Top Enertainment News Today: স্থগিত ‘ডেঞ্জারাস’-এর মুক্তি, শেষবার নায়কের ভূমিকায় অভিষেক, বিনোদনের সারাদিন
বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: সমকামী প্রেমের গল্প নিয়ে ছবি আর তাই বিভিন্ন শহরের একের পর এক সিনেমা হল থেকে প্রত্যাখ্যাত হল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) নতুন ছবি ‘ডেঞ্জারাস’ (খতরা) (Khatra Dangerous)। আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। ফের সেই পরিচিত ভূমিকায় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনয় নয়, রাজনৈতিক প্রচারও নয়। ফেসবুকের ওয়ালে ফের সাদায় কালোয় ভেসে উঠল রুদ্রনীলের রাজনৈতিক রঙে মোড়া কবিতা 'অনুমাধব'। কবিতার ধাঁচ শুনে মনে পড়তেই পারে জয় গোস্বামীর লেখা 'মালতীলতা বালিকা বিদ্যালয়' কবিতাটি। তবে এই কবিতাটা প্রেমের নয়, একেবারে রাজনৈতিক রঙের কবিতা। কবির নাম বলার সময় তিনি বিদ্রুপ করে বলেছেন, 'ভয় গোস্বামী'। বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাম গোপাল বর্মার ‘ডেঞ্জারাস’
সমকামী প্রেমের গল্প নিয়ে ছবি আর তাই বিভিন্ন শহরের একের পর এক সিনেমা হল থেকে প্রত্যাখ্যাত হল রাম গোপাল বর্মার (Ram Gopal Varma) নতুন ছবি ‘ডেঞ্জারাস’ (খতরা) (Khatra Dangerous)। আগামীকাল অর্থাৎ ৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। নয়না গঙ্গোপাধ্যায়, অপ্সরা রানি অভিনীত এই ছব একটি প্রেমের গল্পকে ঘিরেই, তবে সেই প্রেম পুরুষ ও নারীর নয়, দুই নারীর। এই বিষয়বস্তুই নাকি 'আপত্তিকর'। আর তাই অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গেল ‘ডেঞ্জারাস’ (খতরা)-র।
'ভালো থেকো অনুমাধব'
ফের সেই পরিচিত ভূমিকায় রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনয় নয়, রাজনৈতিক প্রচারও নয়। ফেসবুকের ওয়ালে ফের সাদায় কালোয় ভেসে উঠল রুদ্রনীলের রাজনৈতিক রঙে মোড়া কবিতা 'অনুমাধব'। কবিতার ধাঁচ শুনে মনে পড়তেই পারে জয় গোস্বামীর লেখা 'মালতীলতা বালিকা বিদ্যালয়' কবিতাটি। তবে এই কবিতাটা প্রেমের নয়, একেবারে রাজনৈতিক রঙের কবিতা। কবির নাম বলার সময় তিনি বিদ্রুপ করে বলেছেন, 'ভয় গোস্বামী'। কেন? কবিতায় যে 'অনুমাধব'-এর কথা বলা হয়েছে, তিনি যে রাজনৈতিক নেতা তা স্পষ্ট। গরুপাচার থেকে শুরু করে কয়লা নিয়ে দুর্নীতি, সবই উঠে এসেছে রুদ্রনীলের কবিতায়। কেবল একজন নেতাই নয়, রুদ্রনীলের কবিতায় উঠে এসেছে 'ঘোষবাবু' ও 'দিদি'-র কথাও। নিজাম প্যালেস, সিবিআই থেকে শুরু করে চেহারার বর্ণনা, নাম না করে মানুষের মনে একজন রাজনৈতিক নেতার ছবি সার্থকভাবেই ফুটিয়ে তুলেছেন রুদ্রনীল। স্পষ্টত, নাম না করেই বিরোধি শিবিরের ক্ষমতায় থাকা নেতা নেত্রীদের বিঁধেছেন তিনি। অভিনেতা কার দিকে ইঙ্গিত করেছেন, তা অবশ্য স্পষ্ট নেটদুনিয়ায়।
শেষবারের মত নায়কের ভূমিকায় অভিষেক
