এক্সপ্লোর

Top Entertainment News Today: হলি-বলি-টলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি

Top Entertainment News Today: হলিউড (Hollywood), বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood)। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে।

কলকাতা: হলিউড (Hollywood), বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood)। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে।

হাতির পিঠে সওয়ার যশ-নুসরত, বাঘের সঙ্গে যুগলে ফ্রেমবন্দি-

নুসরত আর যশের পোশাকে রঙমিলান্তি। দুজনেই পরেছিলেন উজ্জ্বল হলুদ রঙ। গাঢ় নীল ডেনিমের সঙ্গে হলুদ অফ শোলডার ক্রপ টপ পরেছিলেন নুসরত। অন্যদিকে উজ্জ্বল হলুদ শার্ট পরেছিলেন যশ, সঙ্গে নীল ডেনিম। বাঘের সঙ্গে ছবি দিয়েছেন তাঁরা, শুধু তাই নয়, জঙ্গল সাফারিতে গিয়ে হাতির পিঠে সওয়ার যশ-নুসরত। 

'কখনও দেবীর কোনও রূপে সামনে আসিনি, প্রথমবারেই দুর্গা', উচ্ছ্বসিত সোনামণি-

সোশ্যাল মিডিয়ায় (Social Media) চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে দুর্গারূপে দেখা যাচ্ছে সোনামণিকে। অভিনেত্রী বলছেন, 'এই চরিত্র নিয়ে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি। কিন্তু কখনও মা দুর্গার কোনও রূপেই আমি দর্শকদের সামনে আসিনি। প্রথমবার দুর্গারূপে দর্শকদের সামনে এসে ভালো লাগছে। আমায় বেশ কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে। এবার কেবল পর্দায় নিজেকে দেখার অপেক্ষা।'

কেরিয়ার ছেড়ে হাতা-খুন্তি ধরলেন শুভশ্রী, পাশে পরমব্রত-

মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত দ্বিতীয় ছবি বৌদি ক্যান্টিন (Boudi Canteen)-এর ট্রেলার (Trailer) । নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প লিখেছেন অরিত্র সেন । চিত্রনাট্য সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । সংলাপ লিখেছেন সাম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় । অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে । তিনিই এই ছবির পরিচালনা করেছেন । রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি । ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে স্বয়ং পরিচালকেই । এছাড়াও ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) । 

শ্লীলতাহানির মামলায় জামিন পেলেও ট্যুইটকাণ্ডে এখনও জেলবন্দি কমল আর খান-

২০২১ সালের শ্লীলতাহানির মামলায় জামিন পেলেন কমল আর খান (Kamaal R Khan), ওরফে কেআরকে (KRK)। তবে ট্যুইটকাণ্ডের মামলায় এখনও জেল থাকতে হবে তাঁকে। আজ ২০২০ সালে করা বিতর্কিত ট্যুইট ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলার শুনানি হতে পারে। 

আরও পড়ুন - Koffee With Karan: ভিকিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা

অবস্থা স্থিতিশীল হলেও এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রাজু-

এক মাস পার, এখনও ভেন্টিলেশনে রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তবে অত্যন্ত ধীরে ধীরে উন্নতি হচ্ছে অভিনেতার স্বাস্থ্যের। পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবর জানানো হচ্ছে। রাজুর শ্রী শিখা শ্রীবাস্তব অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করার।  আজ রাজুর স্ত্রী একটা সাক্ষাৎকারে বলেন, 'আমি রাজুর স্বাস্থ্য সম্পর্কে এটুকুই বলতে পারি, ও স্থিতিশীল রয়েছে। কিন্তু এখনও ভেন্টিলেশন সাপোর্ট প্রয়োজন হচ্ছে ওর। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন ওঁকে সারিয়ে তোলার । আশা করছি সুস্থ হয়ে আবার আগের মতোই আমাদের মধ্যে ফিরবেন রাজু।'

মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে দেওয়া হল না রণবীর-আলিয়াকে-

মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ এবং দেশের আরও নানা প্রান্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'র প্রচার চালাচ্ছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট এবং ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তাঁদের ছবির প্রচার সফল থাকলেও, নানা প্রান্তে বেশ কিছু জায়গায় তাঁদের বাধার মুখেও পড়তে হচ্ছে। সম্প্রতি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল রণবীর - আলিয়ার। কিন্তু তাঁদের সেই ইচ্ছে পূরণ হল না। বজরং দলের পক্ষ থেকে দুই তারকাকে মন্দিরে ঢুকতে দেওয়া হল না। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, দুই তারকা মন্দিরে প্রবেশের আগেই মন্দিরে সামনে বজরং দলের সদস্যরা ভিড় জমিয়ে উত্তেজনা তৈরি করে। কালো পতাকা দেখানো হয় দুই তারকাকে। ভিভিআইপি গেটের সামনে তাঁরা জমায়েত হয়েছিলেন এবং দুই তারকাকে তাঁরা মন্দিরে প্রবেশ করতে দেননি। এরপর উত্তেজনা সামাল দিতে পুলিশ আসে। এবং তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করেন। আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছিলেন যে তিনি উজ্জয়িনীতে যাবেন। তাঁর পোস্টের পরই তাঁর অনুরাগীরা সেখানে জমা হন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মন্দিরে ঢুকতে দেয়নি বজরং দল।

দূর্গার বেশে ঋতুপর্ণা, দশমহাবিদ্যায় দেখা যাবে আর কোন কোন নায়িকাকে?

এই প্রথমবার দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । মা কালীর ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে (Shruti Das)-কে । এছাড়াও দেবীর ১০ রুপে দেখা যাবে, অদৃজা রায়, ঐন্দ্রিলা শর্মা, ডোনা ভৌমিক, তিতিক্ষা দাস, রিমঝিম, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সংঘমিত্রা তালুকদার ও দেবাদ্রিতা বসুকে ।

'আমার শক্তির উৎস', স্বামীকে লিখলেন বিপাশা, কী বললেন কর্ণ?

আজ সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি শেয়ার করেছেন বিপাশা বসু ও কর্ণ সিং গ্রোভার। কর্ণের বাহুলগ্না বিপাশা। দুজনের মুখেই হাসি। বিপাশা এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এই সোহাগটাই আমির রোজকার শক্তির আসল উৎস'। হাসিতে উপচে পড়ছেন দুজনেই, চেয়ে আছেন ক্যামেরার দিকে। ছবির সঙ্গে 'মনকিলাভ' হ্যাশট্যাগও ব্যবহার করেছেন বিপাশা। 

স্ত্রী মীরার জন্মদিনে ভালোবাসার চিঠি শাহিদের-

সাদামাটা কয়েকটা লাইনেই ভালোবাসার প্রকাশ । সঙ্গে একটি ছবি । স্ত্রী-এর হলুদ ওড়না গলায় নিয়ে, সাদা শার্টে তাঁর দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ছেন শাহিদ কপূর (Shahid Kapoor) । অন্যদিকে ঝলমলে হলুদ কাজ করা সারারায় স্বামীর দিকে তাকিয়ে উচ্ছ্বল স্ত্রী মীরা কপূর (Meera Kapoor)। আজ তাঁর জন্মদিন । সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহিদ কপূর ।  'শুভ জন্মদিন ভালোবাসা .. আশা করি জীবনের সমস্ত ভালো , খারাপ মুহূর্তে আমরা একসঙ্গে এমনভাবেই নাচ করতে পারব । হাতে হাত রেখে .. মুখে হাসি রেখে .. আর চোখে ফুটে উঠবে সেই খুশির ঝিলিক ।'

