Top Entertainment News Today: মুক্তি পেল 'ব্রহ্মাস্ত্র', বিবাহবিচ্ছেদ হানি সিংহের, একঝলকে বিনোদনের সেরা খবরগুলি
বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে।
কলকাতা: টলিউডে আসছে একাধিক ধারাবাহিক। বেশ কিছু ছবিরও ঘোষণা। অন্যদিকে, বলিউডে আজ মুক্তি পেয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র। বিবাহবিচ্ছেদ হয়ে গেল হানি সিংহের। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
কর্মের হিসেব নিতে দীপাবলিতে আসছেন 'চিত্রগুপ্ত' অজয়, বিচার হবে সিদ্ধার্থের-
এদিন নেট দুনিয়ায় 'থ্যাঙ্ক গড' (Thank God) নির্মাতারা 'ট্রেলার' পোস্ট করেছেন। এই ছবিতে বলিউড অভিনেতা অজয় দেবগনকে দেখা যাবে চিত্রগুপ্তর চরিত্রে। অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্র একজন সাধারণ মানুষের চরিত্রে। ট্রেলারে দেখা যাচ্ছে, গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলছেন সিদ্ধার্থ। একটি বাইক আচমকা তাঁর সামনে চলে আসে। সেটির দিকে তাকিয়ে চিৎকার করতে গিয়েই সামনে এসে যায় আরও একটি গাড়ি। আর তারপর ঘটে যায় দুর্ঘটনা। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পরের দৃশ্যেই দেখা যায়, চিত্রগুপ্তর সভায় পৌঁছে গিয়েছেন সিদ্ধার্থ। আর চিত্রগুপ্ত রূপে হাজির অজয় দেবগন। এরপরই শুরু হয় 'গেম অফ লাইফ'। যেখানে রাগ, হিংসা, লোভ, কামনা এবং আরও নানা চারিত্রিক বৈশিষ্ঠ্যের কারণে যে যে কাজ করেছেন সিদ্ধার্থ তার হিসেব নিতে থাকেন চিত্রগুপ্ত। কমেডির মোড়কে নানা বার্তা দিতে দীপাবলিতে আসছে 'থ্যাঙ্ক গড'। পরিচালক ইন্দ্র কুমারের বাকি সমস্ত ছবির মতো এই ছবির শেষে থাকছে গুরুত্বপূর্ণ বার্তাও।
ছোটপর্দায় এবার দেবাদৃতা-জন জুটি, আসছে ধারাবাহিক 'আলোর ঠিকানা'-
এবার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন দেবাদৃতা বসু (Debadrita Basu) ও জন ভট্টাচার্য (John Bhattacharya)। আসছে নতুন ধারাবাহিক 'আলোর ঠিকানা' (Alor Theekana)। রাজীব কুমারের (Rajiv Kumar) পরিচালনায় 'সুরিন্দর ফিল্মস'-এর (Surinder Films) প্রযোজনায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই ধারাবাহিক দেখা যাবে শুধুমাত্র সান বাংলায়। এই ধারাবাহিকের মূল গল্প তৈরি হয়েছে একটি মেয়েকে ঘিরে। যার নাম আলো। বাবাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসে আলো। ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা।
আর ক'দিন পরই আসবে সন্তান, বাঙালি সাজে সাধভক্ষণ বিপাশা বসুর-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী বিপাশা বসু সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন। বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে শাঁখা, পলা, মানানসই গয়না। একেবারে বাঙালি সাজে সেজেছেন বিপাশা বসু। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর তাঁর সাধভক্ষণের পালা। নানা পদ সাজিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর সামনে। সঙ্গে পায়েস, ভাজা। মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মায়ের মতো মা হতে চেয়েছেন বিপাশা। সাধক্ষভণের ছবি পোস্ট করে বাংলায় তিনি লিখেছেন, 'আমার সাধ'। বিপাশা বসুর এমন সুন্দর পোস্টে বাংলায় কমেন্ট করেছেন বহু নেট নাগরিক। কোনও অনুরাগী লিখেছেন, 'অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো।' আবার কেউ লিখেছেন, 'তুমি ও তোমার সন্তান দুজনেই ভালো থেকো। অনেক অনেক আদর ও ভালোবাসা।' মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, বিপাশা বসুর সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এমনও মত বহু নেটিজেনের।
রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'র হাত ধরেই কি কাটবে বলিউডের খরা?
অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। নতুন পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে 'ব্রহ্মাস্ত্র' ছবি প্রথম দিনে ১.৩১ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম সপ্তাহান্তে ২.৫০ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছে প্রধান তিন ন্যাশনাল চেনের হাত ধরে। টিকিট বিক্রির ধারা দেখে অ্যানালিস্টদের ধারণা ছবিটি এই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হতে পারে। এবং অতিমারী আবহে সবচেয়ে বেশি ব্যবসা করা সপ্তাহান্তের নিরিখে হিন্দি সিনেমার তালিকায় শীর্ষে থাকতে পারে। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ২০ থেকে ২৫ কোটির ব্যবসা করতে পারে যদি রিভিউ ইতিবাচক হয়। যদি কয়েক সপ্তাহ সফলভাবে প্রেক্ষাগৃহে থেকে যায় তাহলে ১৩০ থেকে ২০০ কোটি পর্যন্ত ব্যবসা করে ফেলতে পারে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের কথায়, এই ছবির হাত ধরে কাটতে পারে বলিউডের খরা। স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বলিউড।
আরও পড়ুন - Bipasha Basu Baby Shower: শাঁখা-পলা-সিঁদুর, সঙ্গে গোলাপি শাড়ি, সাধভক্ষণ অনুষ্ঠানে জমকালো বিপাশা বসুর সাজ
৫১৯তম ছবির প্রথম লুক প্রকাশ্যে আনলেন অনুপম খের, জুটি বাঁধছেন নীনা গুপ্তার সঙ্গে-
এদিন 'এ ওয়েডনেসডে' অভিনেতা ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন ছবির প্রথম লুক। অভিনেতা লেখেন, 'আমার ছবি "শিব শাস্ত্রী বলবোয়া"র প্রথম লুক প্রকাশ্যে। ভারতীয় বংশোদ্ভুত মার্কিন পরিচালক অজয়ন বেনুগোপালনের ছবি। কিশোর বারিথ ও ইউএফআই মোশন পিকচার্স প্রযোজিত ছবি। রয়েছেন নীনা গুপ্তা।' পোস্টারে দেখা যাচ্ছে অনুপম খের রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, সঙ্গে নীনা গুপ্তা ও মিষ্টি পোষ্য রয়েছে। সঙ্গে রয়েছে তাঁদের মালপত্র। শার্ট জিন্সে ছাপোষা দেখাচ্ছে অনুপম খেরকে। অন্যদিকে শাড়ি পরে পাশে অপেক্ষায় নীনা। এই ছবিতে দেখা যাবে যুগল হংসরাজকে। এর আগে একবার অনুপম খের জানিয়েছিলেন যে এই ছবি আমেরিকার এক ছোট্ট শহরে ভারতীয় পরিবারের বেঁচে থাকার গল্প বলবে। এই ছবির পরিচালনা করছেন অজয়ন বেনুগোপালন। তিনি একজন ভারতীয় স্ক্রিনরাইটার ও পরিচালক। তিনি মালয়লম টেলিভিশন শো 'আক্কারা কাজচকল'-এর পরিচালনা করেছিলেন।
কেমন হল 'ব্রহ্মাস্ত্র'? কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
'ব্রহ্মাস্ত্র' দেখার পর এক নেটনাগরিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখছেন, 'অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ভারতীয় ছবিতে ল্যান্ডমার্ক তৈরি করতে পারে। এতে থাকা ভিএফএক্সের মাধ্যমে আপনাকে অন্য একটা জগতে যাবে। চমকদার ক্লাইম্যাক্সের সঙ্গে অসাধারণ প্লট।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। আলিয়ার সঙ্গে রণবীর শো স্টিলার। ছবিতে একের পর এক টুইস্ট রয়েছে। সবথেকে সেরা হলেন অমিতাভ জি। ওঁর চরিত্রটা সবাইকে ছাপিয়ে গিয়েছে। দ্বিতীয় ভাগের জন্য এখন অপেক্ষা করে রয়েছি।' কেউ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'সমস্ত অভিনেতাদের সঠিকভাবে কাজে লাগিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নাগার্জুনের চরিত্র দারুণ লাগল। তারকায় ভরা এই ছবি দেখতে ভালো লাগে। তার সঙ্গে অসাধারণ ভিএফএক্সের ব্যবহার।'
