Happy Birthday kajol : কাজলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অজয় দেবগণের
স্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মন ভরানো পোস্ট করেছেন অজয় দেবগণ। না দেখা ছবি। সঙ্গে দারুণ ক্যাপশন। কাজল তো বটেই, অজয় দেবগনের পোস্ট দেখে বিগলিত নেটাগরিকরাও।
মুম্বই : আজ ৫ অগাস্ট। বলিউডের হিন্দি সিনেমার অনুরাগীরা অনেকেই জানেন যে, আজ কাজলের জন্মদিন। কিংবদন্তি বলিউড অভিনেত্রী তনুজার মেয়ে কাজল ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছিলেন নিজের অভিনয়েক জোরে। নিজের কেরিয়ারেও এতটা ছাপ ফেলেছেন যে, কাজল বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হয়ে উঠেছেন। পাশাপাশি, তাঁর স্বামী অজয় দেবগণও বলিউডের অন্যতম সফল অভিনেতা। দুজনে মিলে সংসারও করে ফেললেন অনেকগুলো বছর। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কের প্রেম আজও ফিকে হয়নি এতটুকুও। বরং, রোজ যেন একে অপরের প্রেমে নতুন করে পড়েন করেছেন দুজনে। স্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মন ভরানো পোস্ট করেছেন অজয় দেবগণ। না দেখা ছবি। সঙ্গে দারুণ ক্যাপশন। কাজল তো বটেই, অজয় দেবগনের পোস্ট দেখে বিগলিত নেটাগরিকরাও।
অজয় দেবগণ, কাজলের সঙ্গে একটা সবার না দেখা ছবি পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশন লিখেছেন, 'দীর্ঘদিন আমার মুখে হাসি ফুটিয়ে চলেছো রেখেছো তুমি। শুভ জন্মদিন প্রিয়তমা কাজল। তোমার দিনটাও ততটাই বিশেষ করে তুলতে চাই, ঠিক যতটা বিশেষ তুমি আমার কাছে।'
গত সপ্তাহেও গুরু পূর্ণিমার দিনে এমনই একটা আবেগঘন পোস্ট করেছিলেন অজয় দেবগণ। সেই পোস্ট অবশ্য তাঁর বাবা বীরু দেবগনকে নিয়ে করা। সেখানে 'ভূজ - দ্য প্রাইড অফ ইন্ডিয়া'-র অভিনেতা লিখেছিলেন, 'আমার বাবাকে স্যালুট জানাই। শুধুই তো আমার বাবা নয়। আমার গুরুও বটে। আজ এই বিশেষ দিনে বলতে চাই যে, আমার কেরিয়ারের সাফল্যের পিছনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর থেকে অনেক কিছু শিখেছি।'
প্রসঙ্গত, কাজল এবং অজয় দেবগন একসঙ্গে নয়-নয় করে বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন। যার মধ্যে রয়েছে, 'তনহাজি', 'পেয়ার তো হোনা হি থা', 'দিল কেয়া করে', 'রাজু চাচা'র মত অনেক ছবি। ১৯৯৯ সালে বিয়ে করেন দুজনে। এখন তাঁদের দুই সন্তানও রয়েছে। নাইসা এবং যুগ। অজয় দেবগনের অনুরাগীরা অবশ্য তাকিয়ে রয়েছেন, তাঁর আগামী ছবিগুলোর দিকে। অজয় দেবগনের হাতে রয়েছে 'ভূজ - দ্য প্রাইড অফ ইন্ডিয়া', 'সূর্যবংশী' এবং 'ময়দান'-এর মতো ছবি। রয়েছে 'মে ডে'-ও।