত বাপি লাহিড়ি, পঞ্চভূতে বিলীন গীতশ্রী, বিনোদনের সারাদিন

২৪ ঘণ্টার মধ্যেই সুরের জগতে জোড়া নক্ষত্রপতন। প্রয়াত বাপি লাহিড়ি। অন্যদিকে আজ শেষকৃত্য সম্পন্ন হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বিনোদন দুনিয়া জুড়ে আজ কেবল মনখারাপের খবর।

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যেই সুরের জগতে জোড়া নক্ষত্রপতন। প্রয়াত বাপি লাহিড়ি। অন্যদিকে আজ শেষকৃত্য সম্পন্ন হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। বিনোদন দুনিয়া জুড়ে আজ কেবল মনখারাপের খবর। দেখে নিন এক ঝলকে আজকের সেরা খবরগুলি। 

 

প্রয়াত বাপি লাহিড়ি

প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপি ছিলেন। সোমবার ছেড়ে দেওয়া হয়। গতকাল অবস্থার অবনতি হওয়ায় ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছেলে বাপ্পা আমেরিকা থেকে ফেরার পর, আগামীকাল মুম্বইয়ের পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

 

পঞ্চভূতে বিলীন গীতশ্রী

তারার দেশে সন্ধ্যা মুখোপাধ্যায়। রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা পর্যন্ত শেষযাত্রায় অনুরাগীদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী। পূর্ণ মর্যাদায় কেওড়াতলা মহাশ্মশানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল। প্রয়াত গীতশ্রী কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয়। পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ রাজ্য সঙ্গীত আকাদেমি হয়ে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

 

মুক্তি পেল 'লক আপ'-এর ট্রেলার

একটা জেল। আর সেখানকার রানি কঙ্গনা রানাউত। সেই জেলে কোনও কয়েদি নয়, থাকবেন বিতর্কিত তারকারা। আর সেখানে তাদের সঙ্গে এমন এক খেলা হবে, যেখানে তাঁদের বলতে হবে নিজেদের ব্যক্তিগত কথা। লড়াই করতে হবে এমন সব পরিস্থিতির সঙ্গে যা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ! মুক্তি পেল কঙ্গনা রানাউন সঞ্চালিত 'লক আপ'-এর ট্রেলার। আগেই শোনা গিয়েছিল যে এবার ওটিটিতে রিয়েলিটি শো (Reality Show) নিয়ে আসতে চলেছেন প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। সম্প্রতি তিনি ঘোষণাও করেছেন তাঁর নতুন অনুষ্ঠানের নাম। 'লক আপ' (Lock Upp)। সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আজ মুক্তি পেল সেই ধারাবাহিকের ট্রেলার।

 

বাপি লাহিড়ির স্মৃতিচারণায় প্রসেনজিৎ

সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ছে আবেগ। সকালের নীলচে আকাশেও মাখা ছিল মনখারাপের খবর। বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) নেই। সঙ্গীত জগতের আরও এক নক্ষত্রপতন। ৬৯ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে যিনি জীবনে চিরবিদায় জানিয়েছেন, তাঁর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র। মুম্বই গেলেই দেখা করতে যেতেন তাঁর বাড়িতে। আজ, 'ডিস্কো ডান্সার'-এর স্রষ্টার প্রয়াণে ফিরে দেখা কত মুহূর্ত মনে পড়ে যাচ্ছে তাঁর। এবিপি লাইভে বাপ্পি লাহিড়ীর স্মৃতি জড়নো কথা উজাড় করে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাপি লাহিড়ি নেই। এবিপি লাইভকে প্রসেনজিৎ বললেন, 'সকালবেলা উঠে খবরটা পেয়ে আমি স্তম্ভিত। বাপিদা চলে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। প্রসেনজিৎ-বাপি লাহিড়ি জুটিটা খুব অদ্ভুতভাবে কাজ করেছিল। সেই 'অমরসঙ্গী' থেকে আমার শেষ ছবি 'চিন তাক তা চিতা চিতা' গেয়েছিলেন উনি। কেবল বাংলা নয়, হিন্দিতেও আমি যে কটা ছবিতে অভিনয় করেছিলাম, সবই বাপিদার মিউজিক ছিল। বাংলাতেও অজস্র হিট গান আছে, সে কথা নতুন করে নাই বা বললাম। তবে কাজের সম্পর্কের বাইরেও আমার আত্মীয় ছিলেন বাপিদা। মানুষ হিসেবে বাপিদা ভীষণ যত্নবান মানুষ ছিলেন। বাপ্পাটা বড্ড ছোট, বুবুনও। আমার কোনও ভাষা নেই সমবেদনা জানাবার। বাপ্পা, বৌদি, সবার পাশে আছি। বাপিদা যা সৃষ্টি করে গিয়েছেন, তা ভারতবর্ষের মিউজিকের ইতিহাসে, বাংলা, হিন্দি ফিল্মের ইতিহাসে বাপিদা একটা অসাধারণ অবদান। এমনকি বিদেশের বাপিদার এতটা গ্রহণযোগ্যতা ভাবা যায় না। বিশেষ করে 'ডিস্কো ডান্সার'-এর পরে। বাপিদার চলে যাওয়াটা বড্ড আগে হয়ে গেল। এখনও বিশ্বাস করতে চাইছি না। বাপিদা যেখানেই থাকবেন ভালো থাকবেন। খুব ভালো থেকো বাপিদা। একটাই গান মনে পড়ে যাচ্ছে.. 'চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই।'... গলাটা একটু কেঁপে গেল 'টলিউডের ইন্ডাস্ট্রি'-র।

 

বাপিকে বলিউডের শ্রদ্ধা

সুরের জগতের আরও এক নক্ষত্রপতন। প্রয়াত বাপি লাহিড়ি। টলিউড থেকে বলিউড, অবাধ যাতায়াত ছিল তাঁর। 'ডিস্কো ডান্সার' থেকে শুরু করে 'উলালা উলালা' তাঁর গানের ছবির গানের তালে পা মিলিয়েছে আট থেকে আশি। আজ সেই শিল্পীর প্রয়াণে মনখারাপ বলিউডের। অক্ষয় কুমার থেকে শুরু করে বিদ্যা বালন, এ আর রহমান, ফিরে দেখলেন কিংবদন্তির স্মৃতি। ট্যুইটারে শোকপ্রকাশ করে অক্ষয়কুমার (Akshay Kumar) লিখেছেন, 'আমরা আজ সুরের জগতের একজন তারকাকে হারিয়ে ফেললাম। বাপিদা, তোমার গান অনেকের নাচ করার কারণ। এমনকি আমারও। গানের মধ্যে দিনে খুশি আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাপিদার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।' 'দ্য ডার্টি পিকচার' ছবিতে দর্শকদের মন কেড়েছিল 'উলালা উলালা'। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বাপিদা, আমি চাই আপনি যেখানেই যান, আপনি খুশি থাকুন। কারণ আপনি মিউজিক জগতে খুশি এনেছেন আপনার সুরের মাধ্যমে। চিরকালের জন্য ভালোবাসা, বিদ্যা (আপনি এই নামেই আমায় ডাকতেন)'

 

গীতশ্রী স্মরণে অভিজিৎ ভট্টাচার্য

সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) প্রয়াণে শোকের ছায়া বিভিন্ন মহলে। জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijit Bhattacharya) মন ভারাক্রান্ত। ইনস্টাগ্রাম হ্যান্ডলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিজিৎ ভট্টাচার্য লেখেন, 'লতা জি-র প্রয়াণের মাত্র কিছুদিনের মধ্যেই বাংলার আরও এক কিংবদন্তিকে আমরা হারালাম। বাংলা ছবির নাইটিঙ্গল সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনার আত্মার শান্তি কামনা করি।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

CV Ananda Bose: শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
Advertisement
ABP Premium

ভিডিও

CV Ananda Bose: ডিসি সেন্ট্রাল ও কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চেয়ে চিঠি রাজ্যপালের।ABP Ananda LiveKolkata News: কলকাতায় কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, যোগ দিলেন অ্যানিমাল ট্যাক্সোনমি সাম্মিটে | ABP Ananda LIVESubodh Singh: বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হল গ্যাংস্টার সুবোধ সিংকে! ABP Ananda LiveHowrah News: হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি! ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CV Ananda Bose: শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসার, পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল
Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?
NIMHANS: নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
নিমহান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে প্রথম বাঁকুড়ার ছাত্রী
Train Accident: রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল
Nadia News: আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর
আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর
Kedarnath Avalanche: জটার আকারেই নেমে এল পাহাড় থেকে, সাতসকালে তুষারধস কেদারধামে
জটার আকারেই নেমে এল পাহাড় থেকে, সাতসকালে তুষারধস কেদারধামে
Indian Cricket Team: রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
রোহিত, বিরাটের দলে নাম লিখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার
Malda News: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী
ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী
Embed widget