Govinda Wife Slams Krushna: 'আমি ওর মুখ দেখতে চাই না', ক্রুষ্ণা অভিষেককে নিয়ে বিস্ফোরক গোবিন্দার স্ত্রী সুনীতা
কয়েকদিন আগেই কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek) জানিয়েছিলেন যে তিনি জানতে পেরেছেন, 'দ্য কপিল শর্মা শো'য়ে সস্ত্রীক আসতে চলেছেন গোবিন্দা (Govinda)। আর তাই তিনি শ্যুটিং বাতিল করছেন।
মুম্বই: মামা-ভাগ্নের দ্বন্দ্ব অব্যাহত। মাত্র কয়েকদিন আগেই কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek) জানিয়েছিলেন যে তিনি জানতে পেরেছেন, 'দ্য কপিল শর্মা শো'য়ে সস্ত্রীক আসতে চলেছেন গোবিন্দা (Govinda)। আর তাই তিনি শ্যুটিং বাতিল করছেন। জনপ্রিয় অনুষ্ঠানে অতিথি হিসেবে মামা-মামীর উপস্থিতির দিন তিনি হাজির থাকবেন না শোয়ে। মামা-ভাগ্নের সম্পর্কের দ্বন্দ্ব যে এখনও অব্যাহত, তা আরও একবার প্রমাণিত হল গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার কথায়। এবার ক্রুষ্ণা অভিষেককে নিয়ে বিস্ফোরক তিনি। যদিও এই প্রসঙ্গে গোবিন্দাকে এখনও পর্যন্ত কোনও মতামত দিতে জানা যায়নি।
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। 'দ্য কপিল শর্মা শো'য়ে বিভিন্ন চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা যায় তাঁকে। কিন্তু তাঁর সঙ্গে গোবিন্দার এবং তাঁর স্ত্রীর সম্পর্ক যে একেবারেই ভালো অবস্থায় নেই, তা প্রকাশ্য হচ্ছে বারবার।
আরও পড়ুন - Bigg Boss OTT: কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, প্রথম প্রেমিকের মৃত্যুর ঘটনা বর্ণনা শমিতা শেট্টির
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা বলেন, ''কপিল শর্মার শোয়ে আমরা অতিথি হিসেবে থাকলে ও উপস্থিত থাকবে না বলেছে। ক্রুষ্ণা অভিষেকের এই বক্তব্য আমাদের কষ্ট দিয়েছে। ও বলেছে, আমরা কেউই নাকি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হতে চাইবো না। গত বছর নভেম্বরে পারিবারিক সমস্যা নিয়ে বক্তব্য রেখেছিলেন গোবিন্দা। কিন্তু তাঁর বক্তব্য ছিল একজন সজ্জন মানুষের মতো। তিনি তাঁর কথাও রেখেছেন। পারিবারিক সমস্যা নিয়ে প্রকাশ্যে আর কোনও কথাই বলেননি। পরিবারের মধ্যে সমস্যা হলেও, একে অপরের প্রতি সম্মান থাকা উচিত।'
ক্রুষ্ণা অভিষেকের পরিবারের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার কোনও পরিস্থিতিই আর নেই। গত তিন বছর ধরে চলছে তাঁদের সমস্যা। জানাচ্ছেন গোবিন্দার স্ত্রী। তিনি আরও বলছেন, 'তিন বছর আগে আমি গোবিন্দাকে বলেছিলাম, যতদিন আমি বেঁচে আছি, সমস্যার সমাধান সম্ভব নয়। তুমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। অপমান করতে পারবে না। কিংবা পরিবারের নামে কুৎসাও করতে পারবে না। আমরা খাইয়ে পড়িয়ে বড় করেছি, তাই ও তো আমাদের মাথার উপর উঠবেই আর অসভ্যতাও করবে। তবে, এখন আর আমি ওর মুখও দেখতে চাই না।'