Kali Poster Row: ফের চর্চায় 'কালী' তথ্যচিত্রের পোস্টার, পরিচালক লীনাকে তলব দিল্লির তিস হাজারি আদালতের
Goddess Kali Documentary poster row: ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় চলে এসেছে এই ছবি পোস্টার। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি
নয়াদিল্লি: ফের একবার শিরোনামে 'কালী' ছবির পোস্টার। এবার ছবির পোস্টার বিতর্কে নয়া মোড় যোগ করল দিল্লির তিস হাজারি আদালতের সমন। পরিচালক লীনা মণিমেকলাইয়কে তলব করেছে দিল্লির তিস হাজারি আদালত। বিচারক অভিষেক কুমার জানিয়েছেন, কালী পোস্টার বিতর্ক নিয়ে আদালত কোনও আদেশ দেওয়ার আগে শুনানি হওয়া প্রয়োজন। আর তাই, আগামী ৬ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
ইতিমধ্যেই রাজনৈতিক তরজায় চলে এসেছে এই ছবি পোস্টার। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। পরিচালক লীনা মণিমেকলাইয়ের তৈরি 'কালী' তথ্যচিত্রের মুক্তি পাওয়া পোস্টার থেকেই তৈরি হয় যাবতীয় বিতর্ক। পোস্টারে এলজিবিটি-র সাতরঙা পতাকা ধরা, ধূমপানরত কালীর ছবি মেনে নিতে পারেননি সমাজের একাংশ। এর জেরেই শুরু হয় তীব্র প্রতিবাদ ও বিতর্ক। আর এই বিতর্কের অগ্নিতে কার্যত গৃতাহুতি করে মহুয়া মৈত্রের বক্তব্য।
আরও পড়ুন: Byomkesh: রহস্য সমাধানে অগ্রণী ব্যোমকেশ, মুক্তি পেল 'হত্যামঞ্চ'-র পোস্টার
'কালী' তথ্যচিত্রের পোস্টার দেখে সমাজের এক শ্রেণীর মানুষের অভিযোগ, ছবির পোস্টার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। নৈতিকতা ও শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে এই পোস্টার। যদিও ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবি 'কালী'-র মোড়কে এক ভবঘুরেকে নিয়ে তৈরি। তাঁরা রক্তমাংসের মানুষ। তিনি এতে সমস্যার কিছু দেখছেন না। এ ভাবে শিল্পের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি তুলে প্রতিবাদ শানিয়েছেন তিনিও। যার জেরে একাধিক হুমকি পৌঁছেছে তাঁর কাছে। এমনকি দেওয়া হয়েছে লোক দিয়ে ধর্ষণের হুমকিও।
তবে এখনও পর্যন্ত নিজের যুক্তি ও বক্তব্যে অটুট থেকেছেন কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লীনা। লীনার অবশ্য দাবি, তথ্যচিত্রটি কানাডার টরন্টোর রাস্তায় এক ভবঘুরে মহিলাকে নিয়ে তৈরি। ঘুণ ধরা সমাজের বুকে দাঁড়িয়ে মুক্তি, স্বাধীনতার দাবিতে সোচ্চার হতে চেয়েছিল তাঁর ‘কালী’।
Goddess Kali poster row: Delhi Court summons filmmaker Leena Manimekalai
— ANI Digital (@ani_digital) July 11, 2022
Read @ANI Story | https://t.co/LxIiNVqU0L#KaaliPosterControversy #KaaliPosterRow #LeenaManimekalai pic.twitter.com/tjunuPSOQC