Bollywod Celebrity Updates: ডিসেম্বরে বিয়ে হৃত্বিক রোশনের এই সহ-অভিনেত্রীর
'কোই মিল গয়া' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। বলিউডেও কাজ করেছেন।
মুম্বই: বিয়ের সানাই বাজতে চলেছে ফের এক বলিউড (Bollywood) অভিনেত্রীর। হৃত্বিক রোশনের সঙ্গে ছবিতে কাজ করেছিলেন তিনি। 'কোই মিল গয়া' (Koi Mil Gaya) ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। বলিউডেও কাজ করেছেন। আন্দাজ করতে পারছেন নামটা? হ্যাঁ। ঠিকই ধরেছেন। হংসিকা মোতওয়ানের (Hansika Motwani) কথাই বলা হচ্ছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
ডিসেম্বরে বিয়ে সারবেন হংসিকা মোতওয়ানে?
বেশ কয়েক বছর ধরেই অভিনেত্রী হংসিকা মোতওয়ানের বিয়ের (Hansika Motwani Marriage) খবর শোনা যাচ্ছিল। গুঞ্জন রটেছিল, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে সেই দিন আসতে চলেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। জয়পুরের সাড়ে চারশো বছরের পুরনো কেল্লায় নতুন জীবন শুরু করবেন হংসিকা। জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরে রাজকীয় কায়দায় বিয়ে সারবেন অভিনেত্রী। জয়পুরের সাড়ে চারশো বছরের পুরনো কেল্লায় মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। রাজস্থানের জয়পুরের মুন্ডোটা কেল্লায় বসবে তাঁর বিয়ের আসর। যদিও হংসিকা মোতওয়ানের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন - Drishyam 2 Trailer: এই দিন প্রকাশ্যে আসবে রহস্যে মোড়া 'দৃশ্যম টু'-এর ট্রেলার
সম্প্রতি সাংবাদিকদের পক্ষ থেকে বিয়ের গুঞ্জন নিয়ে হংসিকা মোতওয়ানেকে (Hansika Motwani) জিজ্ঞাসা করা হয়। সেই সময় বিয়ের গুঞ্জন নিয়ে কোনও নেতিবাচক প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই হংসিকা মোতওয়ানের পরিবারে বিয়ের (Hansika Motwani Marriage) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অতিথিদের জন্যও থাকছে বিশেষ আপ্যায়ণের ব্যবস্থা।
প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছেন হংসিকা মোতওয়ানে। ছোট পর্দার একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। 'সাকা লাকা বুম বুম', 'কিউকি সাস ভি কভি বহু থি', 'সোন পরী'র মতো ধারাবাহিকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। হৃত্বিক রোশনের 'কোই মিল গয়া' ছবিতে তিনি নজর কাড়েন। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে 'আপ কা সুরুর', 'মানি হ্যায়তো হানি হ্যায়' ছবিতে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও নিজের পরিচিতি স্থাপন করে ফেলেছেন। একাধিক দক্ষিণী ভাষার ছবিতে দেখা গিয়েছে হংসিকাকে।