এক্সপ্লোর
Bipasha Basu Baby Shower: শাঁখা-পলা-সিঁদুর, সঙ্গে গোলাপি শাড়ি, সাধভক্ষণ অনুষ্ঠানে জমকালো বিপাশা বসুর সাজ

কর্ণ-বিপাশা
1/10

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী বিপাশা বসু সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন। বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন।
2/10

ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে শাঁখা, পলা, মানানসই গয়না।
3/10

একেবারে বাঙালি সাজে সেজেছেন বিপাশা বসু। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর তাঁর সাধভক্ষণের পালা।
4/10

নানা পদ সাজিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর সামনে। সঙ্গে পায়েস, ভাজা।
5/10

মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মায়ের মতো মা হতে চেয়েছেন বিপাশা।
6/10

সাধক্ষভণের ছবি পোস্ট করে বাংলায় তিনি লিখেছেন, 'আমার সাধ'। বিপাশা বসুর এমন সুন্দর পোস্টে বাংলায় কমেন্ট করেছেন বহু নেট নাগরিক।
7/10

কোনও অনুরাগী লিখেছেন, 'অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো।' আবার কেউ লিখেছেন, 'তুমি ও তোমার সন্তান দুজনেই ভালো থেকো। অনেক অনেক আদর ও ভালোবাসা।'
8/10

মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, বিপাশা বসুর সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এমনও মত বহু নেটিজেনের।
9/10

২০১৫ সালে এক হরর ছবি 'অ্যালোন' শ্যুটিংয়ের সেটে প্রথমবার কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দেখা হয় বিপাশা বসুর। প্রথম দেখায় প্রেম। এবং তারপর বিয়ে।
10/10

সম্প্রতি ছিল তাঁর সাধের অনুষ্ঠান (Baby Shower)। গোলাপি শাড়িতে একেবারে বাঙালি সাজে সেজে সাধ খেলেন বিপাশা।
Published at : 09 Sep 2022 07:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
