(Source: ECI/ABP News/ABP Majha)
নোট বাতিলের পর সবচেয়ে বেশি জালনোট উদ্ধার হয়েছে গুজরাতে: সংসদে জানাল কেন্দ্র
নয়াদিল্লি: নোট-বাতিল জারি হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৩.৮ কোটি টাকার জালনোট উদ্ধার হয়েছে। এরমধ্যে সবথেকে বেশি প্রায় ৬ কোটি টাকার জালনোট উদ্ধার হয়েছে গুজরাত থেকেই। লোকসভায় এমনটাই জানাল কেন্দ্র।
মঙ্গলবার, প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পেশ করা তথ্য অনুযায়ী, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলি থেকে ২০১৬ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ১৩.৮৭ কোটি টাকা মূল্যের জালনোট উদ্ধার হয়েছে।
তিনি জানান, এর মধ্যে সবচেয়ে বেশি জালনোট প্রায় ৫.৯৪ কোটি টাকা উদ্ধার হয়েছে গুজরাত থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে উদ্ধার হওয়া জালনোটের পরিমাণ ২.১৯ কোটি টাকা। এছাড়া, পশ্চিমবঙ্গ থেকে ২ কোটি এবং মিজোরাম থেকে ১ কোটি টাকার জালনোট উদ্ধার হয়েছে।
আহির বলেন, কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি জালনোটের কারবার ও কারবারীদের ওপর নজর রেখে চলেছে, যাতে দেশে কোনওভাবে জালনোট ছড়িয়ে না পড়ে। তিনি আশ্বাস দেন, আইন ভাঙা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, জালনোট মোকাবিলায় এনআইএ-র অধীনে একটি পৃথক টেরর ফান্ডিং অ্যান্ড ফেক কারেন্সি সেল (টিএফএফসি) গঠন করা হয়েছে।