Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি দেখুন এক ক্লিকে
বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
কলকাতা: মহিলা ক্রিকেট দলের মালিক হলেন শাহরুখ খান। 'লগান' ছবির ২১ বছর পূর্তিতে বিশেষ ভিডিও আমির খানের। অনলাইনে ফাঁস 'শামশেরা'য় রণবীরের ফার্স্ট লুক। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
নতুন ধরনের প্রেমের গল্প বলবে প্রস্মিতার 'আদরে'-
মুক্তি পেল প্রস্মিতা পালের কণ্ঠে নতুন গান 'আদরে'। এই গানে মিলবে প্রেমের নতুন ছোঁয়া। এর আগেও প্রস্মিতার গলায় দর্শক একাধিক প্রেমের গান শুনেছেন। সেসব গান মন কেড়েছে শ্রোতাদের। তবে পুরোপুরি ভিন্ন স্বাদের গান 'আদরে'-তে ফুটে উঠেছে এক সরল প্রেমের কাহিনি। গানটির ভিডিও পরিচালনা করেছেন পরিচালক সায়ন বাসু। গানটি লিখেছেন, সুর দিয়েছেন গায়িকা স্বয়ং। অভিনয় করেছেন অভিনেতা সুরজিৎ মাইতি ও প্রান্তিকা দাস। শিল্পী প্রস্মিতার কথায়, 'এটি একটি মিষ্টি প্রেমের গল্প। সায়ন বাসুর সঙ্গে এর আগেও কাজ করেছি আমি। কিন্তু এই কাজের অভিজ্ঞতা পুরোপুরি আলাদা। খুব আনন্দ করে কাজটা করেছি।'
২১ বছরে 'লগান'! ছবির গোটা টিমের পুনর্মিলনের ভিডিও ভাইরাল-
গত ১৫ জুন, ২১ বছর পূরণ করল ভারতীয় চলচ্চিত্র জগতের কালজয়ী সিনেমা 'লগান' (Lagaan)। অস্কার মনোনীত সেই ছবির সমস্ত কলাকুশলীদের সঙ্গে সম্প্রতি নিজের বাড়ি 'মারিনা'তে বিশেষ দিনটি উদযাপিত করলেন আমির খান (Aamir Khan)। এদিনের সিনেমার গোটা টিমের সেলিব্রেশনের মুহূর্ত ভাগ করে নেওয়া হয় 'আমির খান প্রোডাকশনস'-এর তরফে। তারকার প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওয় বাজতে থাকে ছবির বিখ্যাত গান 'চলে চলো'। সকলে মিলে হাসি ঠাট্টা, মজা, আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলো করে দারুণ সময় কাটিয়েছেন যে তা ভিডিওতেই স্পষ্ট।
মহিলা ক্রিকেট দলের মালিক হলেন শাহরুখ খান-
এবার মহিলা ক্রিকেট দলের (Women's Cricket Team) মালিক হলেন কিং খান (King Khan)। ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে শাহরুখ খান (Shah Rukh Khan) ঘোষণা করেন যে তাঁর নাইট রাইডার্স ক্রিকেট দল ফ্র্যাঞ্চাইজি প্রথম মহিলা ক্রিকেট দল শুরু করল। নাইট রাউডার্স ফ্র্যাঞ্চাইজির নয়া ক্রিকেট টিম শুরু হল মহিলাদের নিয়ে। নাম 'ট্রিনবাগো নাইট রাইডার্স' (Trinbago Knight Riders)। ডিয়ান্ড্রা ডটিনের (Deandra Dottin) নেতৃত্বে ৩০ অগাস্ট থেকে শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুমে তাঁরা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন।
আরও পড়ুন - Janhvi Kapoor: জাহ্নবী কপূরের প্রথম প্রেম এই বলি তারকা, নামে রয়েছে বড় চমক
আলিয়াকে বিয়ের পর বদলে গিয়েছেন রণবীর?
বি টাউনে রণবীর কপূর ও আলিয়া ভট্টের সম্পর্ক থেকে বিয়েকে কেন্দ্র করে উচ্ছ্বাস কম ছিল না। বিয়েতে হাতে গোনা কয়েকজন অতিথি থাকলেও ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের উদ্দেশে দেওয়া হয়েছিল গ্র্যান্ড পার্টি। শাহরুখ খান থেকে অর্জুন কপূর, ইন্ডাস্ট্রির প্রায় সকলেই সেখানে হাজির ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীতু কপূর ছেলের বদলে যাওয়ার কথা জানালেন। তিনি বলেন, 'আজ আমি সবথেকে সুখী মানুষ। ও (আলিয়া ভট্ট) অনেক ভালোবাসা আর উষ্ণতা দেয় রণবীরকে। আমি ওর মধ্যে অনেক বদল নজর করেছি। ওদের এখন একসঙ্গে দেখতেও ভালো লাগে। আমি অত্যন্ত খুশি তাতে। নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে, আলিয়া আমাদের পরিবারে এসেছে। জীবন বদলে গিয়েছে। আমি তাতে আশাবাদী। বিয়ে হয়নি বিয়ে হয়নি বলে যে চিন্তা হয়, সেটা আর নেই।'
'বিশ্ব সঙ্গীত দিবস'-এ সৌরেন্দ্র-সৌম্যজিতের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান-
২১ জুন। বিশ্বজুড়ে পালিত হয় 'সঙ্গীত দিবস' (World Music Day)। অন্যান্য বছরের মতো এই বছরও এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন শহরের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎ (Sourendro-Soumyojit)। অনুষ্ঠানে হাজির থাকবেন তাবড় সঙ্গীতশিল্পীরা।
'শামশেরা' ছবি থেকে রণবীর কপূরের লুক ফাঁস!
বলিউড অভিনেতা রণবীর কপূরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সঞ্জু' ছবিতে। শীঘ্রই একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। 'ব্রহ্মাস্ত্র' থেকে 'শামশেরা' কিংবা লভ রঞ্জনের নাম ঠিক না হওয়া ছবি রয়েছে তাঁর হাতে। আর এরইমাঝে 'শামশেরা' ছবিতে তাঁর লুক ফাঁস হয়ে গেল অনলাইনে। সামনেই এই ছবির জন্য প্রচার শুরু করার কথা ছিল অভিনেতা থেকে নির্মাতাদের। কিন্তু নেট দুনিয়ায় আজ ঘুরছে 'শামশেরা' ছবিতে রণবীরের লুক।
'নো এন্ট্রি টু'-এর নায়িকারা-
'নো এন্ট্রি'র সলমন খান, অনিল কপূর এবং ফারদিন খানের জুটি ফিরে আসছে সিক্যুয়েলে। দ্বিতীয় ছবির নাম 'নো এন্ট্রি মে এন্ট্রি'। পরিচালক অনীশ বাজমির এই ছবিতে এখনও পর্যন্ত কোন নায়িকাদের দেখা মিলবে, তা নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। তবে, বিভিন্ন সূত্রে খবর, নতুন প্রজন্মের তিন নায়িকাকে দেখা যেতে পারে সিক্যুয়েলে। 'নো এন্ট্রি মে এন্ট্রি'তে দেখা যাবে না লারা দত্ত, এষা দেওল, সেলিনা জেটলি কিংবা বিপাশা বসুকে। বরং, তাঁদের জায়গায় দেখা যেতে পারে জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়াকে। বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে এমনটাই।