Hansal on Roger: রজার ফেডারারের অবসরে মনখারাপ বার্তা দিতে গিয়ে মস্ত ভুল হংসল মেটার!
Hansal on Roger Federer: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন হংসল। তাতে লিখেছিলেন, 'তোমায় খুব মনে পড়বে চ্যাম্পিয়ন'। হ্যাশট্যাগে তিনি জুড়ে দেন রজার ফেডারার নামটি।
মুম্বই: 'আমার প্রিয় বন্ধু.. ও শত্রু' স্যুইস টেনিস তারকা রজার ফেডারারের (Roger Federer) অবসরের পরে সম্ভবত সেরা বার্তাটা এসেছিল রাফায়েল নাদাল (Rafael Nadal)-এর থেকে। এর আগে, পরে শুভেচ্ছাবার্তা, মনখারাপের বার্তায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আর সেই শুভেচ্ছাবার্তা এসেছে রূপোলি পর্দা থেকেও। বলিউড থেকে শুরু করে হলিউড.. অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। কিন্তু রজার ফেডারারকে শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ট্রোলড হংসল মেটা (Hansal Mehta)!
কারণটা বোঝা যায় একঝলক তাঁর পোস্ট দেখলেই। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন হংসল। তাতে লিখেছিলেন, 'তোমায় খুব মনে পড়বে চ্যাম্পিয়ন'। হ্যাশট্যাগে তিনি জুড়ে দেন রজার ফেডারার নামটি। পোস্টে তিনি জুড়ে দিয়েছেন একটি ছবি। কিন্তু সেই ছবি রজার ফেডারারের নয়, ছবিতে যিনি রয়েছেন, তিনি বলিউড অভিনেতা আরবাজ খান (Arbaaz Khan)। তাঁর এই লুক অবশ্য কিছুটা মেলে রজার ফেডারারের পুরনো লুকের সঙ্গে। তবে ছবিটি যে আরবাজের তা বোঝা যায় সহজেই।
আরও পড়ুন: Vikram Vedha: একসঙ্গে ১৫টি শহরে সরাসরি সম্প্রচার হবে 'বিক্রম বেদা'-র প্রথম গান
এই পোস্ট প্রকাশ্যে আনতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের ছড়াছড়ি। কমেন্টবক্সে অনেকেই ভুল ধরিয়ে দেন হংসলকে। অনেকেই লেখেন, 'এটা রজার নয় হংসল, এটা আরবাজ খান।' অবশ্য এখনও নিজের ভুল শুধরে নেননি হংসল। তাঁর ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টে জ্বলজ্বল করছে সেই পোস্ট।
Going to miss you champion. #RogerFederer. pic.twitter.com/ZNmQaNROaD
— Hansal Mehta (@mehtahansal) September 16, 2022
২০০৩ সালে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেডেরার। এরপর থেকে ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, একটি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউএস ওপেন জিতেছিলেন এই টেনিস কিংবদন্তি।
চলতি বছর লেভার কাপে ফেডেরার খেলবেন তা আগেই শোনা যাচ্ছিল। সেই মতই এই টুর্নামেন্টে নামছেন ফেডেক্স। কিন্তু এটাই যে তাঁর শেষ টেনিস কোর্টে নামা হবে তা অনেকেই ভাবতে চাননি। মাথায় সাদা ফেট্টি বেঁধে কোর্টে যখনই নামতেন তিনি গ্যালারি থেকে দর্শকদের উন্মাদনা তাঁকে নিয়ে ছিল চোখে পড়ার মত।
গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় ফেডেরার জানিয়েছেন, ''আপনার জানেন যে গত তিন বছর আমার নানারকম চোট, সার্জারি ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যে কেটেছে। আমি কোর্টের ফেরা জন্য কঠিন পরিশ্রম করেছি। কিন্তু আমি এও জানি আমার শরীরের সহ্য করার ক্ষমতা কতটা, এবং গত কিছুদিন ধরে তা বেশ কষ্টই দিচ্ছিল আমাকে। আমার বয়স হয়েছে। ৪১ বছর হল।''