Salman Khan: সলমনের জন্মদিনে ভিড় নিয়ন্ত্রণে ভক্তদের উপর লাঠিচার্জ পুলিশের
Cops lathi charge on Salman's Fan: আজ সলমন খানের জন্মদিন, ভাইজানের ছবি এঁকে রাস্তায় নামলেন ভক্তরা। জন্মদিনের দিনেই ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর লাঠিচার্জ পুলিশের !

মুম্বই: আজ সলমন খানের (Salman Khan's Birth Day) জন্মদিনের দিনেই ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর লাঠিচার্জ (Lathicharge)। মূলত সোমবার মধ্যরাত থেকেই সলমনের জন্মদিন উদযাপন শুরু হয়েছে। এদিন সোশ্যালে শুভেচ্ছার বন্যার পাশাপাশি এবার ভাইজানের ছবি এঁকে রাস্তায় নামলেন ভক্তরা। ব্যানার হাতেও অনেককে দেখা গেল প্রিয় ভাইজানকে শুভেচ্ছা জানানোর জন্য। তবে ভিড় বাড়তেই তাল কাটল ! ভিড় নিয়ন্ত্রণ করতে ভক্তদের উপর লাঠিচার্জ করল পুলিশ।
Salman Khan birthday: Cops lathicharge crowd gathered outside Sultan's star residence
— ANI Digital (@ani_digital) December 27, 2022
Read @ANI Story | https://t.co/rT4j44SKG9#SalmanKhan #SalmanKhanBirthday pic.twitter.com/tX5XbrI5gz
জন্মদিনে কিং খান এবং ভাইজানের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মত !
দীর্ঘ ক্যারিয়ারে এখনও তিনি কলেজ পড়ুয়াদের হৃদয়ে বাজেন। ছেলে মেয়ে নির্বিশেষে এখনও অনেকেই অনুসরণ করেন তাঁকে।সলমনের হেয়ার স্টাইল, পাশাপাশি তার রিস্টলেট, তাঁর দাঁড়ানোর স্টাইল, বলতে গেলে বডি ল্যাঙ্গুয়েজ প্রায় সবই ফলো করেন ভক্তরা।সলমন খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। স্বাভাবিকভাবেই তার জন্মদিনে শুভেচ্ছার বন্যা সেলেবদের।সলমনের জন্মদিন মানেই জমাটি পার্টি, সেই পার্টিতে হাজির সোনাক্ষী সিনহা থেকে কার্তিক আরিয়ান। জাহ্নবী কপূর থেকে পূজা হেগড়ে এবং আরও অনেককেই দেখা গেল হাজির থাকতে।সলমন খানের জন্মদিনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কিং খান এবং ভাইজানের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মত !
আরও পড়ুন, 'শাসকরা থিয়েটারকে সন্দেহের চোখে দেখে', এক্সক্লুসিভ 'সেরা বাঙালি' মেঘনাদ ভট্টাচার্য
সবমিলিয়ে ভালই কাটছিল , কিন্তু লাঠিচার্জেই কাটল তাল !
সোমবার বোন অর্পিতা খান শর্মার বাড়িতে জন্মদিন উদযাপন করেন অভিনেতা। সেখানে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির তাবড় তারকারা।কিছুদিন আগেই 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন সলমন খান। ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিতে পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ ডগ্গুবতিকেও দেখা যাবে।পাশাপাশি সলমনের বহ প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-র মুক্তির তারিখও ঘোষণা করেছেন তিনি। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। সলমনের ব্যানার বানিয়ে এদিন হাজির হন সলমনের অসংখ্য ভক্তরা। সবমিলিয়ে ভালই কাটছিল , কিন্তু লাঠিচার্জেই কাটল তাল !






















