Katakuti: আদিত্য কি পারবে কৌশানির খুনিদের শাস্তি দিতে? আসছে নয়া ওয়েব সিরিজ 'কাটাকুটি'
পরিচালক রাজা চন্দের মতোই এই ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেত্রী মানসী সেনগুপ্তের। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। তাঁরাই মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
কলকাতা: এতদিন পর্যন্ত বড় পর্দার জন্য ছবি তৈরি করতেন বাংলা ছবির পরিচালক রাজা চন্দ (Raja Chanda)। এবার তিনি পা রাখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে। প্রথমবার ওয়েব সিরিজ (Web Series) পরিচালনা করলেন তিনি। জানা যাচ্ছে এই ওয়েব সিরিজের নাম 'কাটাকুটি' (Katakuti)।
লাজুক আদিত্য আর স্পষ্টবক্তা কৌশানি। দুজনের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের আগেই মর্মান্তিকভাবে খুন হয় কৌশানি। নৃশংসভাবে খুন করা হয় তাকে। খুনের পর জানা যায়, সেটি একটি গণধর্ষণেরও ঘটনা। কিছু ব্যক্তি কৌশানিকে ধর্ষণ করে নৃশংসভাবে তার খুন করে। কদিন পরই বিয়ে হওয়ার কথা ছিল। চোখে সাজানো ছিল একরাশ স্বপ্ন। সেই স্বপ্নগুলোকে নির্মমভাবে ভেঙে চুরমার হতে দেখে মারাত্মকভাবে ভেঙে পড়ে আদিত্য। ওয়েব সিরিজের কাহিনী এভাবেই এগোতে থাকে। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা তিনজনের নাম জানতে পারা যায়। যারাই মূলত ধর্ষণ করে কৌশানিকে নির্মমভাবে খুন করেছে। ঘটনাচক্রে সেই ব্যক্তিদের মধ্যে একজন আবার কৌশানির পরিবারের খুব কাছের সদস্য। হবু স্ত্রীর এমন নির্মমভাবে মৃত্যুতে বদলে যায় আদিত্য। কৌশানির মৃত্যুর বিচারের দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। বেছে নেয় নির্মম প্রতিশোধের পথ। এই প্রেক্ষাপটেই এগোতে থাকে ওয়েব সিরিজ 'কাটাকুটি'র গল্প।
আরও পড়ুন - Maar Khayegaa Song : প্রকাশ্যে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন গান, নজর কাড়ল অক্ষয় কুমারের লুক
ওয়েব সিরিজের পরতে পরতে রয়েছে রোমহর্ষক চমক। জানা যাচ্ছে, ওয়েব সিরিজ 'কাটাকুটি'র কাহিনি-চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। পরিচালক রাজা চন্দের মতোই এই ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেত্রী মানসী সেনগুপ্তের। তাঁর বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। তাঁরাই মুখ্য চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী পিয়ান সরকারকে দেখা যাবে মানসীর বোনের চরিত্রে। এছাড়াও দেখা যাবে দেবতনুকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অভিজিৎ গুহ, বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আগামী মার্চ মাসে এই সিরিজ মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্মে ক্লীক-এ দেখতে পাবেন দর্শকেরা।