১১ বছরের পথচলায় ইতি, বিচ্ছেদ হয়ে গেল হানি সিংহ ও শালিনী তলওয়ারের-
পঞ্জাবী গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ ও তাঁর স্ত্রী শালিনী তলওয়ার এখন আইনত বিচ্ছিন্ন। দিল্লির সাকেত জেলা আদালতে, হানি সিংহ খোরপোষ হিসেবে তাঁর প্রাক্তন স্ত্রী শালিনীর হাতে সিল করা খামে ১ কোটি টাকার চেক তুলে দেন। একসঙ্গে পথচলা এখানেই শেষ করলেন তাঁরা। শালিনী, হানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং বিয়েতে প্রতারণার অভিযোগ আনার পর, তাঁরা শুনানির জন্য বেশ কয়েকবার আদালতে হাজির হন। তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয় এবং একের পর এক অভিযোগ ও পাল্টা অভিযোগ ওঠে।
রণবীর-আলিয়া নন, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর নেটিজেনদের মন জিতে নিলেন এই তারকা-
এদিন 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার পর ছবি দেখেই নেট দুনিয়ায় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। আর তাঁদের প্রতিক্রিয়ায় প্রশংসিত হচ্ছেন মৌনী রায়। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে খলনায়িকার ভূমিকায়। ছবির প্রধান ভিলেন তিনিই। আর নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া জুড়ে মৌনীকে প্রশংসিত করে ট্রেন্ড করছেন তাঁর অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন, 'প্রশংসনীয় ট্যুইট মৌনী রায়ের জন্য। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অসাধারণ অভিনয় করেছেন। তিনি একজন দারুণ অভিনেত্রী। মৌনী অসাধারণ।' আবার কেউ লিখেছেন, 'অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'র আসল তারকা মৌনী রায়। যা অভিনয় করেছেন, এককথায় দুর্দান্ত। নিজের চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। মৌনী পূরাণ বোঝেন। অস্ত্র বোঝেন। তার শক্তি বোঝেন। আর এটাই খুব জরুরি। এই প্রশংসার যোগ্য মৌনী।' কোনও নেটিজেন আবার লিখেছেন, 'দেখুন 'ব্রহ্মাস্ত্র'। উপভোগ করুন। ছবিতে ব্যবহার করা ভিএফএক্স দারুণ। ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য, সমস্তই নজরকাড়া। শিবার চরিত্রে রণবীর কপূর শো স্টিলার। আলিয়া ভট্টর পারফরম্যান্স অসাধারণ। আর মৌনী রায় দারুণ ভয়ঙ্কর।' 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মৌনী রায়ের চরিত্রর নাম জুনুন। এই ছবিতে তিনি প্রধান ভিলেন। কোনও নেট নাগরিক আবার মৌনী রায়কে তাঁরই অভিনীত 'নাগিন' ধারাবাহিকের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন।
'নিজেদের গল্প' নিয়ে ছোটপর্দায় প্রযোজক হিসেবে ফিরছেন যিশু-নীলাঞ্জনা, আসছে 'হরগৌরী পাইস হোটেল'-
নতুন ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা। নাম 'হরগৌরী পাইস হোটেল'। শঙ্কর ও ঐশানীর একসঙ্গে পথচলার গল্প বলবে এই ছবি। তাঁরা দু'জনেই একেবারে উল্টো ধরনের পরিবারে বড় হয়েছেন। ভিন্ন তাঁদের জীবনধারা। কিন্তু একাধিক বিভেদ সত্ত্বেও তাঁরা দু'জনেই একের অপরের ক্ষমতা বোঝেন, একে অন্যের পাশে থাকেন। আর সেই সহযোগিতাই তাঁদের জীবনের গঠনে বড় ভূমিকা পালন করে।
