Gurmeet Devina: 'বিস্ময় শিশু'-কে অনুরাগীদের সঙ্গে পরিচয় করালেন গুরমিত-দেবিনা
Gurmeet Devina's Daughter: আজ দুই মেয়েকেই কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন গুরমিত-দেবিনা। রূপকথার রাজকুমারীর মতোই সেজেছেন অভিনেত্রী।
কলকাতা: তাঁদের জীবনে নতুন সদস্য এসেছিল ম্যাজিকের মতোই। কিন্তু পরিবারে নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেই মিলেছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রথম সন্তান জন্ম নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই দ্বিতীয়বার অন্তঃস্বত্তা হয়েছিলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। আর এই প্রথমবার দ্বিতীয় কন্যাসন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury) ও দেবিনা।
তাঁদের একরত্তি কন্যাসন্তানের নাম দিভিসা (Divishaa)। আজ দুই মেয়েকেই কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন গুরমিত-দেবিনা। রূপকথার রাজকুমারীর মতোই সেজেছেন অভিনেত্রী। হালকা রঙের অফ শোলডার গাউনে অপরূপা নতুন মা দেবিনা। রঙ মিলিয়ে গাঢ় নীল ব্লেজারে সেজেছেন গুরমিতও। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, পৃথিবী.. এই আমাদের বিস্ময় শিশু। দিভিসা। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই পারিবারিক ছবি দেখে ভালবাসা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: Ishaa Saha Exclusive: ভয় করে, সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে: ইশা সাহা
২০০৮ সালে ছোটপর্দার দুই তারকা গুরমিত চৌধুরি ও দেবিনা বন্দ্যোপাধ্যায়ের প্রেমকাহিনি শুরু হয় 'রামায়ণ'-এর শ্যুটিং ফ্লোরেই। ওই ধারাবাহিকে রামের চরিত্রে ছিলেন গুরমিত ও সীতার চরিত্রে অভিনয় করতেন দেবিনা। ২০১১ সালে তাঁদের বিয়ে হয়। ছোট পর্দায় দেবিনার আত্মপ্রকাশ হয় তামিল টিভি সিরিয়াল 'মায়াবী' দিয়ে। এই ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হন দেবিনা। ছোট পর্দার একাধিক শো-তে দেখা গিয়েছে দেবিনা বন্দ্যোপাধ্যায়কে। কখনও প্রতিযোগী হিসেবে। কখনও আবার অতিথি হিসেবে।
View this post on Instagram