জাস্টিন বিবারের অনুরাগীদের জন্য খারাপ খবর-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জাস্টিন বিবার লিখেছেন, 'চলতি বছরের শুরুর দিকে আমি আমার অসুস্থতার কথা প্রকাশ্যে জানাই। জানিয়েছিলাম যে আমি র‍্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত। এই রোগের কারণে আমার মুখের একদিক অবশ হয়ে গিয়েছে। অসুস্থতার কারণে আমি একাধিক শো বাতিল করে দিতে বাধ্য হই। উত্তর আমেরিকা সফর আমি শেষ করতে পারিনি। বেশ কিছুদিন চিকিৎসা চলার পর, বিশ্রাম নেওয়ার পর আমি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করি। আমার পরিবার, এবং আমার টিমের সঙ্গেও কথা বলি। তারপর ফের শো শুরু করি। কিছুটা সুস্থ হয়েই ইউরোপ সফর করি। সেখানে আমি ৬টা লাইভ শোতে পারফর্ম করেছি। গত সপ্তাহান্তে রিওতে দারুণ একটা অনুষ্ঠান করি। অসংখ্য মানুষের ভালোবাসা পাই। কিন্তু শো শেষ করে স্টেজ থেকে নামার পরই ফের অসুস্থ বোধ করতে শুরু করি। বুঝতে পারি, এখন আমার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রধান লক্ষ্য হওয়া দরকার। তাই আমি ফের বিরতি নিচ্ছি। আমার যে শোগুলো রয়েছে, সেগুলো বাতিল হচ্ছে। আমার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। সুস্থ হয়ে আমি ফের ফিরে আসব। জাস্টিস ওয়ার্ল্ড ট্যুরের জন্য মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সমর্থন পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।'

ভিকিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা-

কর্ণ জোহরের শোয়ে এসে ক্যাটরিনা কাইফ বলেন, 'আমি ওর (ভিকি কৌশল) সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না। আমি ওর নাম শুনেছিলাম মাত্র। কিন্তু কখনও ওর সঙ্গে কথা হয়নি। কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হল, তখন আমি আপ্লুত হয়ে গেলাম।' ক্যাটরিনা জানান, ভিকির সঙ্গে সম্পর্কের কথা তিনি প্রথমবার শেয়ার করেন পরিচালক জোয়া আখতারের সঙ্গে। তিনি বলেন, 'এটা একেবারেই অপ্রত্যাশিত। আমার ভাগ্যও বলতে পারেন। তবে, এতে আমি খুশি। আমি কখনও ভাবিনি ভিকির সঙ্গে আমার সম্পর্ক হবে।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
ISKCON On Chinmoy Krishna Das : 'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০%  ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News: একের পর এক বিতর্কিত মন্তব্যের জের, হুমায়ুন কবীরকে শো কজ তৃণমূলেরTMC News: গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন 'কালীঘাটের কাকু'রWB News: বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরেরই রোষের মুখে পুর কর্মীরা!Bangladesh Live: সন্যাসী গ্রেফতারে দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ, আঁচ আগরতলাতেও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেন্দুর
ISKCON On Chinmoy Krishna Das : 'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
'চিন্ময়কৃষ্ণ বা সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কোনও বৈষম্য বরদাস্ত করা হবে না', কড়া বিবৃতি বাংলাদেশের ইসকনের
Adani Group: ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০%  ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
ঘুষকাণ্ড নিয়ে আদানিদের স্পষ্টীকরণ, ২০% ছুটল গ্রুপের স্টক, আশঙ্কা কি কাটল ?
Stock Market Today: বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
বুল রান কি শুরু বাজারে ? আজ বাজারে 'টপ গেনার' , 'লুজার' রইল এই স্টকগুলি
Bangladesh ISKCON Ban Plea: 'ধর্মীয় মৌলবাদী সংস্থা' বলে উল্লেখ, বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করতে আবেদন আদালতে
'ধর্মীয় মৌলবাদী সংস্থা' বলে উল্লেখ, বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করতে আবেদন আদালতে
Train Accident: কবের মধ্যে সারা দেশের রেলে বসবে কবচ সুরক্ষা সিস্টেম, এই জবাব দিলেন রেলমন্ত্রী 
কবের মধ্যে সারা দেশের রেলে বসবে কবচ সুরক্ষা সিস্টেম, এই জবাব দিলেন রেলমন্ত্রী 
Bangladesh Hindu monk arrest : 'অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি...' হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারতের বার্তায় কী জানাল বাংলাদেশ?
'অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি...' হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারতের বার্তায় কী জানাল বাংলাদেশ?
Parliament Winter Session: 'আদানিকে গ্রেফতার করা উচিত, সরকার ওঁকে বাঁচাচ্ছে', বললেন রাহুল, হই-হট্টগোলে মুলতবি সংসদের অধিবেশন
'আদানিকে গ্রেফতার করা উচিত, সরকার ওঁকে বাঁচাচ্ছে', বললেন রাহুল, হই-হট্টগোলে মুলতবি সংসদের অধিবেশন
Embed widget