প্রিয়ঙ্কার জন্য খুশি, ও দেশকে গর্বিত করেছে: সলমন
![প্রিয়ঙ্কার জন্য খুশি, ও দেশকে গর্বিত করেছে: সলমন Happy for Priyanka, she is making India proud: Salman Khan প্রিয়ঙ্কার জন্য খুশি, ও দেশকে গর্বিত করেছে: সলমন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/08/07162925/salman-priyanka.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তাঁর সঙ্গে আসন্ন ‘ভরত’ ছবিতে অভিনয় করতে প্রথমে রাজি হয়েও শেষ মুহূর্তে না বলায় প্রিয়ঙ্কা চোপড়ার ওপর প্রথমে ক্ষুব্ধ হলেও, বলিউড সুপারস্টার সলমন খান বুঝিয়ে দিলেন, এসব তাঁর কাছে অতীত। উল্টে হলিউডের বড় ছবির প্রস্তাব পাওয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্যুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে পরিচালক আলি আব্বাস জাফর তাঁকে জানান যে, হলিউড গায়ক নিক জোনাসের সঙ্গে এনগেজমেন্টের কারণে ‘ভরত’ ছবিতে অভিনয় করতে পারবেন না বলে জানিয়েছলেন প্রিয়ঙ্কা। যদিও পরে জানা যায়, অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে হলিউড ছবি ‘কাউবয়েজ নিঞ্জা ভাইকিংজ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়ঙ্কা। গ্রহণও করেছেন। সেই কারণেই তিনি ‘ভরত’ ছবির কাজ শেষ সময় ছেড়ে দেন।
বলিউডে জোর খবর, এই ঘটনায় প্রিয়ঙ্কার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন সল্লু মিঞাঁ। দুজনের মধ্যে সুসম্পর্কের অবনতিও হয়। যদিও, এখন এসব নিয়ে ভাবতে রাজি নন সলমন। জানালেন, ইতিমধ্যেই প্রিয়ঙ্কার জায়গায় অভিনয় করতে রাজি হয়েছেন ক্যাটরিনা।
সলমন জানান, ছবি না করার জন্য প্রিয়ঙ্কা একটা কারণ বলেছিল। পরে জানতে পারি, আসল কারণ অন্য কিছু। ও যদি সত্যি কারণ বলেও দিত, তাহলেও কেউ ওকে আটকাত না। অভিনেতা বলেন, বিয়ে হোক বা হলিউড ছবির অফার, কিংবা আমার সঙ্গে বা এদেশে কাজ না করতে চাওয়া—সবটাই প্রিয়ঙ্কার নিজস্ব সিদ্ধান্ত। আমি খুশি যে ও ভাল কাজ করছে। বিদেশে ভাল অভিনেতার সঙ্গে কাজ করছে। দেশকে গর্বিত করছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)