অন্য পেশা বেছে নিতে চান শ্রদ্ধা কপূর-
সম্প্রতি 'ট্রেজার লভ' নামে একটি বই লঞ্চ করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বইটি লিখেছেন ৮ বছর বয়সী লেখিকা আর্যা। বই লঞ্চ অনুষ্ঠানে একটি চ্যাপ্টার পড়ে শোনান শ্রদ্ধা। এত ছোট বয়সে অসাধারণ এই দক্ষতার জন্য লেখিকা আর্যার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। এরপরই অভিনেত্রী জানান যে, তিনি কীভাবে হ্যারি পটার সিরিজের প্রতি আকৃষ্ট ছিলেন। কত দ্রুত তিনি গোটা সিরিজটা পড়ে ফেলেছিলেন। এসবের সঙ্গেই শ্রদ্ধা নিজের সুপ্ত বাসনা প্রকাশ করেন। জানান যে, তিনি লেখিকা হতে চান। তিনিও নিজের বই লঞ্চ করতে চান। যদি তিনি এমনটা করতে পারেন, তাহলে সেই দিনটা তাঁর জীবনে উল্লেখযোগ্য এবং স্মৃতিতে ভরা হয়ে থাকবে।
আসছে সাইকোলজিক্যাল থ্রিলার 'অহল্যা', অভিনয়ে বনি-পায়েল-প্রিয়ঙ্কা-
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার নতুন ছবি 'অহল্যা'র নাম ঘোষণা হয়ে গেল। একসঙ্গে কাজ করতে দেখা যাবে বনি, পায়েল, প্রিয়ঙ্কাকে। গল্প লিখেছেন 'পরিণীতা', 'কাছের মানুষ'-এর লেখক অর্ণব ভৌমিক। ক্রিয়েটিভ হেড বর্ষীয়ান পরিচালক ও প্রযোজক অনুপ সেনগুপ্ত। এই গল্পে রেহানের চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ত্রিশ ছুঁই জিম ইনস্ট্রাক্টরের চরিত্রে অভিনয় করবেন তিনি। কাজের সূত্রে এক মেয়ের সঙ্গে আলাপ হয় তাঁর, প্রেমে পড়েন তাঁরা। প্রথমে বেশ ভালই চলতে শুরু করে তাঁদের সম্পর্ক। ভালবাসা এমনই পর্যায়ে যে একে অন্যকে ছেড়ে থাকতেও তাঁদের অসুবিধা হয়। রেহানের প্রেমের গভীরতা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে প্রেমিকার ব্যাপারে বেশ পোজ়েজিভ হয়ে পড়ে সে। কিন্তু রেহানের এই স্বভাবের কারণেই সম্পর্কে চিড় ধরে। লিভ-ইন সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হয় তাকে।
আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট টু', রণবীর-আলিয়া কি থাকছেন? দ্বিতীয়ভাগে রয়েছে বড় চমক-
কর্ণ জোহর প্রযোজিত 'ব্রহ্মাস্ত্র' ভারতীয় পুরাণ ও ইতিহাসের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। এটি 'অস্ত্রভার্স' ঘরানায় তৈরি প্রথম ছবি। 'অস্ত্র ব্রহ্মাণ্ড'-এর মধ্যে রয়েছে বানরাস্ত্র, নান্দেয়াস্ত্র, প্রভাস্ত্র, জলাস্ত্র, আগ্নেস্ত্র, পবনাস্ত্র, ব্রহ্মাস্ত্র। সেই দুনিয়ার প্রথম পর্ব এই মুক্তি পেল। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। প্রথমভাগ শেষ হওয়ার সময়ই জানিয়ে দেওয়া হয় যে, ছবির গল্প এগোতে থাকবে দ্বিতীয়ভাগেও। শীঘ্রই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র পার্ট টু- দেব'। জানা যাচ্ছে, 'ব্রহ্মাস্ত্র পার্ট টু'-তে রণবীর কপূর এবং আলিয়া ভট্টের চরিত্র একইরকম থাকবে। বিভিন্ন সূত্রে খবর, পার্ট টুতে দেখা যেতে পারে রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনকে। লম্বা চুলের পেশবহুল এক ব্যক্তিকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র'র দ্বিতীয় ভাগে। কিন্তু কোন অভিনেতাকে দেখা যাবে, সে সম্পর্কে জানা যায়নি এখনও পর্যন্ত। কবেই বা মুক্তি পাবে, সে সম্পর্কেও জানা যায়নি কিছুই।