এক্সপ্লোর
ওয়েব সিরিজের সেটে দুষ্কৃতী হামলা, এক চুলের জন্য বাঁচলেন মাহি গিল, কয়েকজন গুরুতর আহত
মাহি জানিয়েছেন, তারা তাঁর দিকে এগিয়ে আসছে দেখে ছুটে নিজের গাড়িতে উঠে পড়েন তিনি। ভেতর থেকে দেখেন সহকর্মীদের জন্তুর মত পেটানো হচ্ছে।
![ওয়েব সিরিজের সেটে দুষ্কৃতী হামলা, এক চুলের জন্য বাঁচলেন মাহি গিল, কয়েকজন গুরুতর আহত Goons attack cast and crew of Mahi Gill starrer web series ওয়েব সিরিজের সেটে দুষ্কৃতী হামলা, এক চুলের জন্য বাঁচলেন মাহি গিল, কয়েকজন গুরুতর আহত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/20102401/MAHI-GILL.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দেব ডি ও সাহিব বিবি অওর গ্যাংস্টার-এর মত ছবির নায়িকা মাহি গিল নিগৃহীত হলেন দুষ্কৃতীদের হাতে। তাঁর প্রথম ওয়েব সিরিজ ফিক্সার-এর ক্লাইম্যাক্সের শ্যুটিং চলার সময় সেটে ঢুকে পড়ল জনাকয়েক দুষ্কৃতী। মাহি নিজে প্রহৃত হওয়ার থেকে একটুর জন্য বেঁচেছেন, অন্যদের অবশ্য ভাগ্য ততটা প্রসন্ন ছিল না।
নিগৃহীতদের অভিযোগ, পুলিশের পেট্রোল ভ্যান এলে তাঁরা গোটা ঘটনা জানান। কিন্তু পুলিশ শ্যুটিং স্পটের দরজা জোর করে বন্ধ করে দেয়, অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরা নিজেদের জিনিসপত্রও বার করতে পারেননি। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীদের ধরার বদলে উল্টে তাঁদের কাছে টাকা চায় পুলিশ, বলে, আদালতে এসে জিনিসপত্র ফেরত নিয়ে যেতে। তাই পুলিশে এ ব্যাপারে আর অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, তাঁদের বিশ্বাস, অভিযুক্তরা সহজেই জামিন পেয়ে যাবে।
গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটেছে এই ঘটনা। ফিক্সার-এর শ্যুটিং চলছিল ঠানের ঘোড়বন্দর রোড এলাকায় এক শিপইয়ার্ডে। সেটে মাহি ছাড়াও ছিলেন অভিনেতা তিগ্মাংশু ধুলিয়া, সাব্বির আলুওয়ালিয়া প্রমুখ। এই সময় সেটে লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় নেশাগ্রস্ত ৪ দুষ্কৃতী। বলে, তাদের অনুমতি ছাড়া ওখানে শ্যুট করা যাবে না। এরপর আর কোনও কথা না বলে সামনে যাঁরা পড়েন, তাঁদের প্রত্যেককে তারা নির্মমভাবে মেরে জখম করে, মহিলাদের নিগ্রহ করে। মাহি জানিয়েছেন, তারা তাঁর দিকে এগিয়ে আসছে দেখে ছুটে নিজের গাড়িতে উঠে পড়েন তিনি। ভেতর থেকে দেখেন সহকর্মীদের জন্তুর মত পেটানো হচ্ছে।
I was there when it happened on the sets of fixer at Mira road drunk goons thrashed our unit Santosh thundiyal cameraman got six stitches. Pathetic pic.twitter.com/eWnJ55YXzv
— Tigmanshu Dhulia (@dirtigmanshu) June 19, 2019
ওয়েব সিরিজের ক্যামেরা নির্দেশক সন্তোষ থুড়িয়ালের মাথায় ভালরকম চোট লাগে, ছটি সেলাই পড়েছে তাঁর। সিরিজটির পরিচালক হলেন সোহম শাহ, যিনি অজয় দেবগণ, বিবেক ওবেরয়, লারা দত্ত অভিনীত কাল ছবির পরিচালনা করেন। মার খেয়ে বেহুঁশ হয়ে যান তিনি।
![ওয়েব সিরিজের সেটে দুষ্কৃতী হামলা, এক চুলের জন্য বাঁচলেন মাহি গিল, কয়েকজন গুরুতর আহত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/20103225/index-300x226.jpg)
![ওয়েব সিরিজের সেটে দুষ্কৃতী হামলা, এক চুলের জন্য বাঁচলেন মাহি গিল, কয়েকজন গুরুতর আহত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/06/20103416/index-300x226.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)