শেষবারের মতো বড়পর্দায় অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। নাহ, কোনও পার্শ্বচরিত্রে নয়, একেবারে মুখ্যভূমিকায়। ছবির শ্যুটিং শেষ করে গেলেও, তিনি যে ছবির মুক্তি দেখতে পাবেন না তা বোধহয় কল্পনা করেননি কেউই। রানা বন্দ্যোপাধ্যায়ের ‘পঞ্চভুজ’ (Panchabhuj) ছবিতে অভিষেক চট্টোপাধ্যায়ই মুখ্য অভিনেতা ‘রাঘব’। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Banerjee), কণীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। খুব শিগগিরিই মুক্তি পেতে চলেছে ছবির পোস্টার, গান। প্রযোজনায় সৌমেন চট্টোপাধ্যায় (Soumen Chatterjee)। ছবির কেন্দ্রীয় চরিত্র রাঘব পঞ্চভুজ আশ্রমের বাসিন্দা। আশ্রমটি শহর থেকে অনেক দূরে। সঙ্গে থাকেন তাঁর মতোই আরও কিছু মানুষ। আর থাকে এক দল অনাথ ছেলে-মেয়ে। যারা ওই আশ্রমের স্কুলে লেখা-পড়া শিখে মানুষ হচ্ছে। রাঘব-এর ভাবনা অনুসরণ করে, এগিয়ে চলতে থাকে ‘পঞ্চভুজ’। পড়াশোনার পাশাপাশি আশ্রমিকেরা ব্যস্ত নানা ধরনের হাতের কাজ নিয়েও।
আরও পড়ুন: 'আমার মতে ময়ূরবাহন হয়ে উত্তমকুমারকে গোল দিয়েছিলেন সৌমিত্র জ্যেঠু'
জোরকদমে চলছে রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি
আর বাকি মাত্র কয়েকটা দিন। তারপরই বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। যত দিন এগিয়ে আসছে, তত তাঁদের বিয়ের নানা তথ্য প্রকাশ্যে আসছে। যদিও ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতোই বিয়ের প্রসঙ্গে মুখে তালা দিয়ে রেখেছেন দুই তারকা ও তাঁদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, চলতি মাসের ১৩ থেকে ১৪ এপ্রিলের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, কপূরের পরিবারের এই প্রজন্মের তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় রণবীর কপূর। আর পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য। তাই মহা ধূমধামের সঙ্গে হতে চলেছে তাঁর বিয়ে। নেট মাধ্যমে ইতিমধ্যেই খবর প্রচারিত হয়েছে যে, আগামী ১৭ এপ্রিল পঞ্জাবী রীতি অনুযায়ী আলিয়া ভট্টকে বিয়ে করবেন রণবীর কপূর (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। আর ইতিমধ্যেই আর.কে বাংলো ও কপূর পরিবারের ঐতিহ্যবাহী প্রাসাদপম বাড়ি সাজানো শুরু হয়ে গিয়েছে। হাতে আর একেবারেই বেশি সময় নেই। তাই প্রস্তুতি চলছে জোর কদমে।
'আরআরআর' ছবির সাফল্য পার্টিতে খালি পায়ে হাজির রাম চরণ!
বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা এখনও জারি রয়েছে দক্ষিণী ছবি 'আরআরআর'-এর (RRR)। গোটা বিশ্বজুড়ে এই ছবির বক্স অফিস কালেকশন রেকর্ড তৈরি করেছে। দেখতে দেখতে ১০০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। আর 'বাহুবলী' পরিচালক এস এস রাজামৌলির এই ছবির সাফল্যের জন্য মুম্বইয়ে একটি বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের থেকে অন্যান্য তারকারা। সেখানেই খালি পায়ে দেখা যায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা রাম চরণকে (Ram Charan)। অভিনেতাকে খালি পায়ে দেখে অবাক নেটিজেনরা। কেন তিনি নিজের ছবির সাফল্যের পার্টিতে খালি পায়ে এলেন? 'আরআরআর' ছবির সাফল্যের পার্টিতে কালো পোশাকে দেখা যায় রাম চরণকে। তবে, তিনি আসেন খালি পায়ে। নজর কাড়ে নেটিজেনদের। হঠাৎ কেন জুতো পরলেন না অভিনেতা? এই প্রশ্নই ঘুরছে অনুরাগীদের মনে। জানা গিয়েছে, আয়াপ্পা দীক্ষার রীতি পালন করছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। আয়াপ্পা দীক্ষার নিয়মের জন্যই ৪৮দিন জুয়ো পায়ে দিয়ে হাঁটবেন না তিনিয ৪৮দিন পর আয়াপ্পা মন্দিরে পুজো দিয়ে তবে জুতো পরবেন রাম চরণ। জুতো না পরার কারণ জানতে পেরে তাঁর প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গিয়েছে অনুরাগীদের।