Happy Birthday Shahid Kapoor: শাহিদ কপূরের জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রী মীরার
রাত বারোটা বাজতেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেতার উদ্দেশে আসা জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা 'যব উই মেট' তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা শাহিদ কপূরের (Shahid Kapor)। দেখতে দেখতে ৪১ বছরে পা দিলেন তিনি। রাত বারোটা বাজতেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেতার উদ্দেশে আসা জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা 'যব উই মেট' তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন (Happy Birthday Shahid Kapoor)। শাহিদ কপূরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী মীরা কপূর।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শাহিদ কপূরের একটি ছবি পোস্ট করে স্ত্রী মীরা কপূর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু আবেগঘন কথাও লিখেছেন। তিনি লেখেন, 'শুভ জন্মদিন আমার জীবন। প্রার্থনা করি, তুমি জীবনে সবকিছুই সেরা পাও। কারণ, তুমি সেরা। সেরা বাবা, সেরা বন্ধু, সেরা স্বামী, সেরা মানুষ। আই লভ ইউ।'
আরও পড়ুন - Katakuti: আদিত্য কি পারবে কৌশানির খুনিদের শাস্তি দিতে? আসছে নয়া ওয়েব সিরিজ 'কাটাকুটি'
শাহিদ কপূরের থেকে বয়সে বেশ খানিকটা ছোট মীরা রাজপুত কপূর। বলিউডে অন্যতম চর্চিত এই দম্পতিকে নিয়ে প্রথম দিকে কম চর্চা হয়নি। করিনা কপূর খানের সঙ্গে সম্পর্কে ছেদের পরই মীরা রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কপূর। ২৭ বছর বয়সী মীরা কপূরের এই পোস্টে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারাও। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয়।'
প্রসঙ্গত, ২০১৫ সালে নয়াদিল্লিতে একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে মীরা রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কপূর। তাঁদের দুই সন্তানও রয়েছে। মিশা এবং জৈনকে নিয়ে নানা সময়ই নানা পোস্ট শেয়ার করেন শাহিদ-মীরা দুজনেই। সোশ্যাল মিডিয়ায় শাহিদ কপূরের স্ত্রী মীরার ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো।
অন্যদিকে করোনা পরিস্থিতিতে গত বছর শেষের দিকে মুক্তি স্থগিত হয়ে গিয়েছিল শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ম্রুণাল ঠাকুর। জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। এছাড়াও শাহিদ কপূরের হাতে রয়েছএ একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'বুল' ছবিতে। আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি।