Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, আজকের সেরা বিনোদনের খবর
বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলির ঝলক (Top Entertainment News Today)।
কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলির ঝলক (Top Entertainment News Today)।
মুম্বইয়ে রণবীর-শ্রদ্ধার ছবির সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১-
ফিল্মসেটে বিধ্বংসী আগুন (Massive Fire)। মুম্বইয়ের আন্ধেরিতে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ফিল্মের সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু (one dead) হল। শুক্রবার ফিল্ম সেটে ভয়াবহ আগুন লাগে। কুপার হাসপাতালের ডাক্তার সাদাফুলে মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন। আগুনে মৃত্যু হয়েছে ৩২ বছরের এক যুবকের। সূত্রের খবর, তাঁকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয় হাসপাতালে। পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) পরিচালনায় রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের পরবর্তী সিনেমার শ্যুটিং (upcoming movie shooting) চলছিল মুম্বইয়ের চিত্রকূট স্টেডিয়ামে (Chitrakut Stadium)। সূত্রের খবর, গতকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ লাইটিংয়ের কাজের প্রস্তুতি চলাকালীন সেটে আগুন লেগে যায়। সেটের এক কর্মীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আগামী সপ্তাহে রণবীর ও শ্রদ্ধার এই সেটেই শ্যুটিং করার কথা ছিল বলে সূত্রের খবর।
রণবীর সিংহের ন্যুড ফটোশ্যুট প্রসঙ্গে মন্তব্য জাহ্নবী কপূরের-
এদিন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন 'গুড লাক জেরি' অভিনেত্রী। রণবীর সিংহের সাম্প্রতিক ফটোশ্যুট নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে জাহ্নবী বলেন, 'আমি মনে করি এটা শৈল্পিক স্বাধীনতা (artistic freedom) এবং আমার মনে হয় না সেটার জন্য কারও সমালোচনা করা উচিত।'
একদল 'লক্ষ্মী ছেলে'র রুখে দাঁড়ানোর স্পর্ধা প্রকাশ্যে, মুক্তি পেল ট্রেলার-
শনিবার, মুক্তি পেল 'লক্ষ্মী ছেলে' ছবির ট্রেলার। 'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'লক্ষ্মী ছেলে'র ট্রেলার পোস্ট করে এদিন লেখা হয়, 'এখনও তারা নির্ভীক... এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর... মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়... তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!'
আরও পড়ুন - Rajkummar Rao: একসময়ে ১৮ টাকা ব্যাঙ্কে থাকা রাজকুমার বাড়ি কিনলেন কত কোটিতে?
মুক্তি পেল পাভেলের 'কলকাতা চলন্তিকা'র ট্রেলার-
মুক্তি পেল পাভেল (Pavel) পরিচালিত 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika) ছবির ট্রেলার (Trailer Out)। পোস্তা উড়ালপুল (Posta Bridge) ভেঙে পড়ার ৬ বছর পরও শহরবাসীর মনে টাটকা সেই ধ্বংসের স্মৃতি। তবে সেই দুর্ভোগের দিন কাটিয়ে কলকাতা ফের ফিরেছে নিজের ছন্দে। আর সেই ঘটনাকেই এবার সেলুলয়েডে মুড়লেন পরিচালক পাভেল। আগামী ২৫ অগাস্ট 'রসগোল্লা' পরিচালক পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। আজ মুক্তি পেল ছবির ট্রেলার।
মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস', প্রথম দিনে কেমন হল ব্যবসা?
২৯ জুলাই, শুক্রবার, মুক্তি পেয়েছে 'এক ভিলেন রিটার্নস'। প্রথম দিনে দেশজুড়ে ৭.০৫ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান এই ছবির বক্স অফিস কালেকশন।
বোন রঙ্গোলীর বয়ান রেকর্ডের আর্জি জানিয়ে মুম্বই আদালতের দ্বারস্থ কঙ্গনা-
কঙ্গনা রানাউত তাঁর আইনজীবী অ্যাডভোকেট রিজওয়ান সিদ্দিকির মাধ্যমে শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আর খানের কাছে একটি আবেদন জমা দেন। আগামী ১১ অগাস্ট বিষয়টি অর্ডারের জন্য রেখেছে আদালত। গত মাসে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দেন কঙ্গনা এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
প্রকাশ্যে 'অপরাজেয়' ছবির ট্রেলার-
পর্দায় ফিরছে 'রঞ্জিত মল্লিক জাদু' (Ranjit Mullick)। সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), লাবনি সরকার (Laboni Sarkar)। প্রকাশ্যে এল 'অপরাজেয়' (Aporajeyo) ছবির ট্রেলার। নিষ্ঠাবান উকিল শুভঙ্কর সান্যালের জীবনের ঝলক পেল দর্শক।
আইনি জটে অক্ষয় কুমারের 'রাম সেতু'!
'রাম সেতু'র বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলে সুব্রহ্মণ্যম স্বামী এদিন ট্যুইটারে লেখেন, 'অক্ষয় কুমার, অভিনেতা এবং কারমা মিডিয়ার বিরুদ্ধে তাঁদের চলচ্চিত্রে রাম সেতু ইস্যুটির চিত্রায়নে মিথ্যাচারের কারণে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলাটি আমার সহযোগী সত্য সবরওয়াল দ্বারা চূড়ান্ত হয়েছে।'
একসময়ে ১৮ টাকা ব্যাঙ্কে থাকা রাজকুমার বাড়ি কিনলেন কত কোটিতে?
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা (Patralekha) সদ্যই বাড়ি কিনেছেন মুম্বইয়ের জুহুর বিলাসবহুল অ্যাপার্টমেন্টে। বাড়িটি আগে ছিল আর এক বলিউড অবিনেত্রী জাহ্নবী কপূরের। অ্যাপার্টমেন্টের ১৪, ১৫ এবং ১৬ নম্বর তল কিনে ফেলেছেন রাজকুমার - পত্রলেখা। আর তার দাম কত পড়ল জানেন? ৪৪ কোটি টাকা। সূত্রের খবর, গত ৩১ মার্চ কেনাকাটা সম্পন্ন হয়ে গিয়েছে। কিন্তু বাড়ির রেজিস্ট্রেশন হয় গত ২১ জুলাই। প্রসঙ্গত, রাজকুমার রাও এবং জাহ্নবী কপূর (Janhvi Kapoor) একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন 'রুহি' ছবিতে। রাজকুমার রাওকে শেষবার র্দায় দেখা গিয়েছে 'হিট' ছবিতে। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ছবিটি বক্স অফিসে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।