Ira Khan: '৮ বছরের লড়াইয়ের পরে, পরীক্ষায় পাস করেছি', হঠাৎ কেন এই মন্তব্য আমির-কন্যা ইরার?
Ira Khan News: সম্প্রতি ইরা খান জানিয়েছেন, গত ৮ বছর ধরে তিনি অবসাদের চিকিৎসা করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন

কলকাতা: নিজের জীবন নিয়ে বিশেষ লুকোচুরি করেন না আমির খান (Aamir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। নিজের প্রেমের সম্পর্ক নিয়েও কখনও লুকোচুরি করেননি তিনি। তবে ইরা আগেই জানিয়েছিলেন, তিনি অবসাদে ভুগছেন। বাবা আমির খান আর মা রিনা দত্তের বিচ্ছেদের প্রভাব পড়েছিল মেয়ে ইরার ওপর। বাবা মায়ের আলাদা থাকা মেনে নিতে পারেননি তিনি। সেই কারণে, ৮ বছর ধরে নাকি অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন তিনি। অবশেষে ইরা খান প্রকাশ করেছেন, তাঁর চিকিৎসা শেষ হয়েছে। তারকা সন্তানের কথায়, 'আমি পরীক্ষায় পাশ করেছি।'
সম্প্রতি ইরা খান জানিয়েছেন, গত ৮ বছর ধরে তিনি অবসাদের চিকিৎসা করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন। অবশেষে তিনি তাঁর থেরাপির সেশন শেষ করেছেন। ইরার কথায়, 'অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছি'। তবে তিনি আরও জানিয়েছেন, থেরাপি শেষ মানে এমন নয় যে তাঁর চিকিৎসা শেষ। তাঁকে ওষুধ খেয়ে যেতেই হবে। তবে চিকিৎসক জানিয়েছেন, এখন তাঁর আর থেরাপির প্রয়োজন নেই। তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নিজের জীবন নিজে পরিচালনা করার জন্য। সেই কারণেই আর থেরাপির প্রয়োজন নেই তাঁর। পাশাপাশি, চিকিৎসক ইরাকে এ ও জানিয়েছেন, তিনি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন। ভবিষ্যতে এই ধরনের সমস্যা আসলে, তিনি নিজেই সামলে নিতে পারবেন।
পাশাপাশি ইরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে তিনি যদি সমস্যায় পড়েন, কোনও পরিস্থিতি সামলাতে না পারেন, তখন তিনি আবার সাহায্য নিতে পারবেন। তবে চিকিৎসকের প্রত্যাশা, ভবিষ্যতে ইরা প্রত্যেকের যত্ন নিতে পারবেন, জীবনের যে কোনও পরিস্থিতি সামলাতে পারবেন। যদি এর পরেও ইরার কোনও সমস্যা হয়, তখন তিনি সাহায্য় নিতে পারবেন। দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পরে ইরার বক্তব্য, 'এটা হয়তো বলার মতো কিছু নয়, কিন্তু তারপরেও মনে হচ্ছে, আমি পাশ করে গিয়েছি'।
অন্যদিকে আমির খান ও বিভিন্ন সময়ে ইরার পাশে থেকেছেন, জীবনে প্রেম আসার পরে ইরা খানের জীবন অনেকটাই বদলেছে। সদ্য তিনি বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছেন। ইরা বেশ কয়েক বছর ধরেই ভীষণ শরীর সচেতন হয়েছেন। তিনি নিয়মিত শরীরচর্চায় নজর দিয়েছেন। ইরার স্বামী নুপুর ও একজন ফিটনেস ট্রেনার, তিনি ও ইরাকে সাহায্য় করেন। সব দিক থেকে, ইরার জীবন যে বদলে গিয়েছে অনেকটা আর তা ভালোর দিকে, আলোর দিকে তা বোঝাই যায়।






















